ETV Bharat / international

Afterlife Ritual কবর খুঁড়ে তুলে আনা দেহকে সাজিয়ে গুছিয়ে ফ্যামিলি ফটো তোলেন ওঁরা

পরিবারের প্রয়াত সদস্য এবং পরলোকে চলে যাওয়া আত্মীয়দের দেহ কবর থেকে বের করে আনেন ইন্দোনেশিয়ার (Indonesia) সুলাওয়েসি দ্বীপের দু'টি গ্রামের বাসিন্দারা ৷ তারপর সেই দেহগুলিকে নতুন পোশাক পরিয়ে সেগুলির সঙ্গেই তোলা হয় ফ্যামিলি ফটো ৷ প্রয়াতদের আশীর্বাদ অক্ষুণ্ণ রাখতে এই প্রথা (Afterlife Ritual) পালন করেন গ্রামবাসী ৷ যার পোশাকি নাম মানেনে (Manene) ৷

Indonesian villagers pull out and dress bodies to perform Afterlife Ritual
Afterlife Ritual কবর খুঁড়ে তুলে আনা দেহকে সাজিয়ে গুছিয়ে ফ্যামিলি ফটো তোলেন ওঁরা
author img

By

Published : Aug 19, 2022, 3:56 PM IST

জাকার্তা, 19 অগস্ট: স্মার্ট ফোনে 'ফ্যামিলি ফটো' তুলছেন এক মহিলা ৷ একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ সিঁড়ির উপর দাঁড়িয়ে অথবা বসে রয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁরা সকলে একই পরিবারের সদস্য ৷ সকলেই ক্য়ামেরার দিকে হাসিমুখে তাকিয়ে আছেন ৷ ব্যতিক্রম শুধু তিনজন ৷ তাঁদের মুখে কোনও অভিব্যক্তি নেই ৷ অথচ, তাঁদের পরনে রয়েছে নতুন পোশাক ৷ আরও একটু ভালো করে দেখলে বোঝা যাবে, ওই তিনজনের দেহে আদতে প্রাণই নেই ! বস্তুত, মমির মতো তিনটি শরীরকে দাঁড় করিয়ে রেখেছেন বাকিরা ! এমন দৃশ্য অধিকাংশ মানুষকেই হতবাক করে দেবে ৷ কেউ কেউ হয়তো ভয়ও পাবেন ৷ কিন্তু, এটি আসলে ইন্দোনেশিয়ার দু'টি গ্রামের বহু প্রাচীন প্রথা ৷ যা আজও অক্ষরে অক্ষরে পালন করা হয় ৷

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ইন্দোনেশিয়ার (Indonesia) সুলাওয়েসি দ্বীপের দু'টি গ্রামের ৷ বছরের একটি নির্দিষ্ট দিনে এখানকার বাসিন্দারা পালন করেন 'মানেনে' (Manene) ৷ যা আদতে পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রথা (Afterlife Ritual) ৷ এই প্রথার আচার-অনুষ্ঠান বাইরের লোকেদের চমকে দেওয়ার পক্ষ যথেষ্ট ৷

Indonesian villagers pull out and dress bodies to perform Afterlife Ritual
রোদে দেহ শুকিয়ে তা পরিষ্কার করা হচ্ছে !

আরও পড়ুন: Anita Bose Pfaff সংরক্ষিত চিতাভস্মের ডিএনএ পরীক্ষায় ভারত ও জাপান সরকারের দ্বারস্থ হবেন নেতাজি কন্যা

সংশ্লিষ্ট একটি শহরেরই বাসিন্দা সুল্লে তোসি ৷ সাংবাদিকদের কৌতূহল নিরসনে তিনি বলেন, "আমরা যখন মানেনে পালন করি, প্রথমেই আমাদের মৃত আত্মীয় ও পরিজনদের কবর খুঁড়ে তাঁদের দেহ বের করে আনি ৷ তারপর সেই কবর আর তার চারপাশ ভালো করে পরিষ্কার করি ৷ এরপর দেহগুলি রোদে ভালো করে শুকনো করা হয় ৷ তারপর সেগুলিকে নতুন পোশাক পরানো হয় ৷"

এলাকার আর এক বাসিন্দা জানালেন, মৃত্যুর পরই দেহগুলি এমনভাবে কফিনবন্দি করে কবর দেওয়া হয়, যাতে বহু বছর ধরে সেগুলি সংরক্ষিত থাকে এবং পচন না ধরে ৷ ফলে মৃতদেহের মাংস, হাড় পচে, গলে যাওয়ার বদলে সেগুলি শুকনো খটখটে হয়ে যায় ৷ তাঁদের এই প্রথা প্রসঙ্গে সংশ্লিষ্ট টোরি গ্রামের প্রধান রহমান বাদুস বলেন, "প্রয়াতদের প্রতি তাঁদের ছেলে-মেয়ে, নাতি, পুতিরা যাতে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন, তার জন্যই এই রীতি পালন করা হয় ৷ যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এভাবেই আমরা তাঁদের আত্মাকে সন্তুষ্ট করি ৷ যাতে প্রয়াণের পরও তাঁদের আশীর্বাদ সর্বদা আমাদের মাথার উপর থাকে ৷ এই আশীর্বাদ আমাদের সুরক্ষা, শান্তি এবং খুশি নিশ্চিত করে ৷"

জাকার্তা, 19 অগস্ট: স্মার্ট ফোনে 'ফ্যামিলি ফটো' তুলছেন এক মহিলা ৷ একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ সিঁড়ির উপর দাঁড়িয়ে অথবা বসে রয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁরা সকলে একই পরিবারের সদস্য ৷ সকলেই ক্য়ামেরার দিকে হাসিমুখে তাকিয়ে আছেন ৷ ব্যতিক্রম শুধু তিনজন ৷ তাঁদের মুখে কোনও অভিব্যক্তি নেই ৷ অথচ, তাঁদের পরনে রয়েছে নতুন পোশাক ৷ আরও একটু ভালো করে দেখলে বোঝা যাবে, ওই তিনজনের দেহে আদতে প্রাণই নেই ! বস্তুত, মমির মতো তিনটি শরীরকে দাঁড় করিয়ে রেখেছেন বাকিরা ! এমন দৃশ্য অধিকাংশ মানুষকেই হতবাক করে দেবে ৷ কেউ কেউ হয়তো ভয়ও পাবেন ৷ কিন্তু, এটি আসলে ইন্দোনেশিয়ার দু'টি গ্রামের বহু প্রাচীন প্রথা ৷ যা আজও অক্ষরে অক্ষরে পালন করা হয় ৷

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ইন্দোনেশিয়ার (Indonesia) সুলাওয়েসি দ্বীপের দু'টি গ্রামের ৷ বছরের একটি নির্দিষ্ট দিনে এখানকার বাসিন্দারা পালন করেন 'মানেনে' (Manene) ৷ যা আদতে পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রথা (Afterlife Ritual) ৷ এই প্রথার আচার-অনুষ্ঠান বাইরের লোকেদের চমকে দেওয়ার পক্ষ যথেষ্ট ৷

Indonesian villagers pull out and dress bodies to perform Afterlife Ritual
রোদে দেহ শুকিয়ে তা পরিষ্কার করা হচ্ছে !

আরও পড়ুন: Anita Bose Pfaff সংরক্ষিত চিতাভস্মের ডিএনএ পরীক্ষায় ভারত ও জাপান সরকারের দ্বারস্থ হবেন নেতাজি কন্যা

সংশ্লিষ্ট একটি শহরেরই বাসিন্দা সুল্লে তোসি ৷ সাংবাদিকদের কৌতূহল নিরসনে তিনি বলেন, "আমরা যখন মানেনে পালন করি, প্রথমেই আমাদের মৃত আত্মীয় ও পরিজনদের কবর খুঁড়ে তাঁদের দেহ বের করে আনি ৷ তারপর সেই কবর আর তার চারপাশ ভালো করে পরিষ্কার করি ৷ এরপর দেহগুলি রোদে ভালো করে শুকনো করা হয় ৷ তারপর সেগুলিকে নতুন পোশাক পরানো হয় ৷"

এলাকার আর এক বাসিন্দা জানালেন, মৃত্যুর পরই দেহগুলি এমনভাবে কফিনবন্দি করে কবর দেওয়া হয়, যাতে বহু বছর ধরে সেগুলি সংরক্ষিত থাকে এবং পচন না ধরে ৷ ফলে মৃতদেহের মাংস, হাড় পচে, গলে যাওয়ার বদলে সেগুলি শুকনো খটখটে হয়ে যায় ৷ তাঁদের এই প্রথা প্রসঙ্গে সংশ্লিষ্ট টোরি গ্রামের প্রধান রহমান বাদুস বলেন, "প্রয়াতদের প্রতি তাঁদের ছেলে-মেয়ে, নাতি, পুতিরা যাতে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন, তার জন্যই এই রীতি পালন করা হয় ৷ যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এভাবেই আমরা তাঁদের আত্মাকে সন্তুষ্ট করি ৷ যাতে প্রয়াণের পরও তাঁদের আশীর্বাদ সর্বদা আমাদের মাথার উপর থাকে ৷ এই আশীর্বাদ আমাদের সুরক্ষা, শান্তি এবং খুশি নিশ্চিত করে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.