খারতুম (সুদান), 16 এপ্রিল: উত্তপ্ত সুদান ৷ শনিবার রাতে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের ৷ এদিনই সুদানে ভারতীয় দূতাবাস থেকে ভারতীয়দের সতর্ক করা হয়েছিল ৷ রবিবার ঘটনাটি নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস ৷ ওই ব্যক্তির নাম অ্যালবার্ট অগেস্টিন ৷ তিনি চাকরি সূত্রে সুদানে ছিলেন ৷ বর্তমানে দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে ৷
রবিবার ভারতীয় দূতাবাস টুইট করে জানায়, "ভারতীয় নাগরিক অ্যালবার্ট অগেস্টিন সুদানে ডাল গ্রুপ কোম্পানিতে কর্মরত ছিলেন ৷ গতকাল গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ পরবর্তী বন্দোবস্ত করছে ভারত সরকার ৷" এর আগে শনিবার, সুদানের অশান্ত পরিস্থিতি নিয়ে সেখানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে একটি টুইট করে ভারতীয় দূতাবাস ৷ তাতে জানানো হয়, ভারতীয়রা যেন যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করেন ৷
-
Press Release
— India in Sudan (@EoI_Khartoum) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
It has been reported that Mr Albert Augestine, an Indian National working in a Dal Group Company in Sudan who got hit by a stray bullet yesterday succumbed to his injuries.
Embassy is in touch with family and medical authorities to make further arrangements.
">Press Release
— India in Sudan (@EoI_Khartoum) April 16, 2023
It has been reported that Mr Albert Augestine, an Indian National working in a Dal Group Company in Sudan who got hit by a stray bullet yesterday succumbed to his injuries.
Embassy is in touch with family and medical authorities to make further arrangements.Press Release
— India in Sudan (@EoI_Khartoum) April 16, 2023
It has been reported that Mr Albert Augestine, an Indian National working in a Dal Group Company in Sudan who got hit by a stray bullet yesterday succumbed to his injuries.
Embassy is in touch with family and medical authorities to make further arrangements.
আফ্রিকার এই দেশটিতে আধাসামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর মধ্যে ঝামেলা বেধেছে ৷ এর ফলে রাজধানী খারতুমের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, গুলি চলছে ৷ এই পরিস্থিতিতে ভারতীয়রা যেন বাড়ির মধ্যে থাকে ৷ খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরতে নিষেধ করা হয়েছে ৷ এর সঙ্গে টুইটে জানানো হয়েছে, "আপনারা শান্ত থাকুন এবং পরের আপডেটের জন্য অপেক্ষা করুন ৷"
খার্তুমের ভারতীয় দূতাবাস থেকে একটি টুইট বার্তায় বলা হয়েছে, " গুলিবর্ষণ এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে, সমস্ত ভারতীয়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা থেকে শুরু করে বাড়ির ভিতরে থাকার এবং অবিলম্বে বাইরের উদ্যোগ বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ দয়া করে শান্ত থাকুন এবং আপডেটের জন্য অপেক্ষা করুন।"
সম্প্রতি দেশটির সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা দিনে দিনে বেড়েছে ৷ আরএসএফ সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে ৷ সামরিক বাহিনী দক্ষিণ খার্তুমে আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হালকা এবং ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করেছে ৷ যদিও সেনাবাহিনী এই ঘটনায় কোনও মন্তব্য করেনি ৷ এর ফলে রাজনৈতিক দলগুলির সঙ্গে হওয়া একটি চুক্তি কার্যকরে দেরি হয়ে যাবে ৷ এই চুক্তিটি আন্তর্জাতিক সমর্থন পেয়েছে ৷
আরও পড়ুন: কঙ্গোয় 42 জনের খুনের অভিযোগ বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে