ETV Bharat / international

Indian Died in Sudan: সামরিক-আধাসামরিক বাহিনীর সংঘর্ষ, সুদানে গুলিতে মৃত্যু ভারতীয়র

দেশের রাজধানী খার্তুমের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি গুলি চলছে, বিস্ফোরণ হচ্ছে ৷ সামরিক বাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনীর যুদ্ধ বেধেছে ৷ এর মধ্যে সুদানে মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের ৷

Sudan
সুদান
author img

By

Published : Apr 16, 2023, 1:46 PM IST

খারতুম (সুদান), 16 এপ্রিল: উত্তপ্ত সুদান ৷ শনিবার রাতে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের ৷ এদিনই সুদানে ভারতীয় দূতাবাস থেকে ভারতীয়দের সতর্ক করা হয়েছিল ৷ রবিবার ঘটনাটি নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস ৷ ওই ব্যক্তির নাম অ্যালবার্ট অগেস্টিন ৷ তিনি চাকরি সূত্রে সুদানে ছিলেন ৷ বর্তমানে দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে ৷

রবিবার ভারতীয় দূতাবাস টুইট করে জানায়, "ভারতীয় নাগরিক অ্যালবার্ট অগেস্টিন সুদানে ডাল গ্রুপ কোম্পানিতে কর্মরত ছিলেন ৷ গতকাল গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ পরবর্তী বন্দোবস্ত করছে ভারত সরকার ৷" এর আগে শনিবার, সুদানের অশান্ত পরিস্থিতি নিয়ে সেখানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে একটি টুইট করে ভারতীয় দূতাবাস ৷ তাতে জানানো হয়, ভারতীয়রা যেন যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করেন ৷

  • Press Release

    It has been reported that Mr Albert Augestine, an Indian National working in a Dal Group Company in Sudan who got hit by a stray bullet yesterday succumbed to his injuries.

    Embassy is in touch with family and medical authorities to make further arrangements.

    — India in Sudan (@EoI_Khartoum) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফ্রিকার এই দেশটিতে আধাসামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর মধ্যে ঝামেলা বেধেছে ৷ এর ফলে রাজধানী খারতুমের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, গুলি চলছে ৷ এই পরিস্থিতিতে ভারতীয়রা যেন বাড়ির মধ্যে থাকে ৷ খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরতে নিষেধ করা হয়েছে ৷ এর সঙ্গে টুইটে জানানো হয়েছে, "আপনারা শান্ত থাকুন এবং পরের আপডেটের জন্য অপেক্ষা করুন ৷"

খার্তুমের ভারতীয় দূতাবাস থেকে একটি টুইট বার্তায় বলা হয়েছে, " গুলিবর্ষণ এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে, সমস্ত ভারতীয়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা থেকে শুরু করে বাড়ির ভিতরে থাকার এবং অবিলম্বে বাইরের উদ্যোগ বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ দয়া করে শান্ত থাকুন এবং আপডেটের জন্য অপেক্ষা করুন।"

সম্প্রতি দেশটির সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা দিনে দিনে বেড়েছে ৷ আরএসএফ সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে ৷ সামরিক বাহিনী দক্ষিণ খার্তুমে আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হালকা এবং ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করেছে ৷ যদিও সেনাবাহিনী এই ঘটনায় কোনও মন্তব্য করেনি ৷ এর ফলে রাজনৈতিক দলগুলির সঙ্গে হওয়া একটি চুক্তি কার্যকরে দেরি হয়ে যাবে ৷ এই চুক্তিটি আন্তর্জাতিক সমর্থন পেয়েছে ৷

আরও পড়ুন: কঙ্গোয় 42 জনের খুনের অভিযোগ বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে

খারতুম (সুদান), 16 এপ্রিল: উত্তপ্ত সুদান ৷ শনিবার রাতে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের ৷ এদিনই সুদানে ভারতীয় দূতাবাস থেকে ভারতীয়দের সতর্ক করা হয়েছিল ৷ রবিবার ঘটনাটি নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস ৷ ওই ব্যক্তির নাম অ্যালবার্ট অগেস্টিন ৷ তিনি চাকরি সূত্রে সুদানে ছিলেন ৷ বর্তমানে দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে ৷

রবিবার ভারতীয় দূতাবাস টুইট করে জানায়, "ভারতীয় নাগরিক অ্যালবার্ট অগেস্টিন সুদানে ডাল গ্রুপ কোম্পানিতে কর্মরত ছিলেন ৷ গতকাল গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ দূতাবাস তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ পরবর্তী বন্দোবস্ত করছে ভারত সরকার ৷" এর আগে শনিবার, সুদানের অশান্ত পরিস্থিতি নিয়ে সেখানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে একটি টুইট করে ভারতীয় দূতাবাস ৷ তাতে জানানো হয়, ভারতীয়রা যেন যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করেন ৷

  • Press Release

    It has been reported that Mr Albert Augestine, an Indian National working in a Dal Group Company in Sudan who got hit by a stray bullet yesterday succumbed to his injuries.

    Embassy is in touch with family and medical authorities to make further arrangements.

    — India in Sudan (@EoI_Khartoum) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফ্রিকার এই দেশটিতে আধাসামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর মধ্যে ঝামেলা বেধেছে ৷ এর ফলে রাজধানী খারতুমের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে, গুলি চলছে ৷ এই পরিস্থিতিতে ভারতীয়রা যেন বাড়ির মধ্যে থাকে ৷ খুব প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরতে নিষেধ করা হয়েছে ৷ এর সঙ্গে টুইটে জানানো হয়েছে, "আপনারা শান্ত থাকুন এবং পরের আপডেটের জন্য অপেক্ষা করুন ৷"

খার্তুমের ভারতীয় দূতাবাস থেকে একটি টুইট বার্তায় বলা হয়েছে, " গুলিবর্ষণ এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে, সমস্ত ভারতীয়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা থেকে শুরু করে বাড়ির ভিতরে থাকার এবং অবিলম্বে বাইরের উদ্যোগ বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ দয়া করে শান্ত থাকুন এবং আপডেটের জন্য অপেক্ষা করুন।"

সম্প্রতি দেশটির সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা দিনে দিনে বেড়েছে ৷ আরএসএফ সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে ৷ সামরিক বাহিনী দক্ষিণ খার্তুমে আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হালকা এবং ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করেছে ৷ যদিও সেনাবাহিনী এই ঘটনায় কোনও মন্তব্য করেনি ৷ এর ফলে রাজনৈতিক দলগুলির সঙ্গে হওয়া একটি চুক্তি কার্যকরে দেরি হয়ে যাবে ৷ এই চুক্তিটি আন্তর্জাতিক সমর্থন পেয়েছে ৷

আরও পড়ুন: কঙ্গোয় 42 জনের খুনের অভিযোগ বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.