ETV Bharat / international

Ruchira Kamboj: ভারত একা দাঁড়িয়েছে, কিন্তু আদর্শচ্যূত হয়নি, রাষ্ট্রসংঘে বললেন রুচিরা

গত দু'বছরে এমন সময়ও এসেছে, যখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) অস্থায়ী সদস্য ভারতকে একা দাঁড়াতে হয়েছে (had to stand alone) ৷ তা সত্ত্বেও ভারত তার আদর্শের সঙ্গে আপস করেনি ৷ একথা বললেন রাষ্ট্রসংঘে নয়াদিল্লির স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ (Ruchira Kamboj) ৷

Indian Envoy Ruchira Kamboj says there were instances when India had to stand alone during two years of UNSC tenure
রুচিরা কম্বোজ ৷
author img

By

Published : Dec 23, 2022, 1:18 PM IST

রাষ্ট্রসংঘ, 23 ডিসেম্বর: 2021-22 বর্ষের মধ্যে এমন সময়ও এসেছে, যখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) অস্থায়ী সদস্য ভারতকে একা দাঁড়াতে হয়েছে (had to stand alone) ৷ কিন্তু, তারপরও ভারত তার আদর্শ এবং বিশ্বাসের পথ থেকে বিচ্যূত হয়নি ৷ রাষ্ট্রসংঘের মঞ্চে একথা বললেন নয়াদিল্লির প্রতিনিধি রুচিরা কম্বোজ (Ruchira Kamboj) ৷ উল্লেখ্য, দু'বছরের জন্য (2021-22) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যপদ পেয়েছে ভারত ৷ এই সময়সীমার মধ্যেই দু'বার নিরাপত্তা পরিষদের মাসিক সম্মেলনের সভাপতিত্ব অর্জন করেছে নয়াদিল্লি ৷ দ্বিতীয় দফায় গত 1 ডিসেম্বর এই দায়িত্ব ভারতের ঝুলিতে এসেছে ৷ প্রসঙ্গত, সংশ্লিষ্ট দেশগুলি পর্যায়ক্রমে দফায় দফায় এই দায়িত্ব পায় ৷ ডিসেম্বরের সম্মেলনের সমাপ্তি ভাষণে ভারত সম্পর্কে সংশ্লিষ্ট মন্তব্যটি করেন রুচিরা ৷

এর আগে 2021 সালের অগস্ট মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মাসিক সম্মেলনের সভাপতিত্ব অর্জন করেছিল ভারত ৷ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য হিসাবে নিযুক্ত রয়েছেন রুচিরা ৷ এছাড়াও, রাষ্ট্রসংঘের 15 সদস্যের যে নিরাপত্তা পরিষদ রয়েছে, পদাধিকার বলে চলতি ডিসেম্বর মাসের জন্য সেই পরিষদের সভানেত্রীও (President) হলেন তিনি ৷ রুচিরা বলেন, "গত দু'বছর ধরে আমরা শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির পক্ষে সওয়াল করেছি ৷ সন্ত্রাসবাদের মতো যেসমস্ত বিষয় সমগ্র মানবজাতির শত্রু, তার বিরুদ্ধে সুর চড়াতে কখনও দ্বিধা করিনি আমরা ৷"

আরও পড়ুন: 'লাদেনকে আশ্রয়, সংসদে হামলা'র ঘটনা মনে করিয়ে পাকিস্তানকে কড়া জবাব বিদেশমন্ত্রীর

সামনেই বড়দিন এবং ইংরেজি নতুন বছর ৷ তাই আপাতত রাষ্ট্রসংঘেও শুরু হয়ে যাচ্ছে আনুষ্ঠানিক ছুটির মরশুম ৷ তার আগে একটি সমাপ্তি ভাষণ দেওয়ার কথা ছিল ভারতের প্রতিনিধির ৷ সেই সুযোগ কাজে লাগিয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন রুচিরা ৷ উল্লেখ্য, গত সপ্তাহেই নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের কর্মসূচিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ সেই ধারাই কার্যত এগিয়ে নিয়ে গিয়েছেন রুচিরা ৷ সওয়াল করেছেন শান্তির পক্ষে ৷

সন্ত্রাসের বিরোধিতায় এবং শান্তি স্থাপনের পক্ষে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি স্বাক্ষরিত হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল, রাষ্ট্রসংঘে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা ৷ পাশাপাশি, একটি বন্ধু গোষ্ঠীও (Group of Friends) তৈরি করা হচ্ছে ৷ শান্তিস্থাপনকারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের বিরোধিতায় পালটা প্রচার করবে এই বন্ধু গোষ্ঠী ৷

রাষ্ট্রসংঘ, 23 ডিসেম্বর: 2021-22 বর্ষের মধ্যে এমন সময়ও এসেছে, যখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) অস্থায়ী সদস্য ভারতকে একা দাঁড়াতে হয়েছে (had to stand alone) ৷ কিন্তু, তারপরও ভারত তার আদর্শ এবং বিশ্বাসের পথ থেকে বিচ্যূত হয়নি ৷ রাষ্ট্রসংঘের মঞ্চে একথা বললেন নয়াদিল্লির প্রতিনিধি রুচিরা কম্বোজ (Ruchira Kamboj) ৷ উল্লেখ্য, দু'বছরের জন্য (2021-22) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যপদ পেয়েছে ভারত ৷ এই সময়সীমার মধ্যেই দু'বার নিরাপত্তা পরিষদের মাসিক সম্মেলনের সভাপতিত্ব অর্জন করেছে নয়াদিল্লি ৷ দ্বিতীয় দফায় গত 1 ডিসেম্বর এই দায়িত্ব ভারতের ঝুলিতে এসেছে ৷ প্রসঙ্গত, সংশ্লিষ্ট দেশগুলি পর্যায়ক্রমে দফায় দফায় এই দায়িত্ব পায় ৷ ডিসেম্বরের সম্মেলনের সমাপ্তি ভাষণে ভারত সম্পর্কে সংশ্লিষ্ট মন্তব্যটি করেন রুচিরা ৷

এর আগে 2021 সালের অগস্ট মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মাসিক সম্মেলনের সভাপতিত্ব অর্জন করেছিল ভারত ৷ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য হিসাবে নিযুক্ত রয়েছেন রুচিরা ৷ এছাড়াও, রাষ্ট্রসংঘের 15 সদস্যের যে নিরাপত্তা পরিষদ রয়েছে, পদাধিকার বলে চলতি ডিসেম্বর মাসের জন্য সেই পরিষদের সভানেত্রীও (President) হলেন তিনি ৷ রুচিরা বলেন, "গত দু'বছর ধরে আমরা শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির পক্ষে সওয়াল করেছি ৷ সন্ত্রাসবাদের মতো যেসমস্ত বিষয় সমগ্র মানবজাতির শত্রু, তার বিরুদ্ধে সুর চড়াতে কখনও দ্বিধা করিনি আমরা ৷"

আরও পড়ুন: 'লাদেনকে আশ্রয়, সংসদে হামলা'র ঘটনা মনে করিয়ে পাকিস্তানকে কড়া জবাব বিদেশমন্ত্রীর

সামনেই বড়দিন এবং ইংরেজি নতুন বছর ৷ তাই আপাতত রাষ্ট্রসংঘেও শুরু হয়ে যাচ্ছে আনুষ্ঠানিক ছুটির মরশুম ৷ তার আগে একটি সমাপ্তি ভাষণ দেওয়ার কথা ছিল ভারতের প্রতিনিধির ৷ সেই সুযোগ কাজে লাগিয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন রুচিরা ৷ উল্লেখ্য, গত সপ্তাহেই নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের কর্মসূচিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ সেই ধারাই কার্যত এগিয়ে নিয়ে গিয়েছেন রুচিরা ৷ সওয়াল করেছেন শান্তির পক্ষে ৷

সন্ত্রাসের বিরোধিতায় এবং শান্তি স্থাপনের পক্ষে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি স্বাক্ষরিত হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল, রাষ্ট্রসংঘে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা ৷ পাশাপাশি, একটি বন্ধু গোষ্ঠীও (Group of Friends) তৈরি করা হচ্ছে ৷ শান্তিস্থাপনকারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের বিরোধিতায় পালটা প্রচার করবে এই বন্ধু গোষ্ঠী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.