ঢাকা, 8 জানুয়ারি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা ৷ সোমবার চতুর্থবারের জন্য পড়শি দেশে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ ৷ বিপুল ভোটের ব্যবধানে গোপালগঞ্জ-3 আসন থেকে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর-কন্যা শেখ হাসিনা ৷ এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে শুভেচ্ছা বার্তা নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা ৷ পরে শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী মোদিও ৷ শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
-
Spoke to Prime Minister Sheikh Hasina and congratulated her on her victory for a historic fourth consecutive term in the Parliamentary elections. I also congratulate the people of Bangladesh for the successful conduct of elections. We are committed to further strengthen our…
— Narendra Modi (@narendramodi) January 8, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Spoke to Prime Minister Sheikh Hasina and congratulated her on her victory for a historic fourth consecutive term in the Parliamentary elections. I also congratulate the people of Bangladesh for the successful conduct of elections. We are committed to further strengthen our…
— Narendra Modi (@narendramodi) January 8, 2024Spoke to Prime Minister Sheikh Hasina and congratulated her on her victory for a historic fourth consecutive term in the Parliamentary elections. I also congratulate the people of Bangladesh for the successful conduct of elections. We are committed to further strengthen our…
— Narendra Modi (@narendramodi) January 8, 2024
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের তরফে দাবি করা হয়ছে, ভারতীয় রাষ্ট্রদূতের পাশাপাশি রাশিয়া, চিন, ভুটান, ফিলিপিন্স, সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন গণভবনে এসে সাক্ষাৎ করেন ৷ একইসঙ্গে বাংলাদেশকে এই দেশগুলোর তরফে সার্বিক সমর্থনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে ৷ সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের জন্য ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
-
Dhaka, Bangladesh | Those with ties to terrorist organizations or engaged in illegal activities, fearing elections and refraining from contesting, contribute to the victory of the people, not mine: Bangladesh Prime Minister Sheikh Hasina pic.twitter.com/K9fmSfVxiq
— ANI (@ANI) January 8, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dhaka, Bangladesh | Those with ties to terrorist organizations or engaged in illegal activities, fearing elections and refraining from contesting, contribute to the victory of the people, not mine: Bangladesh Prime Minister Sheikh Hasina pic.twitter.com/K9fmSfVxiq
— ANI (@ANI) January 8, 2024Dhaka, Bangladesh | Those with ties to terrorist organizations or engaged in illegal activities, fearing elections and refraining from contesting, contribute to the victory of the people, not mine: Bangladesh Prime Minister Sheikh Hasina pic.twitter.com/K9fmSfVxiq
— ANI (@ANI) January 8, 2024
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "অনেক বড় জয় পেয়েছেন তিনি। আমার অভিনন্দন। বাংলাদেশের মানুষের প্রতি, হাসিনাজির প্রতি, তাঁর পরিবারের প্রতি আওয়ামী লীগের প্রতি আমার অভিনন্দন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের দোয়া করুন। আমার অনেক অভিনন্দন।" প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মহম্মাদ নূরেলাহি মিনা এদিন বলেন, “বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তাদের নিজেদের দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।" রবিবার অনুষ্ঠিত দেশের সাধারণ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ 300 সদস্যের সংসদে 223টি আসন পেয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, শেখ হাসিনা কূটনীতিকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির দিকে তাঁর নতুন সরকারের যাত্রায় প্রতিবেশী দেশগুলির সহযোগিতাও কামনা করেছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, "আগা খানের কূটনৈতিক প্রতিনিধিদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে।"
এদিন মিনা বলেন, "সোমবার পরবর্তীতে আরো বেশ কয়েকজন বিদেশী রাষ্ট্রদূতদের হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে ৷" রবিবারের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জিতেছে ৷ প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার জোট সঙ্গীরা অবশ্য এই নির্বাচন বয়কট করেছিল। আওয়ামী লীগের সভানেত্রী 76 বছর বয়সী শেখ হাসিনা গোপালগঞ্জ-3 আসনে নিরঙ্কুশ জয়লাভ করেন ৷ হাসিনা 2009 সাল থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই দেশের শাসন ক্ষমতায় রয়েছেন ৷ এই জয়ের মাধ্যমে, হাসিনা স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী হয়েছেন ৷
এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "যারা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত বা অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত, তারাই নির্বাচনকে ভয় পায় ৷ আর সে কারণেই প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকে ৷"
(সংবাদ সূত্র- পিটিআই)
আরও পড়ুন: