ETV Bharat / international

PM Modi US Visit: মোদির ছবি দেওয়া জ্যাকেট পরে প্রধানমন্ত্রীকে নিউইয়র্কে স্বাগত প্রবাসী ভারতীয়র - Indian diaspora

বিদেশের মাটিতে বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উষ্ণ অভ্যর্থনা পান প্রবাসী ভারতীয়দের থেকে ৷ তবে এবার একদম মোদির ছবি দেওয়া জ্যাকেট পরে তাঁকে স্বাগত জানালেন এক প্রবাসী ভারতীয় ৷

jacket with modi image
জ্যাকেটে মোদির ছবি
author img

By

Published : Jun 21, 2023, 10:54 AM IST

নিউইয়র্ক, 21 জুন: অভিনব কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিউইয়র্কে স্বাগত জানাতে হাজির এক প্রবাসী ভারতীয় ৷ ওই ব্যক্তিকে একটি জ্যাকেট পরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গিয়েছে ৷ তবে সেটা সাধারণ জ্যাকেট নয় ৷ সেই জ্যাকেটের সর্বত্রই লাগানো ছিল নরেন্দ্র মোদির ছবি ৷ ওই ব্যক্তির নাম মিনেশ সি প্যাটেল ৷ এই প্রবাসী ভারতীয় বলেন, "এই জ্যাকেটটি 2015 সালে গুজরাত দিবস উদযাপনের সময় তৈরি করা হয়েছিল । আমাদের কয়েকজনের কাছে এইরকম জ্যাকেট 26টি রয়েছে । তার মধ্যে ৪টি আজ এখানে পরে এসেছি ।"

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে 'স্টেট ভিজিটে' এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিউইয়র্কে মোদিকে স্বাগত জানাতে এসেছিলেন প্রবাসী ভারতীয়রা ৷ তাদের মধ্যে থেকেই মিনেশ এই অভিনব জ্যাকেট পরে সকলের নজর কেড়েছেন ৷ চার দিনের মার্কিন সফরে এসে প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার (মার্কিন সময়) যে হোটেল উঠেছেন সেখানেই প্রবাসী ভারতীয়রা ভিড় জমিয়েছিলেন ৷ হোটেলে বাইরে দাড়িয়ে তাঁরা 'ভারত মাতা কি জয়' স্লোগান দিচ্ছিলেন ৷ এমনকী প্রবাসীরা ভারতের পতাকা নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ।

আরও পড়ুন: আন্তর্জাতিক যোগ দিবসে নিউইয়র্ক থেকে বিশেষ বার্তা মোদির

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তাঁর আনন্দ প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা হয়েছে ।" আরেকজন ভারতীয় বংশোদ্ভূত বলেন, "প্রধানমন্ত্রী মোদির চারপাশের বাতাবরণ সত্যিই অসাধারণ ৷ তিনি আমাদেরকে শান্তভাবে ও উদারতার সঙ্গে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন । আমরা খুব রোমাঞ্চিত ।"

উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন ৷ তাঁকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ৷ তা তিনি গ্রহণ করেন । নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় প্রবাসী ভারতীয়রা 'মোদি, মোদি' স্লোগান দিচ্ছিলেন । নরেন্দ্র মোদিকে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলতে ও তাদের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: ‘ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে,’ প্রথম ‘স্টেট ভিজিটে’ যাওয়ার আগে বার্তা মোদির

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদি নোবেলজয়ী, অর্থনীতিবিদ, শিল্পী, বিজ্ঞানী, পণ্ডিত, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও সিইওদের সঙ্গে দেখা করেন । এরপর বুধবার অর্থাৎ 21 জুন তিনি জাতিসংঘের সদর দফতরে যোগ দিবস উদযাপনে যোগ দেন । প্রধানমন্ত্রী মোদি এরপর ওয়াশিংটন ডিসিতে যাবেন এবং 22 জুন হোয়াইট হাউসে একটি আনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে ।

নিউইয়র্ক, 21 জুন: অভিনব কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিউইয়র্কে স্বাগত জানাতে হাজির এক প্রবাসী ভারতীয় ৷ ওই ব্যক্তিকে একটি জ্যাকেট পরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গিয়েছে ৷ তবে সেটা সাধারণ জ্যাকেট নয় ৷ সেই জ্যাকেটের সর্বত্রই লাগানো ছিল নরেন্দ্র মোদির ছবি ৷ ওই ব্যক্তির নাম মিনেশ সি প্যাটেল ৷ এই প্রবাসী ভারতীয় বলেন, "এই জ্যাকেটটি 2015 সালে গুজরাত দিবস উদযাপনের সময় তৈরি করা হয়েছিল । আমাদের কয়েকজনের কাছে এইরকম জ্যাকেট 26টি রয়েছে । তার মধ্যে ৪টি আজ এখানে পরে এসেছি ।"

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে 'স্টেট ভিজিটে' এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিউইয়র্কে মোদিকে স্বাগত জানাতে এসেছিলেন প্রবাসী ভারতীয়রা ৷ তাদের মধ্যে থেকেই মিনেশ এই অভিনব জ্যাকেট পরে সকলের নজর কেড়েছেন ৷ চার দিনের মার্কিন সফরে এসে প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার (মার্কিন সময়) যে হোটেল উঠেছেন সেখানেই প্রবাসী ভারতীয়রা ভিড় জমিয়েছিলেন ৷ হোটেলে বাইরে দাড়িয়ে তাঁরা 'ভারত মাতা কি জয়' স্লোগান দিচ্ছিলেন ৷ এমনকী প্রবাসীরা ভারতের পতাকা নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ।

আরও পড়ুন: আন্তর্জাতিক যোগ দিবসে নিউইয়র্ক থেকে বিশেষ বার্তা মোদির

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তাঁর আনন্দ প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা হয়েছে ।" আরেকজন ভারতীয় বংশোদ্ভূত বলেন, "প্রধানমন্ত্রী মোদির চারপাশের বাতাবরণ সত্যিই অসাধারণ ৷ তিনি আমাদেরকে শান্তভাবে ও উদারতার সঙ্গে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন । আমরা খুব রোমাঞ্চিত ।"

উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন ৷ তাঁকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ৷ তা তিনি গ্রহণ করেন । নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় প্রবাসী ভারতীয়রা 'মোদি, মোদি' স্লোগান দিচ্ছিলেন । নরেন্দ্র মোদিকে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলতে ও তাদের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: ‘ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে,’ প্রথম ‘স্টেট ভিজিটে’ যাওয়ার আগে বার্তা মোদির

মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদি নোবেলজয়ী, অর্থনীতিবিদ, শিল্পী, বিজ্ঞানী, পণ্ডিত, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও সিইওদের সঙ্গে দেখা করেন । এরপর বুধবার অর্থাৎ 21 জুন তিনি জাতিসংঘের সদর দফতরে যোগ দিবস উদযাপনে যোগ দেন । প্রধানমন্ত্রী মোদি এরপর ওয়াশিংটন ডিসিতে যাবেন এবং 22 জুন হোয়াইট হাউসে একটি আনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.