ETV Bharat / international

ICG Rescue Operation: মধ্য আরব সাগরে দুঃসাহসিক অভিযান! অসুস্থ চিনা নাগরিকের প্রাণ বাঁচাল উপকূলরক্ষী বাহিনী

মধ্য আরব সাগরে তখন ঝোড়ো হাওয়ার তাণ্ডব ৷ তার মধ্যেই উদ্ধারে নামল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ জাহাজ থেকে অসুস্থ চিনে নাগরিককে বের করে আনল বাহিনী ৷

author img

By

Published : Aug 17, 2023, 2:14 PM IST

ICG Rescue Operation
অসুস্থ চিনে নাগরিককে উদ্ধার করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
মধ্য আরব সাগর থেকে অসুস্থ চিনে নাগরিককে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

দমন, 17 অগস্ট: দুঃসাহসিক অভিযানে এক চিনা নাগরিককে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ বুধবার রাতে আরব সাগরে একটি রিসার্চ ভেসেল থেকে চিনা ওই নাগরিককে উদ্ধার করা হয় ৷ বৃহস্পতিবার উপকূলরক্ষীবাহিনীর তরফে ঘটনাটির কথা জানিয়ে পোস্ট করা হয় ৷

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সফলভাবে এক চিনের নাগরিককে উদ্ধার করেছে ৷ পানামা ফ্ল্যাগড রিসার্চ ভেসেল এমভি ডং ফাং কান ট্যান নম্বর 2 জাহাজটি আরব সাগরে ছিল ৷ মুম্বই থেকে প্রায় 200 কিমি দূরে সেটি অবস্থান করছিল ৷ 16-17 অগস্ট রাতে ওই অসুস্থ চিনের নাগরিককে জাহাজটি থেকে বের করে আনা হয় ৷"

এদিন আরব সাগরে পানামা ফ্ল্যাগড রিসার্চ ভেসেল এমভি ডং ফাং ট্যান নম্বর 2 জাহাজটি চিন থেকে আরব আমিরশাহীর দিকে যাচ্ছিল ৷ বুধবার রাতে জাহাজটি মধ্য আরব সাগরে অবস্থান করছিল তখন হঠাৎ চিনা ওই নাগরিক জানান, তিনি অসুস্থ বোধ করছেন ৷ তাঁর বুকে ব্যথা হচ্ছে ৷ প্রাথমিকভাবে চিনা নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই মনে করা হচ্ছিল ৷

এরপর মুম্বইয়ের ইন্ডিয়ান মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে একটি ফোন আসে ৷ তারা জানতে পারে, জাহাজের এক কর্মীর রক্তের চাপ বেড়ে গিয়েছে ৷ তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৷ তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে হবে ৷ তড়িঘড়ি ওই জাহাজের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ ফোনে প্রাথমিক পরামর্শ দেওয়া হয় ৷ এরপর দ্রুত তাঁকে উদ্ধার করার প্রস্তুতি শুরু করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷

আরও পড়ুন: ভূমিধসে বিপর্যস্ত সিমলা, শিব মন্দির দুর্ঘটনায় কমপক্ষে 13 জনের দেহ উদ্ধার

মাঝ সমুদ্রে ঝোড়ো হাওয়া, প্রতিকূল অবস্থার মধ্যেই উদ্ধারকার্যে নামে ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ রাতের অন্ধকারও চ্যালেঞ্জ ছিল বাহিনীর কাছে ৷ সে সবকিছু উপেক্ষা করেই ঝাঁপিয়ে পড়ে উপকূলরক্ষী বাহিনী ৷ মধ্য আরব সাগরে ওই জাহাজ থেকে অসুস্থ চিনা নাগরিককে হেলিকপ্টারে উদ্ধার করা হয় ৷ তাঁকে দমনে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক শুশ্রূষা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানান্তরিত করা হয়েছে ৷

মধ্য আরব সাগর থেকে অসুস্থ চিনে নাগরিককে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

দমন, 17 অগস্ট: দুঃসাহসিক অভিযানে এক চিনা নাগরিককে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ বুধবার রাতে আরব সাগরে একটি রিসার্চ ভেসেল থেকে চিনা ওই নাগরিককে উদ্ধার করা হয় ৷ বৃহস্পতিবার উপকূলরক্ষীবাহিনীর তরফে ঘটনাটির কথা জানিয়ে পোস্ট করা হয় ৷

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সফলভাবে এক চিনের নাগরিককে উদ্ধার করেছে ৷ পানামা ফ্ল্যাগড রিসার্চ ভেসেল এমভি ডং ফাং কান ট্যান নম্বর 2 জাহাজটি আরব সাগরে ছিল ৷ মুম্বই থেকে প্রায় 200 কিমি দূরে সেটি অবস্থান করছিল ৷ 16-17 অগস্ট রাতে ওই অসুস্থ চিনের নাগরিককে জাহাজটি থেকে বের করে আনা হয় ৷"

এদিন আরব সাগরে পানামা ফ্ল্যাগড রিসার্চ ভেসেল এমভি ডং ফাং ট্যান নম্বর 2 জাহাজটি চিন থেকে আরব আমিরশাহীর দিকে যাচ্ছিল ৷ বুধবার রাতে জাহাজটি মধ্য আরব সাগরে অবস্থান করছিল তখন হঠাৎ চিনা ওই নাগরিক জানান, তিনি অসুস্থ বোধ করছেন ৷ তাঁর বুকে ব্যথা হচ্ছে ৷ প্রাথমিকভাবে চিনা নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই মনে করা হচ্ছিল ৷

এরপর মুম্বইয়ের ইন্ডিয়ান মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে একটি ফোন আসে ৷ তারা জানতে পারে, জাহাজের এক কর্মীর রক্তের চাপ বেড়ে গিয়েছে ৷ তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৷ তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে হবে ৷ তড়িঘড়ি ওই জাহাজের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ ফোনে প্রাথমিক পরামর্শ দেওয়া হয় ৷ এরপর দ্রুত তাঁকে উদ্ধার করার প্রস্তুতি শুরু করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷

আরও পড়ুন: ভূমিধসে বিপর্যস্ত সিমলা, শিব মন্দির দুর্ঘটনায় কমপক্ষে 13 জনের দেহ উদ্ধার

মাঝ সমুদ্রে ঝোড়ো হাওয়া, প্রতিকূল অবস্থার মধ্যেই উদ্ধারকার্যে নামে ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ রাতের অন্ধকারও চ্যালেঞ্জ ছিল বাহিনীর কাছে ৷ সে সবকিছু উপেক্ষা করেই ঝাঁপিয়ে পড়ে উপকূলরক্ষী বাহিনী ৷ মধ্য আরব সাগরে ওই জাহাজ থেকে অসুস্থ চিনা নাগরিককে হেলিকপ্টারে উদ্ধার করা হয় ৷ তাঁকে দমনে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক শুশ্রূষা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানান্তরিত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.