ওয়াশিংটন, 7 অগস্ট: সেরা সুন্দরীর শিরোপা পেলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তরুণী ৷ নিউ জার্সিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মিস ইন্ডিয়া ইউএসএ 2022 হলেন আর্যা ওয়ালভেকার (Aarya Walvekar from Virginia becomes miss india usa 2022) ৷ 18 বছরের তরুণী বললেন, "ছোটবেলা থেকে এটা আমার স্বপ্ন ৷ আমি নিজেকে রুপোলি পর্দায় দেখব ৷ টিভি, সিনেমায় কাজ করব ৷"
তাঁর শখ নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো, রান্না করা এবং তর্কে অংশগ্রহণ করা ৷ প্রথম রানার আপ সৌম্যা শর্মা ৷ তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের প্রি-মেডিক্যাল স্টুডেন্ট ৷ দ্বিতীয় রানার আপ সঞ্জনা চেকুরি ৷ 40তম বছরে পা দিল অনুষ্ঠান ৷ এর সূচনা করেন ভারতীয়-আমেরিকান ধর্মাত্মা এবং নীলম সরন ৷ ধর্মাত্মা বলেন, "আমি বিশ্বের সব ভারতীয়ের কাছে কৃতজ্ঞ ৷ তাঁরা বছরের পর বছর ধরে আমাদের সমর্থন করে আসছেন ৷" ওয়াশিংটন স্টেটের আক্ষি জৈন মিসেস ইন্ডিয়া ইউএসএ এবং নিউ ইয়র্কের তানভি গ্রোভার মিস টিন ইন্ডিয়া ইউএসএ ৷
আরও পড়ুন: 'আট বছর ধরে স্বামী প্রতিদিন পেটান', আত্মহননের পথ বেছে নিলেন নিউইয়র্ক নিবাসী ভারতীয় মহিলা
মিস ইন্ডিয়া ইউএসএ, মিসেস ইন্ডিয়া ইউএসএ এবং মিস টিন ইন্ডিয়া ইউএসএ- এই তিন ধরনের প্রতিযোগিতায় 30 টি স্টেটের 74 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ৷ এই গ্রুপই পরের বছরের শুরুতে বিশ্বব্যাপী প্রতিযোগিতার আয়োজন করবে ৷ তাতে অংশ নেওয়ার জন্য মুম্বইগামী বিমানের টিকিট তুলে দেওয়া হয় জয়ীদের হাতে ৷ এই অনুষ্ঠানে ছিলেন গায়িকা শিবানি কাশ্যপ, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড 2022 খুশি প্যাটেল এবং মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড স্বাথী বিমল ৷