ETV Bharat / international

রাষ্ট্রসংঘে ইজরায়েল-হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব ! পক্ষে ভোট ভারতের - immediate ceasefire in Gaza

India votes in favour of UNGA draft resolution: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দাবিতে প্রস্তাব পেশ হল রাষ্ট্রসংঘে ৷ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত ৷

ETV Bharat
ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 10:07 AM IST

Updated : Dec 13, 2023, 1:18 PM IST

নিউ ইয়র্ক, 13 ডিসেম্বর: যত দ্রুত সম্ভব ইজরায়েল ও হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন ৷ এই প্রস্তাবকে সামনে রেখে ভোটাভুটি হল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ৷ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন, ভারত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৷ মানবিক কারণে এই যুদ্ধ থামা প্রয়োজন ৷ পাশাপাশি বিনা শর্তে বন্দিদের মুক্তির দাবিতে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব গৃহীত হয়েছিল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ৷ এই প্রস্তাবটি আনে মিশর ৷

রাষ্ট্রসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 153 টি দেশ এই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে ৷ এর মধ্যে অন্যতম দেশ ভারত ৷ জার্মানি, হাঙ্গেরি, ইতালি, ইউক্রেন, এবং ব্রিটেন-সহ 23টি দেশ ভোটদানে বিরত থেকেছে এবং অস্ট্রিয়া, ইজরায়েল-সহ 10টি দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৷

এই প্রস্তাবের বিষয় মিশরকে সমর্থন করেছে আলজেরিয়া, বাহরিন, ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমির শাহি এবং প্যালেস্তাইন ৷ এই দেশগুলি সম্মিলিত ভাবে গাজায় যুদ্ধবিরতি দাবি করেছে ৷ দেশগুলির আরও দাবি, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সব দেশগুলিকেই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে ৷

  • In favour: 153

    Against: 10

    Abstentions: 23

    UN General Assembly adopts resolution on the Middle East demanding a humanitarian ceasefire, the protection of civilians, the immediate, unconditional release of all hostages and humanitarian access. pic.twitter.com/0szWbQQJVb

    — United Nations (@UN) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এই প্রস্তাবে হামাসের নাম উল্লেখ করা হয়নি ৷ এদিকে আমেরিকা এই খসড়া প্রস্তাবে সংশোধন করে একটি অনুচ্ছেদ যুক্ত করার কথা জানিয়েছে ৷ তাতে লেখা হয়েছে- 2023 সালের 7 অক্টোবর ইজরায়েলের নৃশংস জঙ্গি হামলা চালিয়েছে হামাস ৷ আমেরিকা এর তীব্র নিন্দা করছে ৷ এই হামলায় হামাস সাধারণ নাগরিকদের বন্দি করেছে ৷ ভারত সরকার এই সংশোধনের পক্ষে ভোট দিয়েছে ৷

এর আগে অক্টোবরে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ থামানো এবং গাজায় কোনও বাধা ছাড়া মানুষের চলাফেরার দাবিতে একটি প্রস্তাব গৃহীত হয় ৷ এই প্রস্তাবটি এনেছিল জর্ডন ৷ সেই খসড়া প্রস্তাবেও নিরবচ্ছিন্নভাবে গাজায় জরুরি জিনিসপত্র এবং মানবিক পরিষেবা প্রদানের দাবি জানানো হয়েছিল ৷ সেবার ভোট দানে বিরত ছিল ভারত।

এর পাশাপাশি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ইজরায়েল-হামাস যুদ্ধের বিরতি চেয়ে একটি প্রস্তাব এনেছিল ৷ তবে নিরাপত্তা পরিষদের 15টি দেশের মধ্যে স্থায়ী সদস্য দেশ আমেরিকা এতে ভেটো প্রয়োগ করে ৷ তাই ব্যর্থ হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এই প্রচেষ্টা ৷ এই প্রস্তাবটি পেশ করেছিল আরব আমির শাহি ৷ রাষ্ট্রসংঘের 90টি সদস্য দেশ একে সমর্থন করেছিল ৷ শুধুমাত্র 13টি দেশ এর পক্ষে ভোট দিয়েছিল ৷ আর ব্রিটেন ভোটদানে বিরত ছিল ৷ অক্টোবর থেকে ইজরায়েল হামাসের মধ্যে চলা এই যুদ্ধে ইজরায়েলে 1 হাজার 300 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে 33 জন শিশু ৷ আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে ৷ গাজার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় এখনও পর্যন্ত 18 হাজার 205 জন প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এর 70 শতাংশ মহিলা এবং শিশু ৷

আরও পড়ুন:

  1. পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় মৃত 23 সেনা
  2. গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে 'কাঁটা' আমেরিকা! রাষ্ট্রসংঘে 'ভেটো' প্রয়োগ বাইডেনের প্রতিনিধির
  3. গত 24 ঘণ্টায় মৃত কমপক্ষে 200 প্যালেস্তানীয় ! যুদ্ধবিরতি শেষে আরও আক্রমণাত্মক ইজরায়েল

নিউ ইয়র্ক, 13 ডিসেম্বর: যত দ্রুত সম্ভব ইজরায়েল ও হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন ৷ এই প্রস্তাবকে সামনে রেখে ভোটাভুটি হল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ৷ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন, ভারত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৷ মানবিক কারণে এই যুদ্ধ থামা প্রয়োজন ৷ পাশাপাশি বিনা শর্তে বন্দিদের মুক্তির দাবিতে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব গৃহীত হয়েছিল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ৷ এই প্রস্তাবটি আনে মিশর ৷

রাষ্ট্রসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 153 টি দেশ এই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে ৷ এর মধ্যে অন্যতম দেশ ভারত ৷ জার্মানি, হাঙ্গেরি, ইতালি, ইউক্রেন, এবং ব্রিটেন-সহ 23টি দেশ ভোটদানে বিরত থেকেছে এবং অস্ট্রিয়া, ইজরায়েল-সহ 10টি দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৷

এই প্রস্তাবের বিষয় মিশরকে সমর্থন করেছে আলজেরিয়া, বাহরিন, ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমির শাহি এবং প্যালেস্তাইন ৷ এই দেশগুলি সম্মিলিত ভাবে গাজায় যুদ্ধবিরতি দাবি করেছে ৷ দেশগুলির আরও দাবি, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সব দেশগুলিকেই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে ৷

  • In favour: 153

    Against: 10

    Abstentions: 23

    UN General Assembly adopts resolution on the Middle East demanding a humanitarian ceasefire, the protection of civilians, the immediate, unconditional release of all hostages and humanitarian access. pic.twitter.com/0szWbQQJVb

    — United Nations (@UN) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এই প্রস্তাবে হামাসের নাম উল্লেখ করা হয়নি ৷ এদিকে আমেরিকা এই খসড়া প্রস্তাবে সংশোধন করে একটি অনুচ্ছেদ যুক্ত করার কথা জানিয়েছে ৷ তাতে লেখা হয়েছে- 2023 সালের 7 অক্টোবর ইজরায়েলের নৃশংস জঙ্গি হামলা চালিয়েছে হামাস ৷ আমেরিকা এর তীব্র নিন্দা করছে ৷ এই হামলায় হামাস সাধারণ নাগরিকদের বন্দি করেছে ৷ ভারত সরকার এই সংশোধনের পক্ষে ভোট দিয়েছে ৷

এর আগে অক্টোবরে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ থামানো এবং গাজায় কোনও বাধা ছাড়া মানুষের চলাফেরার দাবিতে একটি প্রস্তাব গৃহীত হয় ৷ এই প্রস্তাবটি এনেছিল জর্ডন ৷ সেই খসড়া প্রস্তাবেও নিরবচ্ছিন্নভাবে গাজায় জরুরি জিনিসপত্র এবং মানবিক পরিষেবা প্রদানের দাবি জানানো হয়েছিল ৷ সেবার ভোট দানে বিরত ছিল ভারত।

এর পাশাপাশি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ইজরায়েল-হামাস যুদ্ধের বিরতি চেয়ে একটি প্রস্তাব এনেছিল ৷ তবে নিরাপত্তা পরিষদের 15টি দেশের মধ্যে স্থায়ী সদস্য দেশ আমেরিকা এতে ভেটো প্রয়োগ করে ৷ তাই ব্যর্থ হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এই প্রচেষ্টা ৷ এই প্রস্তাবটি পেশ করেছিল আরব আমির শাহি ৷ রাষ্ট্রসংঘের 90টি সদস্য দেশ একে সমর্থন করেছিল ৷ শুধুমাত্র 13টি দেশ এর পক্ষে ভোট দিয়েছিল ৷ আর ব্রিটেন ভোটদানে বিরত ছিল ৷ অক্টোবর থেকে ইজরায়েল হামাসের মধ্যে চলা এই যুদ্ধে ইজরায়েলে 1 হাজার 300 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে 33 জন শিশু ৷ আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে ৷ গাজার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় এখনও পর্যন্ত 18 হাজার 205 জন প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এর 70 শতাংশ মহিলা এবং শিশু ৷

আরও পড়ুন:

  1. পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় মৃত 23 সেনা
  2. গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে 'কাঁটা' আমেরিকা! রাষ্ট্রসংঘে 'ভেটো' প্রয়োগ বাইডেনের প্রতিনিধির
  3. গত 24 ঘণ্টায় মৃত কমপক্ষে 200 প্যালেস্তানীয় ! যুদ্ধবিরতি শেষে আরও আক্রমণাত্মক ইজরায়েল
Last Updated : Dec 13, 2023, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.