ETV Bharat / international

India-UAE sign MoUs: আরবেও ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেন, মৌ স্বাক্ষর - সেন্ট্রাল ব্যাংক অফ ইউএই

আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক লেনদেনকে আরও সহজতর করতে পদক্ষেপ নিল ভারত ও আরব ৷ আজ এই দুই দেশের মধ্যে সাক্ষরিত হল দুটি মৌচুক্তি ৷ যার ফলে এবার দেশীয় মুদ্রায় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে করা যাবে লেনদেন ৷

India UAE sign MoUs
মৌচুক্তি
author img

By

Published : Jul 15, 2023, 10:46 PM IST

আবুধাবি, 15 জুলাই: আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রকে বিস্তার করতে হাত মেলাল ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং আরবের কেন্দ্রীয় ব্যাংক ৷ শনিবার এই দুই দেশের মধ্যে সাক্ষরিত হল মৌ-চুক্তি ৷ এরপর থেকে খুব সহজেই ভারতের ইউপিআই এবং আরবের আইপিপি ও মেসেজিং সিস্টেম ব্যবহার করে স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন করা যাবে ৷ ভারত ও আরবের মধ্যে দুটি মৌ স্বাক্ষর হয়েছে এ দিন ।

শনিবার আবুধাবিতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এবং ইউএই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর খালেদ মহম্মদ বালামা এই মৌ স্বাক্ষর করেন । এদিন আরবের প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ও মোদির উপস্থিতিতে দুটি মৌচুক্তি সাক্ষর হয় ৷ চুক্তির লক্ষ্য হল, অবিরাম আন্তঃসীমান্ত লেনদেন ও অর্থপ্রদান সহজতর করা এবং ভারত ও আরবের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন বলেছেন, "এই চুক্তি সাক্ষর ভারত-ইউএইয়ের সহযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক । এটি বর্ধিত অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করবে এবং আন্তর্জাতিক আর্থিক মিথস্ক্রিয়াকে আরও সহজতর করে তুলবে ।"

আরবিআই একটি বিবৃতি বলেছে, "ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইউএই(CBUAE) স্থানীয় মুদ্রার ব্যবহারকে উন্নত করার লক্ষ্যে একটি কাঠামো প্রতিষ্ঠার উদ্দেশে দুটি মৌ স্বাক্ষর করেছে ৷ এর মাধ্যমে আন্তঃসীমান্তে ভারতীয় রুপি এবং আরবের মুদ্রা দিরহাম লেনদেন করা যাবে ৷ পেমেন্ট এবং মেসেজিং সিস্টেমগুলিকে আন্তঃলিঙ্ক করার জন্য এটি সহযোগিতা করবে ৷

জানা গিয়েছে, মৌচুক্তিতে সমস্ত চলতি অ্যাকাউন্টের লেনদেন এবং অনুমোদিত মূলধন অ্যাকাউন্টের লেনদেনগুলিও অন্তর্ভুক্ত রয়েছে । এলসিএসএস তৈরির ফলে রফতানিকারক এবং আমদানিকারকরা তাদের নিজ নিজ দেশীয় মুদ্রায় চালান ও অর্থ প্রদান করতে পারবে ৷ যার ফলস্বরূপ ভারত ও আরবের বৈদেশিক মুদ্রা বাজারের বিকাশ করবে । এই ব্যবস্থাটি দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং রেমিট্যান্সকেও উন্নত করতে সহায় হবে । স্থানীয় মুদ্রার ব্যবহার করে লেনদেন করায় খরচ কম হবে এবং লেনদেন তাড়াতাড়ি হয়ে যাবে ৷

আরও পড়ুন: দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বোঝাপড়া আরও মজবুত হবে, বার্তা মোদির

'পেমেন্টস এবং মেসেজিং সিস্টেম'-এর উপর মৌ-এর অধীনে দুটি কেন্দ্রীয় ব্যাংক তাদের ফাস্ট পেমেন্ট সিস্টেম (FPSs) সংযুক্ত করবে ৷ ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এবং আরবের ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম (IPP)-এর মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে ৷ ইউপিআই-আইপিআই লিঙ্কেজ উভয় দেশের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ৷ তারা এর মাধ্যমে দ্রুত, সুবিধাজনক, নিরাপদ আন্তঃসীমান্ত তহবিল বা ফান্ড স্থানান্তর করতে পারবে । কার্ড সুইচগুলির লিঙ্কিং সুবিধা পাওয়া যাবে ৷ যা দেশীয় কার্ডগুলির পারস্পরিক গ্রহণযোগ্যতা এবং কার্ড লেনদেনের প্রক্রিয়াকরণকে সহজতর করবে । মেসেজিং সিস্টেমের সংযোগের লক্ষ্য, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আর্থিক বার্তা প্রেরণের সুবিধা ।

প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার প্যারিসে ইউপিআই(ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) নিয়ে একটি বড় ঘোষণা করেছেন ৷ ভারত এবং ফ্রান্স এবার থেকে ইউপিআই পেমেন্ট ব্যবহার করবে ৷ যার মাধ্যমে সহজে আর্থিক লেনদেন করা যাবে ৷ এটির শুরু হবে আইকনিক আইফেল টাওয়ার থেকে ৷ প্রধানমন্ত্রী মোদি জানায়িছেন, ফ্রান্সে থাকা ভারতীয় পর্যটকরা এখন রুপিতে অর্থ প্রদান করতে পারবে । তিনি বলেন, "ভারতের ইউপিআই হোক বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ফান্স একটি বিশাল সামাজিক রূপান্তর এনেছে ৷ আমি খুশি যে ভারত এবং ফ্রান্সও এদিক থেকে একসঙ্গে কাজ করছে । ফ্রান্স ইউপিআই ব্যবহার করতে সম্মতি জানিয়েছে । আগামিদিনে ইউপিআই দিয়ে পেমেন্টের শুরুটা হবে আইফেল টাওয়ার দিয়ে ৷ যার মানে ভারতীয় পর্যটকরা এখন আইফেল টাওয়ারে ইউপিআই-এর মাধ্যমে রুপিতে টাকা পেমেন্ট করতে পারবে ।"

আরও পড়ুন: ম্যাক্রোঁকে চন্দন কাঠের সেতার, ফার্স্ট লেডিকে পোশমপল্লি শাড়ি উপহার মোদির

উল্লেখ্য, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) হল ভারতের মোবাইল-ভিত্তিক পেমেন্ট সিস্টেম ৷ যার মাধ্যমে গ্রাহকরা একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসের মাধ্যমে রাউন্ড-দ্য-ক্লক পেমেন্ট করতে পারবে ।

আবুধাবি, 15 জুলাই: আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রকে বিস্তার করতে হাত মেলাল ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং আরবের কেন্দ্রীয় ব্যাংক ৷ শনিবার এই দুই দেশের মধ্যে সাক্ষরিত হল মৌ-চুক্তি ৷ এরপর থেকে খুব সহজেই ভারতের ইউপিআই এবং আরবের আইপিপি ও মেসেজিং সিস্টেম ব্যবহার করে স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন করা যাবে ৷ ভারত ও আরবের মধ্যে দুটি মৌ স্বাক্ষর হয়েছে এ দিন ।

শনিবার আবুধাবিতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস এবং ইউএই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর খালেদ মহম্মদ বালামা এই মৌ স্বাক্ষর করেন । এদিন আরবের প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ও মোদির উপস্থিতিতে দুটি মৌচুক্তি সাক্ষর হয় ৷ চুক্তির লক্ষ্য হল, অবিরাম আন্তঃসীমান্ত লেনদেন ও অর্থপ্রদান সহজতর করা এবং ভারত ও আরবের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন বলেছেন, "এই চুক্তি সাক্ষর ভারত-ইউএইয়ের সহযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক । এটি বর্ধিত অর্থনৈতিক সহযোগিতার পথ প্রশস্ত করবে এবং আন্তর্জাতিক আর্থিক মিথস্ক্রিয়াকে আরও সহজতর করে তুলবে ।"

আরবিআই একটি বিবৃতি বলেছে, "ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইউএই(CBUAE) স্থানীয় মুদ্রার ব্যবহারকে উন্নত করার লক্ষ্যে একটি কাঠামো প্রতিষ্ঠার উদ্দেশে দুটি মৌ স্বাক্ষর করেছে ৷ এর মাধ্যমে আন্তঃসীমান্তে ভারতীয় রুপি এবং আরবের মুদ্রা দিরহাম লেনদেন করা যাবে ৷ পেমেন্ট এবং মেসেজিং সিস্টেমগুলিকে আন্তঃলিঙ্ক করার জন্য এটি সহযোগিতা করবে ৷

জানা গিয়েছে, মৌচুক্তিতে সমস্ত চলতি অ্যাকাউন্টের লেনদেন এবং অনুমোদিত মূলধন অ্যাকাউন্টের লেনদেনগুলিও অন্তর্ভুক্ত রয়েছে । এলসিএসএস তৈরির ফলে রফতানিকারক এবং আমদানিকারকরা তাদের নিজ নিজ দেশীয় মুদ্রায় চালান ও অর্থ প্রদান করতে পারবে ৷ যার ফলস্বরূপ ভারত ও আরবের বৈদেশিক মুদ্রা বাজারের বিকাশ করবে । এই ব্যবস্থাটি দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং রেমিট্যান্সকেও উন্নত করতে সহায় হবে । স্থানীয় মুদ্রার ব্যবহার করে লেনদেন করায় খরচ কম হবে এবং লেনদেন তাড়াতাড়ি হয়ে যাবে ৷

আরও পড়ুন: দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বোঝাপড়া আরও মজবুত হবে, বার্তা মোদির

'পেমেন্টস এবং মেসেজিং সিস্টেম'-এর উপর মৌ-এর অধীনে দুটি কেন্দ্রীয় ব্যাংক তাদের ফাস্ট পেমেন্ট সিস্টেম (FPSs) সংযুক্ত করবে ৷ ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এবং আরবের ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম (IPP)-এর মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে ৷ ইউপিআই-আইপিআই লিঙ্কেজ উভয় দেশের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ৷ তারা এর মাধ্যমে দ্রুত, সুবিধাজনক, নিরাপদ আন্তঃসীমান্ত তহবিল বা ফান্ড স্থানান্তর করতে পারবে । কার্ড সুইচগুলির লিঙ্কিং সুবিধা পাওয়া যাবে ৷ যা দেশীয় কার্ডগুলির পারস্পরিক গ্রহণযোগ্যতা এবং কার্ড লেনদেনের প্রক্রিয়াকরণকে সহজতর করবে । মেসেজিং সিস্টেমের সংযোগের লক্ষ্য, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আর্থিক বার্তা প্রেরণের সুবিধা ।

প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার প্যারিসে ইউপিআই(ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) নিয়ে একটি বড় ঘোষণা করেছেন ৷ ভারত এবং ফ্রান্স এবার থেকে ইউপিআই পেমেন্ট ব্যবহার করবে ৷ যার মাধ্যমে সহজে আর্থিক লেনদেন করা যাবে ৷ এটির শুরু হবে আইকনিক আইফেল টাওয়ার থেকে ৷ প্রধানমন্ত্রী মোদি জানায়িছেন, ফ্রান্সে থাকা ভারতীয় পর্যটকরা এখন রুপিতে অর্থ প্রদান করতে পারবে । তিনি বলেন, "ভারতের ইউপিআই হোক বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ফান্স একটি বিশাল সামাজিক রূপান্তর এনেছে ৷ আমি খুশি যে ভারত এবং ফ্রান্সও এদিক থেকে একসঙ্গে কাজ করছে । ফ্রান্স ইউপিআই ব্যবহার করতে সম্মতি জানিয়েছে । আগামিদিনে ইউপিআই দিয়ে পেমেন্টের শুরুটা হবে আইফেল টাওয়ার দিয়ে ৷ যার মানে ভারতীয় পর্যটকরা এখন আইফেল টাওয়ারে ইউপিআই-এর মাধ্যমে রুপিতে টাকা পেমেন্ট করতে পারবে ।"

আরও পড়ুন: ম্যাক্রোঁকে চন্দন কাঠের সেতার, ফার্স্ট লেডিকে পোশমপল্লি শাড়ি উপহার মোদির

উল্লেখ্য, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) হল ভারতের মোবাইল-ভিত্তিক পেমেন্ট সিস্টেম ৷ যার মাধ্যমে গ্রাহকরা একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসের মাধ্যমে রাউন্ড-দ্য-ক্লক পেমেন্ট করতে পারবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.