ETV Bharat / international

মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে ভারতে পাঠানো হোক, পাকিস্তানকে চিঠি বিদেশমন্ত্রকের - mumbai attack mastermind

Hafiz Saeed: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে ভারতে পাঠাক পাকিস্তান সরকার, প্রতিবেশী দেশের কাছে সরকারিভাবে অনুরোধ জানাল ভারত ৷

ETV Bharat
এলইটি জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সইদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 3:04 PM IST

Updated : Dec 28, 2023, 4:41 PM IST

নয়াদিল্লি ও করাচি, 28 ডিসেম্বর: নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দিক পাকিস্তান ৷ সূত্রের খবর, 26/11-য় মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজকে নিয়ে সরকারি ভাবে পাকিস্তানকে বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বিদেশ মন্ত্রক পাকিস্তান সরকারকে অনুরোধ করেছে, হাফিজ সইদকে ভারতে পাঠানোর জন্য যে সব আইনানুগ প্রক্রিয়া আছে, তা শুরু করুক পাকিস্তান ৷ ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় রয়েছে হাফিজ সইদ ৷

2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় সইদ জড়িত বলে অভিযোগ ৷ তার বিচারপর্ব এখনও বাকি ৷ তবে পাকিস্তানকে পাঠানো সরকারি অনুরোধ নিয়ে দেশে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার ৷ আমেরিকা নিষিদ্ধ এলইটি জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সইদের মাথার দাম ধার্য করেছে 10 মিলিয়ন বা 1 কোটি মার্কিন ডলার ৷

মার্কিন সরকারের এই পদক্ষেপকে সমর্থন করে ভারত ৷ এরপরে ভারতের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান ৷ ভারত সরকার বারবার হাফিজ সইদকে ভারতে পাঠানোর কথা জানিয়েছে ৷ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত সইদের বিচার প্রক্রিয়ার জন্য এই তাকে ভারতে পাঠানোর দাবি জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তবে এখনও তা হয়ে ওঠেনি ৷ এমনকী ভারত ও পাকিস্তানের মধ্যে এ নিয়ে কোনও চুক্তি স্বাক্ষর হয়নি ৷ তাই হাফিজ সইদের ভারতে আসা নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে ৷

গত বছরের এপ্রিলে 70 বছর বয়সি হাফিজ সইদকে 31 বছরের জন্য কারাবাসের সাজা দেয় পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী একটি আদালত ৷ তার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে সাহায্য করার অভিযোগ উঠেছে ৷ আপাতত হাফিজ জেলে বন্দি বলে জানা গিয়েছে ৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল অবশ্য হাফিজ সইদের পাকিস্তানের জেলে বন্দি থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছে ৷ 2022 সালে সইদের ছেলে তালহা সইদকে ইউএপিএ ধারায় জঙ্গি ঘোষণা করে ভারত ৷ তালাহ সইদ আসন্ন পাকিস্তানি নির্বাচনে লড়বে বলে খবর ৷ সে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ বা পিএমএমএলের হয়ে প্রার্থী হবে ৷

আরও পড়ুন:

  1. সন্ত্রাসে আর্থিক মদত, হাফিজের 15 বছরের কারাদণ্ড
  2. না ভোলার নৃশংস চারটে দিন! সিনেপর্দায় ফিরে দেখা মুম্বই হামলার 15 বছর
  3. রাষ্ট্রসংঘের বৈঠকে 26/11 চক্রী পাক জঙ্গি সাজিদের অডিয়োটেপ শোনাল দিল্লি

নয়াদিল্লি ও করাচি, 28 ডিসেম্বর: নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দিক পাকিস্তান ৷ সূত্রের খবর, 26/11-য় মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজকে নিয়ে সরকারি ভাবে পাকিস্তানকে বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বিদেশ মন্ত্রক পাকিস্তান সরকারকে অনুরোধ করেছে, হাফিজ সইদকে ভারতে পাঠানোর জন্য যে সব আইনানুগ প্রক্রিয়া আছে, তা শুরু করুক পাকিস্তান ৷ ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় রয়েছে হাফিজ সইদ ৷

2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় সইদ জড়িত বলে অভিযোগ ৷ তার বিচারপর্ব এখনও বাকি ৷ তবে পাকিস্তানকে পাঠানো সরকারি অনুরোধ নিয়ে দেশে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার ৷ আমেরিকা নিষিদ্ধ এলইটি জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সইদের মাথার দাম ধার্য করেছে 10 মিলিয়ন বা 1 কোটি মার্কিন ডলার ৷

মার্কিন সরকারের এই পদক্ষেপকে সমর্থন করে ভারত ৷ এরপরে ভারতের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান ৷ ভারত সরকার বারবার হাফিজ সইদকে ভারতে পাঠানোর কথা জানিয়েছে ৷ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত সইদের বিচার প্রক্রিয়ার জন্য এই তাকে ভারতে পাঠানোর দাবি জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তবে এখনও তা হয়ে ওঠেনি ৷ এমনকী ভারত ও পাকিস্তানের মধ্যে এ নিয়ে কোনও চুক্তি স্বাক্ষর হয়নি ৷ তাই হাফিজ সইদের ভারতে আসা নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে ৷

গত বছরের এপ্রিলে 70 বছর বয়সি হাফিজ সইদকে 31 বছরের জন্য কারাবাসের সাজা দেয় পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী একটি আদালত ৷ তার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে সাহায্য করার অভিযোগ উঠেছে ৷ আপাতত হাফিজ জেলে বন্দি বলে জানা গিয়েছে ৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল অবশ্য হাফিজ সইদের পাকিস্তানের জেলে বন্দি থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছে ৷ 2022 সালে সইদের ছেলে তালহা সইদকে ইউএপিএ ধারায় জঙ্গি ঘোষণা করে ভারত ৷ তালাহ সইদ আসন্ন পাকিস্তানি নির্বাচনে লড়বে বলে খবর ৷ সে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ বা পিএমএমএলের হয়ে প্রার্থী হবে ৷

আরও পড়ুন:

  1. সন্ত্রাসে আর্থিক মদত, হাফিজের 15 বছরের কারাদণ্ড
  2. না ভোলার নৃশংস চারটে দিন! সিনেপর্দায় ফিরে দেখা মুম্বই হামলার 15 বছর
  3. রাষ্ট্রসংঘের বৈঠকে 26/11 চক্রী পাক জঙ্গি সাজিদের অডিয়োটেপ শোনাল দিল্লি
Last Updated : Dec 28, 2023, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.