নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সোমবার তুরস্কে ভূমিকম্পে প্রাণহানির জন্য শোকপ্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, ভারত এই ট্র্যাজেডি মোকাবিলায় তুরস্ককে সমস্ত সহায়তা দিতে প্রস্তুত । সোমবার ভোরে দক্ষিণ-পূর্ব তুরস্ক ও সিরিয়ায় (Syria) ভয়ঙ্কর ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.8 ৷ উভয় দেশেই নিহত ও আহতের সংখ্যা বহু ৷ এই সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷
ভূমিকম্পের খবর পাওয়ার পর টুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেই টুইটে তিনি মেনশন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে (Turkish President Recep Tayyip Erdogan) ৷ টুইটারে তিনি লিখেছেন, "তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে মর্মাহত । শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা । আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । ভারত তুরস্কের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে ও এই ট্র্যাজেডি মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ।"
-
Anguished by the loss of lives and damage of property due to the Earthquake in Turkey. Condolences to the bereaved families. May the injured recover soon. India stands in solidarity with the people of Turkey and is ready to offer all possible assistance to cope with this tragedy. https://t.co/vYYJWiEjDQ
— Narendra Modi (@narendramodi) February 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Anguished by the loss of lives and damage of property due to the Earthquake in Turkey. Condolences to the bereaved families. May the injured recover soon. India stands in solidarity with the people of Turkey and is ready to offer all possible assistance to cope with this tragedy. https://t.co/vYYJWiEjDQ
— Narendra Modi (@narendramodi) February 6, 2023Anguished by the loss of lives and damage of property due to the Earthquake in Turkey. Condolences to the bereaved families. May the injured recover soon. India stands in solidarity with the people of Turkey and is ready to offer all possible assistance to cope with this tragedy. https://t.co/vYYJWiEjDQ
— Narendra Modi (@narendramodi) February 6, 2023
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও (External Affairs Minister S Jaishankar) ভূমিকম্পে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন । টুইটারে তিনি লিখেছেন, "তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে ব্যথিত । এই কঠিন সময়ে বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে আমাদের সমবেদনা ও সমর্থন জানিয়েছি ৷" টুইটটিতে তুরস্কের বিদেশমন্ত্রীর নাম লেখার সময় তাঁকে মেনশনও করেছেন জয়শঙ্কর ৷
-
Deeply distressed by the loss of lives and damage in the earthquake in Türkiye.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Have conveyed to FM @MevlutCavusoglu our condolences and support at this difficult time. https://t.co/5CTIPqFK4X
">Deeply distressed by the loss of lives and damage in the earthquake in Türkiye.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 6, 2023
Have conveyed to FM @MevlutCavusoglu our condolences and support at this difficult time. https://t.co/5CTIPqFK4XDeeply distressed by the loss of lives and damage in the earthquake in Türkiye.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 6, 2023
Have conveyed to FM @MevlutCavusoglu our condolences and support at this difficult time. https://t.co/5CTIPqFK4X
ইতিমধ্যেই ভারতের তরফে তুরস্কে এনডিআরএফ-এর টিম, চিকিৎসক ও ত্রাণ সামগ্রীর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রীর প্রধান সচিব পি কে মিশ্র এই নিয়ে সাউথ ব্লকে একটি বৈঠকও করেন বলে সরকারি তরফে জানানো হয়েছে ৷ সরকারি বিবৃতি অনুযায়ী, ভারত থেকে তুরস্কে উদ্ধার কাজে যাচ্ছেন এনডিআরএফের দু’টি দল ৷ সেই দল দু’টিতে 100 জন সদস্য থাকছেন৷ তাছা়ড়া বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডগ স্কোয়াডও যাচ্ছে ৷
সিরিয়ার উত্তরদিকের সীমান্তবর্তী তুরস্ক বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয় । সীমান্তের সিরিয়ার দিকের অংশে ভূমিকম্প বিরোধীদের দখলে অঞ্চলগুলিতে আঘাত হেনেছে ৷ ভেঙে দিয়েছে বহু বাড়ি ৷ যার জেরে আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েক মিলিয়ন সিরিয়ান শরণার্থী ৷ এঁরা বছরের পর বছর যুদ্ধের জেরে ওই অংশে থাকতেন ৷ সেখানে স্বাস্থ্য পরিষেবাও ভালো নয় ৷ তাই ভূমিকম্পের জেরে প্রাণহানি ব্যাপক আকার নিয়েছে শুরু থেকেই ৷
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান টুইটারে লিখেছেন, ‘‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে । আমরা আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই বিপর্যয়টি একসঙ্গে কাটিয়ে উঠব ও ক্ষতিও কম হবে ৷’’
এদিকে এদিনের ভূমিকম্পে কমপক্ষে 6টি আফটারশক হয়েছে ৷ তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলিতে প্রবেশ না করার জন্য সেখানকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, ‘‘আমাদের অগ্রাধিকার হল ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে আটকে পড়া মানুষদের বের করে আনা ও তাঁদের হাসপাতালে স্থানান্তর করা ।’’
অন্যদিকে তুরস্কে এই ভয়ঙ্কর ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব ৷ বিশ্বের বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছে তুরস্কের দিকে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ এই নিয়ে টুইট করেছেন হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান ৷
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক, ভাঙল বহু বাড়ি; রিখটার স্কেলে মাত্রা 7.8