ETV Bharat / international

India-US Ambassador: ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত বাইডেন-ঘনিষ্ঠ এরিক গারসেত্তি - Kenneth Juster

2021 সাল থেকে ভারতে আমেরিকার রাষ্ট্রদূতের পদটি খালি ৷ জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর এরিক গারসেত্তিকে মনোনীত করেন ৷ কিন্তু তাঁর নৈতিকতা নিয়ে মতপার্থক্য দেখা দেয় সেনেট সদস্য়দের মধ্যে ৷ তবে অবশেষে গতকাল তিনি ভারতের রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত হয়েছেন (US Ambassador to India Eric Garcetti) ৷

US Ambassador
ভারতে আমেরিকার রাষ্ট্রদূত
author img

By

Published : Mar 16, 2023, 10:09 AM IST

ওয়াশিংটন, 16 মার্চ: ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি ৷ তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ বলে বিভিন্ন মহলে পরিচিত ৷ দেড় বছর আগেই বাইডেন তাঁকে মনোনীত করেছিলেন ৷ দু'বছর ধরে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদটি খালি ৷ তবে গারসেত্তির বিরুদ্ধে যৌন হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওঠে ৷ ফলে তাঁর নৈতিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয় ৷ আর তাঁকে রাষ্ট্রদূত করা নিয়ে মতপার্থক্য দেখা দেয় মার্কিন কংগ্রেসের সেনেট সদস্যদের মধ্যে ৷ তাতেই আটকে ছিল চূড়ান্ত সিদ্ধান্ত (US Ambassador Eric Garcetti) ৷

বুধবার মার্কিন কংগ্রেসে ভোট হয় ৷ 52-42 ভোটে জয়ী হয় বাইডেন প্রশাসন ৷ রিপাবলিকানরাও দলের শৃঙ্খলা ভেঙে দেশের এই হাই-প্রোফাইল পদের পক্ষে কথা বলেন ৷ ইন্ডিয়ানা সেন বলেন, "এটা দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ৷ ভারতে রাষ্ট্রদূতের পদটি পূরণ করা অবশ্য প্রয়োজনীয় ৷" বুধবার দিনের শুরুটা গারসেত্তির জন্য খুবই অনিশ্চিত ছিল ৷ 2021 সালের জুলাই মাসে খোদ রাষ্ট্রপতি তাঁকে মনোনীত করেন ৷

লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন অ্যাটর্নি গিল গারসেত্তির ছেলে এরিক গারসেত্তি ৷ তিনি এর আগে লস লস অ্যাঞ্জেলেসের মেয়র ছিলেন ৷ তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং একসময়ের উপদেষ্টা রিক জ্যাকবসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ, এরিক মেয়র থাকাকালীন তাঁর দেহরক্ষীদের উপর ঘন ঘন যৌন নির্যাতন করতেন জ্যাকব ৷ কিন্তু গারসেত্তি এই অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছিলেন বলে কোনও কোনও মহলের দাবি ৷ আর বন্ধু জ্যাকব তাঁর বিরুদ্ধ ওঠা অভিযোগকে পুরোপুরি 'গল্প' বলে আখ্যা দিয়েছিলেন ৷ গারসেত্তি বলেছিলেন, "আমি এ ধরনের ঘটনা কখনও দেখিনি ৷ আমার চোখেও পড়েনি ৷ যদি কোনও ভাবে আমি তা দেখতে পেতাম, তাহলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করতে পদক্ষেপ করতাম ৷"

এবছরের জানুয়ারিতেও প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের রাষ্ট্রদূত হিসেবে গারসেত্তিকে ফের মনোনীত করেন ৷ এর আগে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন কেনেথ জাস্টার (Kenneth Juster) ৷ 2021 সালে আমেরিকায় সরকার বদলের পর তিনি রাষ্ট্রদূত পদ থেকে সরে দাঁড়ান ৷

আরও পড়ুন: মার্কিন উপদেষ্টা কমিটিতে জায়গা পেলেন দুই ভারতীয় বংশোদ্ভূত

ওয়াশিংটন, 16 মার্চ: ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি ৷ তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ বলে বিভিন্ন মহলে পরিচিত ৷ দেড় বছর আগেই বাইডেন তাঁকে মনোনীত করেছিলেন ৷ দু'বছর ধরে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদটি খালি ৷ তবে গারসেত্তির বিরুদ্ধে যৌন হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওঠে ৷ ফলে তাঁর নৈতিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয় ৷ আর তাঁকে রাষ্ট্রদূত করা নিয়ে মতপার্থক্য দেখা দেয় মার্কিন কংগ্রেসের সেনেট সদস্যদের মধ্যে ৷ তাতেই আটকে ছিল চূড়ান্ত সিদ্ধান্ত (US Ambassador Eric Garcetti) ৷

বুধবার মার্কিন কংগ্রেসে ভোট হয় ৷ 52-42 ভোটে জয়ী হয় বাইডেন প্রশাসন ৷ রিপাবলিকানরাও দলের শৃঙ্খলা ভেঙে দেশের এই হাই-প্রোফাইল পদের পক্ষে কথা বলেন ৷ ইন্ডিয়ানা সেন বলেন, "এটা দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ৷ ভারতে রাষ্ট্রদূতের পদটি পূরণ করা অবশ্য প্রয়োজনীয় ৷" বুধবার দিনের শুরুটা গারসেত্তির জন্য খুবই অনিশ্চিত ছিল ৷ 2021 সালের জুলাই মাসে খোদ রাষ্ট্রপতি তাঁকে মনোনীত করেন ৷

লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন অ্যাটর্নি গিল গারসেত্তির ছেলে এরিক গারসেত্তি ৷ তিনি এর আগে লস লস অ্যাঞ্জেলেসের মেয়র ছিলেন ৷ তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং একসময়ের উপদেষ্টা রিক জ্যাকবসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ, এরিক মেয়র থাকাকালীন তাঁর দেহরক্ষীদের উপর ঘন ঘন যৌন নির্যাতন করতেন জ্যাকব ৷ কিন্তু গারসেত্তি এই অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছিলেন বলে কোনও কোনও মহলের দাবি ৷ আর বন্ধু জ্যাকব তাঁর বিরুদ্ধ ওঠা অভিযোগকে পুরোপুরি 'গল্প' বলে আখ্যা দিয়েছিলেন ৷ গারসেত্তি বলেছিলেন, "আমি এ ধরনের ঘটনা কখনও দেখিনি ৷ আমার চোখেও পড়েনি ৷ যদি কোনও ভাবে আমি তা দেখতে পেতাম, তাহলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করতে পদক্ষেপ করতাম ৷"

এবছরের জানুয়ারিতেও প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের রাষ্ট্রদূত হিসেবে গারসেত্তিকে ফের মনোনীত করেন ৷ এর আগে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন কেনেথ জাস্টার (Kenneth Juster) ৷ 2021 সালে আমেরিকায় সরকার বদলের পর তিনি রাষ্ট্রদূত পদ থেকে সরে দাঁড়ান ৷

আরও পড়ুন: মার্কিন উপদেষ্টা কমিটিতে জায়গা পেলেন দুই ভারতীয় বংশোদ্ভূত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.