নিউ ইয়র্ক, 1 অক্টোবর : রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত থাকল ভারত (India Abstain from Vote in UN) ৷ ইউক্রেনে রাশিয়ার ‘বেআইনি দখলদারি’ নিয়ে ভোটাভুটি ছিল ৷ সেখানে ভারত (India) ভোটদানে বিরত থাকে ৷
প্রসঙ্গত, ইউক্রেনের (Ukriane) সঙ্গে যুদ্ধ শুরু করার পর রাশিয়া (Russia) ওই দেশের চারটি প্রদেশ দখল করে নেয় ৷ সম্প্রতি ওই চারটি প্রদেশকে নিজেদের আওতায় আনার কথা জানিয়েছে পুতিনের প্রশাসন ৷ সেই নিয়ে শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আনে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও আলবেনিয়া ৷ নিরাপত্তা পরিষদের 15টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৷
কিন্তু এই প্রস্তাব গৃহীত হয়নি ৷ কারণ, রাশিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৷ আর ভারত, চিন (China), গাবোন ও ব্রাজিল ভোটদানে বিরত থেকেছে ৷
ভোটদানে বিরত থাকলেও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত যে বিশ্বের অন্যদেশের মতো সমান চিন্তিত, তা অবশ্য জানিয়েছেন রাষ্ট্রসংঘে (United Nations) ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ ৷ রাষ্ট্রসংঘে এই বিষয়ে তিনি জানান, সমস্যা মেটানোর জন্য আলোচনাই একমাত্র উপায় ৷ কূটনৈতিক উপায়েই শান্তির পরিবেশ তৈরি হোক ৷
একই সঙ্গে তিনি রাষ্ট্রসংঘে সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (EAM S Jaishankar) বক্তব্যকে উদাহরণ হিসেবে তুলে ধরেন ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Russia President Vladimir Putin) কী পরামর্শ দিয়েছেন, সেই বিষয়টিও উল্লেখ করেন ৷ তাই তিনি জানান, এই ইস্যুতে ভারতের অবস্থান একেবারে স্পষ্ট ৷
অন্যদিকে রাশিয়ার এই সাম্প্রতিক সিদ্ধান্তের জেরে ওই দেশের উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ রাশিয়ার ইউক্রেন আক্রমণের সঙ্গে জড়িত রয়েছে এমন 1 হাজার ব্যক্তি ও সংস্থাকে নিষিদ্ধ করেছে বাইডেন প্রশাসন ৷ এর মধ্যে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ও রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের পরিবারকেও নিষিদ্ধ করা হয়েছে ৷
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও (US President Joe Biden) হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়াকে ৷ সেখানকার প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে বাইডেনের বার্তা, এই পদক্ষেপের কোনও বৈধতা নেই ৷ তাই পুতিন যেন এই ভুল না করে ৷
আরও পড়ুন : মোদির জন্যই বিশ্বমঞ্চে গুরুত্ব বেড়েছে ভারতের, মন্তব্য জয়শঙ্করের