ETV Bharat / international

Imran Khan: আমাকে খুন করার চক্রান্ত করছে 4 জন, দাবি ইমরানের - ইমরান খান

তাঁকে চারজন খুন করার চক্রান্ত করছেন (Plan to assassinate Imran Khan)৷ এমনই অভিযোগ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)৷

Imran Khan says 'four people' hatching a plan to assassinate him
আমাকে খুন করার চক্রান্ত করছে 4 জন, দাবি ইমরানের
author img

By

Published : Oct 7, 2022, 7:56 PM IST

ইসলামাবাদ, 7 অক্টোবর: চারজন আমাকে হত্যা করার ছক কষছে (Plan to assassinate Imran Khan)৷ যদি সত্যিই এমনটা ঘটে, তবে সেই নামগুলি প্রকাশ্যে আনা হবে (Former Pakistan Prime Minister)৷ শুক্রবার এমনই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)৷

মিয়াঁওয়ালিতে একটি জলসায় বক্তব্য রাখতে গিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, "যে টেপ-এ চার জনের নাম রয়েছে, আমার সঙ্গে কিছু হলে তা প্রকাশিত হবে ৷" তাঁর প্রাণনাশের ষড়যন্ত্র চলছে বলে আগেও অভিযোগ করেছিলেন ইমরান খান ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর তিনি ও তাঁর দল বারবার এই অভিযোগ করেছেন যে, তাঁকে হত্যা করার ষড়যন্ত্র চলছে ৷ এই অভিযোগ পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর পূর্বসূরীর নিরাপত্তা আরও জোরদার করেছেন ৷ ইমরান খানের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে প্রায় 100 পুলিশকর্মী ৷

তাঁকে কারা হত্যার ষড়যন্ত্র করছে, সে বিষয়ে স্পষ্ট করে কোনও অভিযোগ আনেননি ইমরান খান ৷ তবে তিনি হুমকির সুরে বলেছেন, তাঁর কিছু হয়ে গেলে ষড়যন্ত্রকারী হিসেবে তাঁর নিশানা যাঁদের দিকে, তাঁদের নাম প্রকাশ্যে আনা হবে ৷ পিটিআই চেয়ারম্যানের দাবি, "আমার বিরুদ্ধে যাঁরা পরিকল্পনা করছেন, তা ব্যর্থ হবে ৷"

আরও পড়ুন: ইমরান সবচেয়ে বড় মিথ্যাবাদী, দাবি পাক প্রধানমন্ত্রী শরিফের

সরকারের বিরোধিতা করে সামনেই বিরাট মিছিলের ডাক দিয়েছে ইমরান খানের দল ৷ সেই মিছিল থেকে তাঁর দলের সমর্থকদের জেলবন্দি করা হবে বলে শাসক দল হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইমরান ৷ তবে সেই হুমকির কাছে তাঁরা মাথা নোয়াবেন না বলে দাবি করেছেন তিনি ৷

ইসলামাবাদ, 7 অক্টোবর: চারজন আমাকে হত্যা করার ছক কষছে (Plan to assassinate Imran Khan)৷ যদি সত্যিই এমনটা ঘটে, তবে সেই নামগুলি প্রকাশ্যে আনা হবে (Former Pakistan Prime Minister)৷ শুক্রবার এমনই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)৷

মিয়াঁওয়ালিতে একটি জলসায় বক্তব্য রাখতে গিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, "যে টেপ-এ চার জনের নাম রয়েছে, আমার সঙ্গে কিছু হলে তা প্রকাশিত হবে ৷" তাঁর প্রাণনাশের ষড়যন্ত্র চলছে বলে আগেও অভিযোগ করেছিলেন ইমরান খান ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর তিনি ও তাঁর দল বারবার এই অভিযোগ করেছেন যে, তাঁকে হত্যা করার ষড়যন্ত্র চলছে ৷ এই অভিযোগ পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর পূর্বসূরীর নিরাপত্তা আরও জোরদার করেছেন ৷ ইমরান খানের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে প্রায় 100 পুলিশকর্মী ৷

তাঁকে কারা হত্যার ষড়যন্ত্র করছে, সে বিষয়ে স্পষ্ট করে কোনও অভিযোগ আনেননি ইমরান খান ৷ তবে তিনি হুমকির সুরে বলেছেন, তাঁর কিছু হয়ে গেলে ষড়যন্ত্রকারী হিসেবে তাঁর নিশানা যাঁদের দিকে, তাঁদের নাম প্রকাশ্যে আনা হবে ৷ পিটিআই চেয়ারম্যানের দাবি, "আমার বিরুদ্ধে যাঁরা পরিকল্পনা করছেন, তা ব্যর্থ হবে ৷"

আরও পড়ুন: ইমরান সবচেয়ে বড় মিথ্যাবাদী, দাবি পাক প্রধানমন্ত্রী শরিফের

সরকারের বিরোধিতা করে সামনেই বিরাট মিছিলের ডাক দিয়েছে ইমরান খানের দল ৷ সেই মিছিল থেকে তাঁর দলের সমর্থকদের জেলবন্দি করা হবে বলে শাসক দল হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইমরান ৷ তবে সেই হুমকির কাছে তাঁরা মাথা নোয়াবেন না বলে দাবি করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.