ETV Bharat / international

Imran Khan Gets 3 Years Jail: তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের জেল ইমরানের, সাজা ঘোষণা হতেই গ্রেফতার ‘কাপ্তান’ - পাকিস্তান তেহরিক ই ইনসাফ

Imran Khan Gets 3 Years Jail in Toshakhana Case: পাকিস্তানের একটি আদালত শনিবার তোষাখানা দুর্নীতি মামলায় ওই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছে । সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর চেয়ারম্যানকে ৷

Imran Khan Gets 3 Years Jail
Imran Khan Gets 3 Years Jail
author img

By

Published : Aug 5, 2023, 2:30 PM IST

Updated : Aug 5, 2023, 8:04 PM IST

ইসলামাবাদ, 5 অগস্ট: পাকিস্তানের একটি আদালত শনিবার ইমরান খানকে তোষাখানা দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন তোষাখানায় থাকা দামি উপহার, যা আসলে ওই দেশের সম্পত্তি ছিল, তা বিক্রি করে টাকা নিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে ৷ সেই মামলাতেই শনিবার দোষী সাব্যস্ত হলেন তিনি ৷ এ দিন ইসলামাবাদ-ভিত্তিক জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত বিচারক হুমায়ুন দিলাওয়ার ইমরানকে এই সাজা দেন ৷ একই সঙ্গে তাঁকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত ৷ জরিমানা অনাদায়ে ইমরানকে আরও ছ’মাস জেল খাটতে হবে ৷

পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) অভিযোগে গত বছর দায়ের হয় তোষাখানা মামলা ৷ সেই মামলাতেই শনিবার 70 বছর বয়সী ইমরান খানকে দোষী সাব্যস্ত করা হয় ৷ তাৎপর্যপূর্ণভাবে শুক্রবারই ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় দায়রা আদালতের রায় খারিজ করে দিয়েছিল ৷ আর ইমরানের বিরুদ্ধে ফৌজদারি বিধি কার্যকর করার উপরে স্থগিতাদেশ জারি করে ৷ অথচ 24 ঘণ্টা কাটার আগেই ইমরানের সাজা ঘোষণা হল ৷ তাঁকে গ্রেফতারও করা হল ৷

পাকিস্তানের নির্বাচন কমিশন 2022 সালের 21 অক্টোবর ইমরান খানকে তোষাখানা মামলা নিয়ে মিথ্যা বিবৃতি দেওয়া ও ভুল ঘোষণা করার জন্য ইমরানকে রাজনীতি থেকে নির্বাসিত করে ৷ তার পর এই বিষয়টি পাকিস্তানের রাজনীতিতে ঝড় ওঠে ৷

তোষাখানা হল পাকিস্তানের মন্ত্রিপরিষদের অধীনে থাকা একটি বিভাগ ৷ সেখানে অন্যান্য সরকারের প্রধান ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা শাসক ও সরকারি কর্মকর্তাদের দেওয়া উপহার রেখে দেওয়া হয় ৷ ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি মূল্যবান ঘড়ি-সহ কিছু সামগ্রী ওই তোষাখানা থেকে কেনেন ৷ পরে তা বিক্রি করে লাভ করেন ৷

আরও পড়ুন: ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান, আদালত থেকে বেরিয়ে দিতে পারেন ভাষণ

ইসলামাবাদ, 5 অগস্ট: পাকিস্তানের একটি আদালত শনিবার ইমরান খানকে তোষাখানা দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন তোষাখানায় থাকা দামি উপহার, যা আসলে ওই দেশের সম্পত্তি ছিল, তা বিক্রি করে টাকা নিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে ৷ সেই মামলাতেই শনিবার দোষী সাব্যস্ত হলেন তিনি ৷ এ দিন ইসলামাবাদ-ভিত্তিক জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত বিচারক হুমায়ুন দিলাওয়ার ইমরানকে এই সাজা দেন ৷ একই সঙ্গে তাঁকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত ৷ জরিমানা অনাদায়ে ইমরানকে আরও ছ’মাস জেল খাটতে হবে ৷

পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) অভিযোগে গত বছর দায়ের হয় তোষাখানা মামলা ৷ সেই মামলাতেই শনিবার 70 বছর বয়সী ইমরান খানকে দোষী সাব্যস্ত করা হয় ৷ তাৎপর্যপূর্ণভাবে শুক্রবারই ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় দায়রা আদালতের রায় খারিজ করে দিয়েছিল ৷ আর ইমরানের বিরুদ্ধে ফৌজদারি বিধি কার্যকর করার উপরে স্থগিতাদেশ জারি করে ৷ অথচ 24 ঘণ্টা কাটার আগেই ইমরানের সাজা ঘোষণা হল ৷ তাঁকে গ্রেফতারও করা হল ৷

পাকিস্তানের নির্বাচন কমিশন 2022 সালের 21 অক্টোবর ইমরান খানকে তোষাখানা মামলা নিয়ে মিথ্যা বিবৃতি দেওয়া ও ভুল ঘোষণা করার জন্য ইমরানকে রাজনীতি থেকে নির্বাসিত করে ৷ তার পর এই বিষয়টি পাকিস্তানের রাজনীতিতে ঝড় ওঠে ৷

তোষাখানা হল পাকিস্তানের মন্ত্রিপরিষদের অধীনে থাকা একটি বিভাগ ৷ সেখানে অন্যান্য সরকারের প্রধান ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা শাসক ও সরকারি কর্মকর্তাদের দেওয়া উপহার রেখে দেওয়া হয় ৷ ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি মূল্যবান ঘড়ি-সহ কিছু সামগ্রী ওই তোষাখানা থেকে কেনেন ৷ পরে তা বিক্রি করে লাভ করেন ৷

আরও পড়ুন: ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান, আদালত থেকে বেরিয়ে দিতে পারেন ভাষণ

Last Updated : Aug 5, 2023, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.