হায়দরাবাদ, 17 জানুয়ারি: ভাগ্যের নিষ্ঠুর পরিহাস একেই বলে ! কো-পাইলট (Co pilot killed in Nepal pane crash) স্বামীকে কেড়ে নিয়েছিল বিমান দুর্ঘটনা ৷ তাঁর স্বপ্ন পূরণে পাইলটের প্রশিক্ষণ নিয়ে বিমান ওড়াতেন স্ত্রী ৷ এ বার তিনিও প্রাণ হারালেন একই রকম ভাবে ৷ স্বামীর মৃত্যুর 17 বছর পর পোখরার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ৷
2006 সালে নেপালে ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় (Nepal Plane Crash) প্রাণ হারিয়েছিলেন বিমানের সহ-পাইলট দীপক পোখরেল ৷ তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী অঞ্জু খাতিওয়াড়া পাইলটের প্রশিক্ষণ নিয়েছিলেন ৷ তাঁর জীবনেও আশ্চর্য সমাপতন ঘটল গত রবিবার ৷ স্বামীর মতোই একই রকম বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন অঞ্জু ৷ পোখরায় ইয়েতি এয়ারলাইন্সের 9এন-এএনসি এটিআর-72 বিমান দুর্ঘটনায় মৃত 69 জনের মধ্যে ছিলেন তিনিও ৷ বিমানটি রবিবার মধ্য নেপালের পোখরার সেতি নদীর তীরে ভেঙে পড়ে ৷ এই বিমানে পাঁচজন ভারতীয়-সহ 72 জন আরোহী ছিলেন ।
একমাত্র ছেলেকে রেখে স্বামীর পর নিজেও চিরঘুমে শায়িত হলেন অঞ্জু ৷ নেপালের বিরাটনগরের বাসিন্দা অঞ্জু খাতিওয়াড়া ইয়েতি এয়ারলাইন্সের কো-পাইলট দীপক পোখরেলের সঙ্গে বিয়ে করেছিলেন । 2006 সালে একটি বিমান দুর্ঘটনায় পোখরেলের মৃত্যুর পর অঞ্জু তাঁর স্বামীর স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন । তিনি তাঁর স্বামীর মৃত্যুর পর পাওয়া বিমার টাকা দিয়ে পাইলটের প্রশিক্ষণ নেন ।
আরও পড়ুন: পোখারায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার আরও 2 দেহ, মৃতের সংখ্যা বেড়ে 70
স্বামীর মৃত্যুর চার বছর পর, তিনি ইয়েতি এয়ারলাইন্সে কো-পাইলট হিসেবে যোগ দেন । অঞ্জু প্রায়ই নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা পর্যন্ত বিমান ওড়াতেন । তবে রবিবার তাঁর পরিণতিও হল তাঁর স্বামীর মতোই ৷ নেপালের সিভিল এভিয়েশন অথরিটি (CAAN) জানিয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের 9এন-এএনসি এটিআর-72 বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10:33 টায় উড়েছিল এবং অবতরণের ঠিক আগে সেতি নদীর তীরে এটি ভেঙে পড়ে । মোট 68 জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন সেই বিমানে ৷