ETV Bharat / international

Pakistan Flood: বন্যার গ্রাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হেরিটেজ সাইট - পাকিস্তানে বন্যা

ভয়াবহ বন্যার (Pakistan Flood) গ্রাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হেরিটেজ সাইট 'মাউন্ড অফ দ্য ডেড' (Flood in Pakistan)৷ এখনও পর্যন্ত পাকিস্তানের বন্যায় প্রাণ গিয়েছে 1,162 জনের (Heritage sites in Pakistan Sindh province)৷

Heritage sites in Pakistan Sindh province ravaged by floods
বন্যর গ্রাসে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হেরিটেজ সাইট
author img

By

Published : Aug 31, 2022, 7:27 PM IST

Updated : Aug 31, 2022, 7:46 PM IST

ইসলামাবাদ, 31 অগস্ট: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান (Pakistan Flood)৷ প্রতিবেশী দেশের সিন্ধু প্রদেশে শতাব্দী প্রাচীন সিন্ধু সভ্যতার বেঁচে থাকা অবশিষ্ট নিদর্শন প্রবল ক্ষতির মুখে পড়েছে ৷ বন্যায় ক্ষতিগ্রস্ত মহেঞ্জোদারো ও কোট ডিজির 'মাউন্ড অফ দ্য ডেড' ৷ বুধবার একটি পাক গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে ।

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (এনএমডিএ) প্রকাশিত তথ্য বলছে, বুধবার পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা 1,162 ছুঁয়েছে ৷ বন্যার কারণে আহত হয়েছেন 3,554 জন ৷ ঘরছাড়া প্রায় সাড়ে তিন কোটি মানুষ (Heritage sites in Pakistan Sindh province)৷

'মাউন্ড অফ ডেড' মহেঞ্জোদারোর সবচেয়ে আইকনিক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম (Flood in Pakistan)৷ সিন্ধু সভ্যতার কয়েকটি টিকে থাকা নিদর্শনের মধ্যে অন্যতম এটি ৷ 1980 সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো ৷

পাক সংবাদপত্র ডনের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, যে অঞ্চলগুলিতে সবচেয়ে ভারী বর্ষণ হয়েছে তার মধ্যে অন্যতম হল লারকানা ৷ সেখানকার শাহ বাহারো এবং তাজ্জার ভবনগুলি নিকাশি পাইপ থেকে উপচে পড়া বৃষ্টির জলে প্লাবিত হয়েছে ৷ টানা বৃষ্টিতে প্রখ্যাত মিয়ান নুর মহম্মদ কালহোর কবর-সহ বেশ কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ একজন কর্মকর্তা জানিয়েছেন, অপরটি প্রাচীন স্থান কোট ডিজি চার থেকে পাঁচ ফিট জলের নীচে নিমজ্জিত রয়েছে । সিন্ধুর ঐতিহ্য সংরক্ষণে কর্তব্যরত এনডাউমেন্ট ফান্ড ট্রাস্টের সেক্রেটারি হামিদ আখুন্দ বলেছেন, "রানিকোটের দেওয়াল-সহ কোট ডিজির সবটাই ধসে পড়েছে ৷"

আরও পড়ুন: ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে, মৃত্যু হাজার ছাড়াল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ৷ তিনি বলেছেন, তার সরকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশের জন্য পাকিস্তানি অর্থে 1500 কোটি পিকেআর বরাদ্দ করেছে।

ইসলামাবাদ, 31 অগস্ট: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান (Pakistan Flood)৷ প্রতিবেশী দেশের সিন্ধু প্রদেশে শতাব্দী প্রাচীন সিন্ধু সভ্যতার বেঁচে থাকা অবশিষ্ট নিদর্শন প্রবল ক্ষতির মুখে পড়েছে ৷ বন্যায় ক্ষতিগ্রস্ত মহেঞ্জোদারো ও কোট ডিজির 'মাউন্ড অফ দ্য ডেড' ৷ বুধবার একটি পাক গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে ।

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (এনএমডিএ) প্রকাশিত তথ্য বলছে, বুধবার পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা 1,162 ছুঁয়েছে ৷ বন্যার কারণে আহত হয়েছেন 3,554 জন ৷ ঘরছাড়া প্রায় সাড়ে তিন কোটি মানুষ (Heritage sites in Pakistan Sindh province)৷

'মাউন্ড অফ ডেড' মহেঞ্জোদারোর সবচেয়ে আইকনিক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম (Flood in Pakistan)৷ সিন্ধু সভ্যতার কয়েকটি টিকে থাকা নিদর্শনের মধ্যে অন্যতম এটি ৷ 1980 সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো ৷

পাক সংবাদপত্র ডনের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, যে অঞ্চলগুলিতে সবচেয়ে ভারী বর্ষণ হয়েছে তার মধ্যে অন্যতম হল লারকানা ৷ সেখানকার শাহ বাহারো এবং তাজ্জার ভবনগুলি নিকাশি পাইপ থেকে উপচে পড়া বৃষ্টির জলে প্লাবিত হয়েছে ৷ টানা বৃষ্টিতে প্রখ্যাত মিয়ান নুর মহম্মদ কালহোর কবর-সহ বেশ কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ একজন কর্মকর্তা জানিয়েছেন, অপরটি প্রাচীন স্থান কোট ডিজি চার থেকে পাঁচ ফিট জলের নীচে নিমজ্জিত রয়েছে । সিন্ধুর ঐতিহ্য সংরক্ষণে কর্তব্যরত এনডাউমেন্ট ফান্ড ট্রাস্টের সেক্রেটারি হামিদ আখুন্দ বলেছেন, "রানিকোটের দেওয়াল-সহ কোট ডিজির সবটাই ধসে পড়েছে ৷"

আরও পড়ুন: ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে, মৃত্যু হাজার ছাড়াল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ৷ তিনি বলেছেন, তার সরকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশের জন্য পাকিস্তানি অর্থে 1500 কোটি পিকেআর বরাদ্দ করেছে।

Last Updated : Aug 31, 2022, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.