টরন্টো, 31 জানুয়ারি: কানাডার ব্রাম্পটনে একটি প্রখ্যাত হিন্দু মন্দিরের দেওয়ালে আঁকা হল ভারত-বিরোধী গ্রাফিতি (Canada Hindu Temple Defaced)৷ হয়েছে ভাঙচুরও ৷ এর ফলে সেখানকার ভারতীয়দের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে ৷ টরন্টোতে ভারতীয় কনস্যুলেট জেনারেল সোমবার (স্থানীয় সময়) গৌরী শংকর মন্দিরে ভাঙচুরের নিন্দা করে বলেন যে, এই কাজটি কানাডার ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে (Hindu temple defaced in Canada)।
উদ্বেগ প্রকাশ ভারতীয় দূতাবাসের: কনস্যুলেট অফিস এক বিবৃতিতে বলেছেন, "ভারতীয় ঐতিহ্যের প্রতীক ব্রাম্পটনের গৌরী শংকর মন্দিরকে ভারত-বিরোধী গ্রাফিতি দিয়ে বিকৃত করার তীব্র নিন্দা করছি । ভাঙচুরের ঘৃণ্য কাজ কানাডায় ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে । আমরা কানাডার কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগ তুলে ধরেছি ।"
তদন্তের নির্দেশ কানাডা প্রশাসনের: ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউনও এই ঘটনার নিন্দা করেছেন এবং কানাডিয়ান কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি । ব্র্যাম্পটনের মেয়র টুইট করে লিখেছেন, "এই ঘৃণ্য ভাঙচুরের ঘটনার আমাদের শহর বা দেশে কোনও স্থান নেই ৷" এই হেট ক্রাইমের কথা পিল রিজিয়নাল পুলিশ প্রধান নিশান দুরাইপ্পাকে জানিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন বলে জানান মেয়র । তিনি বলেন, "প্রত্যেকই তাঁদের উপাসনার স্থানে নিরাপদ বোধ করার যোগ্য ।"
এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে কানাডা: কানাডায় মন্দির ভাঙচুরের ঘটনা এটাই প্রথম নয় । এর আগে 2022 সালের সেপ্টেম্বরে কানাডার বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরকে 'কানাডিয়ান খালিস্তানি চরমপন্থীরা' ভারত-বিরোধী গ্রাফিতি দিয়ে বিকৃত করেছিল । কানাডার সাংসদ চন্দ্র আর্য টুইট করে লিখেছিলেন, "কানাডিয়ান খালিস্তানি চরমপন্থীদের দ্বারা টরন্টো বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরের ভাঙচুর সকলের নিন্দা করা উচিত । এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় । কানাডিয়ান হিন্দু মন্দিরগুলিকে সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘৃণ্য অপরাধের নিশানা করা হয়েছে । হিন্দু কানাডিয়ানরা এতে উদ্বিগ্ন ।"
আরও পড়ুন: দোল উৎসবে ঢাকার ইসকন মন্দিরে ভাঙচুর
এছাড়াও গ্রেটার টরন্টো এরিয়া (জিটিএ) এর রিচমন্ড হিলের বিষ্ণু মন্দিরে মহাত্মা গান্ধির একটি মূর্তি 2022 সালের জুলাইয়ে বিকৃত করা হয়েছিল । উভয় ক্ষেত্রেই, খালিস্তানপন্থী স্লোগান আঁকা হয়েছিল এবং পাকিস্তানপন্থী হ্যান্ডেলগুলি সোশ্যাল মিডিয়ায় ভাঙচুরের প্রচার চালিয়েছিল ।
মেলবোর্নেও খালিস্তানিপন্থীদের হামলার মুখে পড়েন ভারতীয়রা: 29 জানুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে হাতে জাতীয় পতাকা বহনকারী ভারতীয়দের উপর সন্দেহভাজন খালিস্তানিপন্থী গোষ্ঠীর লোকেরা হামলা চালায় । খালিস্তানি দল হামলা চালানোর পর ভারতীয় দলটিকে ঘটনাস্থল থেকে পালাতে দেখা যায় ৷
অস্ট্রেলিয়ায় ভারতীয় হাইকমিশনার মনপ্রীত ভোহরা আজ মেলবোর্নের শ্রী শিব বিষ্ণু মন্দির পরিদর্শন করেন এবং খালিস্তানিপন্থীদের দ্বারা ভাঙচুরের নিন্দা করেছেন । তিনি বলেছেন যে, "উপাসনার স্থানটি সর্বদা সমস্ত সম্প্রদায় এবং বিশ্বাসের দ্বারা সম্মানিত হয়েছে ।" এর আগে, ভারতীয় রাষ্ট্রদূত ভোহরা মেলবোর্নের বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং মন্দিরের সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন ।