লন্ডন, 20 জানুয়ারি: প্রযুক্তি ক্ষেত্রে (Tech industry layoffs) চাকরি ছাঁটাইয়ের ধারা অব্যাহত ৷ মাইক্রোসফট, অ্যামাজন ও ফেসবুকের পর এ বার সেই পথ অনুসরণ করল গুগল (Google Axes Jobs)৷ 12,000 কর্মীকে ছাঁটাই করতে চলেছে সুন্দর পিচাইয়ের সংস্থা ()৷ কোভিড -19 অতিমারি চলাকালীন দ্রুত সম্প্রসারণ করলেও ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রযুক্তি সংস্থাগুলি ৷ এ বার সেই একই প্রবণতা দেখা গেল গুগলেও ৷
গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) শুক্রবার সিলিকন ভ্যালি জায়ান্টের কর্মীদের ই-মেইল পাঠিয়ে এই খবরটি জানিয়েছেন ৷ সেই মেইল কোম্পানির নিউজ ব্লগে পোস্ট করা হয় । পিচাই লেখেন, "গত দুই বছরে আমরা নাটকীয় বৃদ্ধির সময় দেখেছি ৷" তাঁর কথায়, "সেই বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে এবং তা চালানোর জন্য আমরা আজ এক ভিন্ন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছি ৷" তিনি বলেন যে, গুগল প্রতিনিয়ত কঠোর ভাবে পর্যালোচনার পর ছাঁটাইগুলি করছে ৷ সুন্দর পিচাই বলেছেন, "অ্যালফাবেটের প্রডাক্ট এরিয়া, ফাংশনস, লেভেলস অ্যান্ড রিজিয়নসে"র কর্মীদের ছাঁটাই করা হচ্ছে ৷
এ সপ্তাহের শুরুতে মাইক্রোসফট 10,000 কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে ৷ যা তাদের কর্মশক্তির প্রায় 5 শতাংশ । দিন দুয়েক আগেই মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, "বিশ্বব্যাপী আর্থিক মন্দা শুরু হয়েছে ৷ এই পরিস্থিতির কথা মাথায় রেখেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট ৷" সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় যে, চলতি সপ্তাহ থেকেই ছাঁটাই পর্ব শুরু করতে চলেছে মাইক্রোসফট ৷
আরও পড়ুন: কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট
অ্য়ামাজন এবং মেটার পক্ষ থেকেও ঘোষণা করা হয় যে, আগামী দিনে তারাও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে ৷ তাদের যুক্তি, বাজারে চাহিদা কমছে ৷ এই অবস্থায় সংস্থার পক্ষে অতিরিক্ত কর্মীর বোঝা বহন করা আর সম্ভব হচ্ছে না ৷ তাই সামগ্রিকভাবে সংস্থার স্বার্থেই এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় ৷ এরপরই ঘোষণা করা হয় যে, অ্যামাজন 18,000 কর্মী সংকোচন করছে এবং ফেসবুকের পেরেন্ট মেটা 11,000 কর্মী ছাঁটাই করছে ৷