ETV Bharat / international

Gone in 9 minutes: বাজেনি অ্যালার্ম, 9 মিনিটে হাপিশ 13.60 কোটির মুদ্রা ! জার্মানির জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি - ancient gold coins stolen from germany museum

পুরো ঘটনাটি ঘটাতে সময় লেগেছে মাত্র 9 মিনিট, বাজেনি বার্গলার অ্যালার্মও ( Celtic gold heist unfolded in Germany) । চুরি যাওয়া মুদ্রার আনুমানিক মূল্য প্রায় 1.6 মিলিয়ন ইউরো (13.60 কোটি টাকা) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 24, 2022, 9:59 PM IST

বার্লিন, 24 নভেম্বর: জার্মানির জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি । খোয়া গিয়েছে কয়েকশো প্রাচীন স্বর্ণমুদ্রা (Ancient Gold Coins stolen from Germany Museum) । ঘটনায় প্রশ্নের মুখে সাদার্ন জার্মান জাদুঘরের নিরাপত্তা । কারণ, শুধু দুষ্প্রাপ্য মুদ্রা হাপিশ হওয়াই নয়, তদন্তকারীদের কপালে ভাঁজ ফেলেছে ডাকাতির কায়দাও । পুরো ঘটনাটি ঘটাতে সময় লেগেছে মাত্র 9 মিনিট, বাজেনি বার্গলার অ্যালার্মও ( Celtic gold heist unfolded in Germany) ।

পুলিশ আন্তর্জাতিক স্তরেও অনুসন্ধান শুরু করেছে । জানা গিয়েছে, খোয়া যাওয়া বিষয়ের মধ্যে রয়েছে 483টি সেল্টিক মুদ্রা । 1999 সালে বর্তমান সময়ের মানচিং শহরের কাছে একটি প্রত্নতাত্ত্বিক খননের সময় আবিষ্কৃত অকার্যকর সোনার আবরণ (Bavarian State Archaeological Collection in Munich) । সেটিরও কোনও হদিশ পাওয়া যাচ্ছে না । বাভারিয়ার স্টেট ক্রিমিনাল পুলিশের ডেপুটি হেড গুইডো লিমার বলেন, "দুপুর 1:17 নাগাদ ম্যানচিংয়ের সেল্টিক এবং রোমান মিউজিয়াম থেকে প্রায় এক কিলোমিটার জুড়ে টেলিকম হাবের তারগুলি কাটা হয় । তারপরেই এই অঞ্চলের নেটওয়ার্কগুলিকে অফ হয়ে যায় ।

জাদুঘরের সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, দুপুর 1:26 নাগাদ একটি খোলা দরজা দিয়ে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি প্রবেশ করে । 1:35 নাগাদ তারা বেরিয়ে যায় । 9 মিনিটের মধ্যেই অপরাধীরা একটি ডিসপ্লে ক্যাবিনেট ভেঙে সমস্ত মুদ্রা নিয়েছে । লিমার বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে মানচিংয়ে লুটপাট এবং চুরি আশ্চর্যজনকভাবে বেড়ে গিয়েছে ।"

কর্মকর্তারা স্বীকার করেছেন, জাদুঘরে কোনও প্রহরী ছিল না । মিউনিখের ব্যাভারিয়ান স্টেট আর্কিওলজিক্যাল কালেকশনের প্রধান রুপার্ট গেবার্ড বলেন, "একটি অ্যালার্ম সিস্টেমকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করা হয়েছিল । মুদ্রাগুলি মানচিংয়ের স্থানীয় সম্প্রদায় এবং ইউরোপ জুড়ে প্রত্নতাত্ত্বিক, উভয়ের জন্যই মূল্যবান । প্রায় 100 খ্রিস্টপূর্বাব্দের বাটি-আকৃতির মুদ্রাগুলি বোহেমিয়ান কীভাবে ম্যানচিং-এ সেল্টিক বসতি সমগ্র ইউরোপ জুড়ে ছিল, সেই ইতিহাস বহন করছে । যার আনুমানিক মূল্য প্রায় 1.6 মিলিয়ন ইউরো (13.60 কোটি টাকা) ।

আরও পড়ুন: সিসি ক্যামেরায় স্প্রে করে ব্যাঙ্কের এটিএমে ডাকাতি

লিমার বলেন, "ইন্টারপোল এবং ইউরোপোলকে ইতিমধ্যেই কয়েন চুরির বিষয়ে সতর্ক করা হয়েছে । অপরাধীদের খুঁজে বের করার জন্য একটি বিশেষ তদন্ত ইউনিট, যার কোডনাম 'ওপিডাম' গঠন করা হয়েছে ।"

বার্লিন, 24 নভেম্বর: জার্মানির জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি । খোয়া গিয়েছে কয়েকশো প্রাচীন স্বর্ণমুদ্রা (Ancient Gold Coins stolen from Germany Museum) । ঘটনায় প্রশ্নের মুখে সাদার্ন জার্মান জাদুঘরের নিরাপত্তা । কারণ, শুধু দুষ্প্রাপ্য মুদ্রা হাপিশ হওয়াই নয়, তদন্তকারীদের কপালে ভাঁজ ফেলেছে ডাকাতির কায়দাও । পুরো ঘটনাটি ঘটাতে সময় লেগেছে মাত্র 9 মিনিট, বাজেনি বার্গলার অ্যালার্মও ( Celtic gold heist unfolded in Germany) ।

পুলিশ আন্তর্জাতিক স্তরেও অনুসন্ধান শুরু করেছে । জানা গিয়েছে, খোয়া যাওয়া বিষয়ের মধ্যে রয়েছে 483টি সেল্টিক মুদ্রা । 1999 সালে বর্তমান সময়ের মানচিং শহরের কাছে একটি প্রত্নতাত্ত্বিক খননের সময় আবিষ্কৃত অকার্যকর সোনার আবরণ (Bavarian State Archaeological Collection in Munich) । সেটিরও কোনও হদিশ পাওয়া যাচ্ছে না । বাভারিয়ার স্টেট ক্রিমিনাল পুলিশের ডেপুটি হেড গুইডো লিমার বলেন, "দুপুর 1:17 নাগাদ ম্যানচিংয়ের সেল্টিক এবং রোমান মিউজিয়াম থেকে প্রায় এক কিলোমিটার জুড়ে টেলিকম হাবের তারগুলি কাটা হয় । তারপরেই এই অঞ্চলের নেটওয়ার্কগুলিকে অফ হয়ে যায় ।

জাদুঘরের সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, দুপুর 1:26 নাগাদ একটি খোলা দরজা দিয়ে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি প্রবেশ করে । 1:35 নাগাদ তারা বেরিয়ে যায় । 9 মিনিটের মধ্যেই অপরাধীরা একটি ডিসপ্লে ক্যাবিনেট ভেঙে সমস্ত মুদ্রা নিয়েছে । লিমার বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে মানচিংয়ে লুটপাট এবং চুরি আশ্চর্যজনকভাবে বেড়ে গিয়েছে ।"

কর্মকর্তারা স্বীকার করেছেন, জাদুঘরে কোনও প্রহরী ছিল না । মিউনিখের ব্যাভারিয়ান স্টেট আর্কিওলজিক্যাল কালেকশনের প্রধান রুপার্ট গেবার্ড বলেন, "একটি অ্যালার্ম সিস্টেমকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করা হয়েছিল । মুদ্রাগুলি মানচিংয়ের স্থানীয় সম্প্রদায় এবং ইউরোপ জুড়ে প্রত্নতাত্ত্বিক, উভয়ের জন্যই মূল্যবান । প্রায় 100 খ্রিস্টপূর্বাব্দের বাটি-আকৃতির মুদ্রাগুলি বোহেমিয়ান কীভাবে ম্যানচিং-এ সেল্টিক বসতি সমগ্র ইউরোপ জুড়ে ছিল, সেই ইতিহাস বহন করছে । যার আনুমানিক মূল্য প্রায় 1.6 মিলিয়ন ইউরো (13.60 কোটি টাকা) ।

আরও পড়ুন: সিসি ক্যামেরায় স্প্রে করে ব্যাঙ্কের এটিএমে ডাকাতি

লিমার বলেন, "ইন্টারপোল এবং ইউরোপোলকে ইতিমধ্যেই কয়েন চুরির বিষয়ে সতর্ক করা হয়েছে । অপরাধীদের খুঁজে বের করার জন্য একটি বিশেষ তদন্ত ইউনিট, যার কোডনাম 'ওপিডাম' গঠন করা হয়েছে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.