ETV Bharat / international

Hamas-Israel Conflict: আরও বড় আক্রমণের হুমকি ইজরায়েলের, খাদ্য-জল-সুরক্ষার মরিয়া লড়াই গাজার নাগরিকদের

Middle East Conflict: গাজায় আরও বড়সড় প্রত্যাঘাতের পথে ইজরায়েল ৷ তবে হামাসের রকেট হামলা এখনও অব্যাহত রয়েছে ৷ এ দিকে, গাজার 23 লক্ষ মানুষ পড়েছেন খাদ্য সংকটের মুখে ৷

Middle East Conflict
প্যালেস্তাইন-ইজরায়েলে দ্বন্দ্ব
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 4:35 PM IST

Updated : Oct 15, 2023, 4:54 PM IST

দেইর-এল-বালাহ (গাজা স্ট্রিপ), 15 অক্টোবর: হামাস ও ইজরায়েলের যুদ্ধের এক সপ্তাহ পেরোতেই গভীর খাদ্য, পানীয় ও সুরক্ষার সংকটে ভুগছে গাজার 2.3 মিলিয়ন অর্থাৎ 23 লক্ষ সাধারণ নাগরিক ৷ এরই মধ্যে ইজরায়েলে হামলা চালানোর এক সপ্তাহ পর আরও মারাত্মক পালটা আক্রমণের আশংকায় ত্রস্ত প্যালেস্তাইনের সাধারণ মানুষ ৷ যদিও ইজরায়েলের নির্দেশ মতো কয়েক হাজার মানুষ উত্তর থেকে সরে যাওয়ার চেষ্টায় মরিয়া ৷ আবার অনেকে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছে ৷

এই অঞ্চলে ইজরায়েলের সমর্থনে মার্কিন যুদ্ধজাহাজের ক্রমে মোতায়েন বাড়ছে গাজার সীমান্তে ৷ তারই জোরে হামাস জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করার জন্য বিস্তৃত অভিযান হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল ৷ তাদের এক সপ্তাহের টানা বিমান হামলা প্রতিবেশী দেশের এলাকাগুলিকে ধ্বংস করে দিলেও হামাসের ইজরায়েলে রকেট হামলা চালানো বন্ধ হয়নি ৷

গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্যালেস্তাইনের 2,329 জন নিহত হয়েছেন, এটি প্যালেস্তাইনিদের জন্য পাঁচটি গাজা যুদ্ধের মধ্যে সবচেয়ে মারাত্মক । রাষ্ট্রসংঘের পরিসংখ্যান অনুসারে, রবিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা 2014 সালের গ্রীষ্মে ইজরায়েল এবং হামাসের মধ্যে তৃতীয় যুদ্ধে মৃতের সংখ্যা ছাপিয়ে গিয়েছে ৷ সে বার 1,462 জন বেসামরিক নাগরিক-সহ 2,251 জন প্যালেস্তাইনবাসীর মৃত্যু হয়েছিল । সেই যুদ্ধটি ছয় সপ্তাহ স্থায়ী হয়েছিল, এবং ইজরায়েলি পক্ষের 74 জন নিহত হয়েছিলেন, যাঁদের মধ্যে ছয়জন ছিলেন বেসামরিক নাগরিক ।

আরও পড়ুন: 'মানুষের সাহায্য প্রয়োজন'! প্যালেস্তাইন-প্রেসিডেন্টকে ফোন বাইডেনের, কথা নেতানিয়াহুর সঙ্গেও

ইজরায়েলে একটি সামরিক ঘাঁটিতে প্যাথলজিস্ট ও অন্যান্যরা ইহুদি সাবাথের মধ্যেই 1,300 জনেরও বেশি ইজরায়েলি ও অন্যান্য মৃতদের শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে ৷ মিশর ও সিরিয়ার সঙ্গে 1973 সালের যুদ্ধের পর এটি ইজরায়েলের জন্য সবচেয়ে মারাত্মক যুদ্ধ । ইজরায়েল উত্তরে গাজা শহরের উপর লিফলেট ফেলেছে এবং সোশাল মিডিয়ায় নতুন করে সতর্কতা জারি করেছে, 1 মিলিয়নেরও বেশি প্যালেস্তাইনবাসীকে অর্থাৎ এই অঞ্চলের প্রায় অর্ধেক জনসংখ্যাকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে । সামরিক বাহিনী বলেছে যে, তারা উত্তরে হামাস জঙ্গিদের বিরুদ্ধে একটি বড় অভিযানের আগে বেসামরিক লোকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ৷ যদিও হামাস জনগণকে তাঁদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

দেইর-এল-বালাহ (গাজা স্ট্রিপ), 15 অক্টোবর: হামাস ও ইজরায়েলের যুদ্ধের এক সপ্তাহ পেরোতেই গভীর খাদ্য, পানীয় ও সুরক্ষার সংকটে ভুগছে গাজার 2.3 মিলিয়ন অর্থাৎ 23 লক্ষ সাধারণ নাগরিক ৷ এরই মধ্যে ইজরায়েলে হামলা চালানোর এক সপ্তাহ পর আরও মারাত্মক পালটা আক্রমণের আশংকায় ত্রস্ত প্যালেস্তাইনের সাধারণ মানুষ ৷ যদিও ইজরায়েলের নির্দেশ মতো কয়েক হাজার মানুষ উত্তর থেকে সরে যাওয়ার চেষ্টায় মরিয়া ৷ আবার অনেকে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছে ৷

এই অঞ্চলে ইজরায়েলের সমর্থনে মার্কিন যুদ্ধজাহাজের ক্রমে মোতায়েন বাড়ছে গাজার সীমান্তে ৷ তারই জোরে হামাস জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করার জন্য বিস্তৃত অভিযান হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল ৷ তাদের এক সপ্তাহের টানা বিমান হামলা প্রতিবেশী দেশের এলাকাগুলিকে ধ্বংস করে দিলেও হামাসের ইজরায়েলে রকেট হামলা চালানো বন্ধ হয়নি ৷

গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্যালেস্তাইনের 2,329 জন নিহত হয়েছেন, এটি প্যালেস্তাইনিদের জন্য পাঁচটি গাজা যুদ্ধের মধ্যে সবচেয়ে মারাত্মক । রাষ্ট্রসংঘের পরিসংখ্যান অনুসারে, রবিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা 2014 সালের গ্রীষ্মে ইজরায়েল এবং হামাসের মধ্যে তৃতীয় যুদ্ধে মৃতের সংখ্যা ছাপিয়ে গিয়েছে ৷ সে বার 1,462 জন বেসামরিক নাগরিক-সহ 2,251 জন প্যালেস্তাইনবাসীর মৃত্যু হয়েছিল । সেই যুদ্ধটি ছয় সপ্তাহ স্থায়ী হয়েছিল, এবং ইজরায়েলি পক্ষের 74 জন নিহত হয়েছিলেন, যাঁদের মধ্যে ছয়জন ছিলেন বেসামরিক নাগরিক ।

আরও পড়ুন: 'মানুষের সাহায্য প্রয়োজন'! প্যালেস্তাইন-প্রেসিডেন্টকে ফোন বাইডেনের, কথা নেতানিয়াহুর সঙ্গেও

ইজরায়েলে একটি সামরিক ঘাঁটিতে প্যাথলজিস্ট ও অন্যান্যরা ইহুদি সাবাথের মধ্যেই 1,300 জনেরও বেশি ইজরায়েলি ও অন্যান্য মৃতদের শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে ৷ মিশর ও সিরিয়ার সঙ্গে 1973 সালের যুদ্ধের পর এটি ইজরায়েলের জন্য সবচেয়ে মারাত্মক যুদ্ধ । ইজরায়েল উত্তরে গাজা শহরের উপর লিফলেট ফেলেছে এবং সোশাল মিডিয়ায় নতুন করে সতর্কতা জারি করেছে, 1 মিলিয়নেরও বেশি প্যালেস্তাইনবাসীকে অর্থাৎ এই অঞ্চলের প্রায় অর্ধেক জনসংখ্যাকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে । সামরিক বাহিনী বলেছে যে, তারা উত্তরে হামাস জঙ্গিদের বিরুদ্ধে একটি বড় অভিযানের আগে বেসামরিক লোকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ৷ যদিও হামাস জনগণকে তাঁদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

Last Updated : Oct 15, 2023, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.