ETV Bharat / international

Nawaz Sharif to Pakistan: আগামী মাসেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ, জানালেন পাক-প্রধানমন্ত্রী শেহবাজ - প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

Nawaz Sharif will return to Pakistan next month: ব্রিটেনে স্বেচ্ছানির্বাসনে থাকা নওয়াজ শরিফ আবার দেশে ফিরতে চলেছেন ৷ এই ঘোষণা করেছেন নওয়াজের ভাই তথা পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ নওয়াজ তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন ৷ আদালতের ছাড়পত্র পেলে এবার চতুর্থবার মসনদে বসতে পারেন ৷

Nawaz Sharif
Nawaz Sharif
author img

By

Published : Aug 11, 2023, 5:06 PM IST

ইসলামাবাদ, 11 অগস্ট: পাকিস্তানে ফিরতে চলেছেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ এই ঘোষণা করেছেন নওয়াজের ভাই তথা পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ তিনি জানিয়েছেন যে নওয়াজের বিরুদ্ধে বিচারাধীন মামলা রয়েছে, সেগুলিতে উপস্থিত থাকার জন্যই দেশে ফিরছেন তাঁর দাদা ৷ পাশাপাশি আগামী মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রচারেও নামবেন নওয়াজ ৷

তিনি এখন ব্রিটেনে রয়েছেন ৷ বছর 73-এর নওয়াজ 2019 সাল থেকে সেখানে রয়েছেন ৷ যাকে তাঁর স্বঘোষিত নির্বাসন বলা হয়ে থাকে ৷ 2018 সালে আল-আজিজিয়া মিলস ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নওয়াজ । তার পর থেকে ব্রিটেনে স্বঘোষিত নির্বাসনে রয়েছেন তিনি ৷

বৃহস্পতিবার পাকিস্তানের জিও নিউজকে একটি সাক্ষাৎকার দেন শেহবাজ শরিফ ৷ সেখানেই তিনি এই কথা জানান ৷ পাশাপাশি জানিয়েছেন যে লন্ডনে তিনি দাদার সঙ্গে দেখা করতেও যাবেন ৷ তার পরই দেশে ফিরতে পারেন নওয়াজ ৷ উল্লেখ্য, দোষী সাব্যস্ত হওয়ার পর জেলে যেতে হয় নওয়াজকে ৷ তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ৷ লাহোরের জেলে তাঁকে রাখা হয় ৷ কিন্তু চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার অনুমতি পান ৷ সেই চিকিৎসার জন্য গিয়ে তিনি ফেরেননি ৷

নওয়াজ শরিফ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন এর নেতা ৷ তিনি তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন ৷ এবার দেশে ফিরলে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল ৷ সেকথা জানিয়েছেন শেহবাজ নিজেই ৷ সেটা যদি হয়, তাহলে 2016 সালের পর আবার তাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখা যাবে ৷ 2016 সালে সম্পদ গোপন করার জন্য পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে ৷ তার পর তিনি নিজেই পদত্যাগ করেন৷ সুপ্রিম কোর্টের সেই রায়ের বিরুদ্ধে তিনি আবার আবেদন করেন ৷ সেই আবেদনই এখন বিচারাধীন ৷

আরও পড়ুন: তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের জেল ইমরানের, সাজা ঘোষণা হতেই গ্রেফতার ‘কাপ্তান’

এখন দেখার তিনি আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে আবার ভোটের ময়দানে নামতে পারেন কি না ! আর নামতে পারলেও ভোটে জিতে চতুর্থবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন কি না !

ইসলামাবাদ, 11 অগস্ট: পাকিস্তানে ফিরতে চলেছেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ এই ঘোষণা করেছেন নওয়াজের ভাই তথা পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷ তিনি জানিয়েছেন যে নওয়াজের বিরুদ্ধে বিচারাধীন মামলা রয়েছে, সেগুলিতে উপস্থিত থাকার জন্যই দেশে ফিরছেন তাঁর দাদা ৷ পাশাপাশি আগামী মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রচারেও নামবেন নওয়াজ ৷

তিনি এখন ব্রিটেনে রয়েছেন ৷ বছর 73-এর নওয়াজ 2019 সাল থেকে সেখানে রয়েছেন ৷ যাকে তাঁর স্বঘোষিত নির্বাসন বলা হয়ে থাকে ৷ 2018 সালে আল-আজিজিয়া মিলস ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নওয়াজ । তার পর থেকে ব্রিটেনে স্বঘোষিত নির্বাসনে রয়েছেন তিনি ৷

বৃহস্পতিবার পাকিস্তানের জিও নিউজকে একটি সাক্ষাৎকার দেন শেহবাজ শরিফ ৷ সেখানেই তিনি এই কথা জানান ৷ পাশাপাশি জানিয়েছেন যে লন্ডনে তিনি দাদার সঙ্গে দেখা করতেও যাবেন ৷ তার পরই দেশে ফিরতে পারেন নওয়াজ ৷ উল্লেখ্য, দোষী সাব্যস্ত হওয়ার পর জেলে যেতে হয় নওয়াজকে ৷ তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ৷ লাহোরের জেলে তাঁকে রাখা হয় ৷ কিন্তু চিকিৎসার জন্য তিনি বিদেশে যাওয়ার অনুমতি পান ৷ সেই চিকিৎসার জন্য গিয়ে তিনি ফেরেননি ৷

নওয়াজ শরিফ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন এর নেতা ৷ তিনি তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন ৷ এবার দেশে ফিরলে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল ৷ সেকথা জানিয়েছেন শেহবাজ নিজেই ৷ সেটা যদি হয়, তাহলে 2016 সালের পর আবার তাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখা যাবে ৷ 2016 সালে সম্পদ গোপন করার জন্য পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে ৷ তার পর তিনি নিজেই পদত্যাগ করেন৷ সুপ্রিম কোর্টের সেই রায়ের বিরুদ্ধে তিনি আবার আবেদন করেন ৷ সেই আবেদনই এখন বিচারাধীন ৷

আরও পড়ুন: তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের জেল ইমরানের, সাজা ঘোষণা হতেই গ্রেফতার ‘কাপ্তান’

এখন দেখার তিনি আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে আবার ভোটের ময়দানে নামতে পারেন কি না ! আর নামতে পারলেও ভোটে জিতে চতুর্থবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন কি না !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.