ETV Bharat / international

Imran Khan Arrested: গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ইসলামাবাদে জারি 144 ধারা - ধৃত ইমরান খান

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয় ৷ তাঁকে গ্রেফতার করেছে পাক রেঞ্জার্স বাহিনী ৷ তাঁর দলের দাবি, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে ৷

Etv Bharat
গ্রেফতার ইমরান
author img

By

Published : May 9, 2023, 3:22 PM IST

Updated : May 9, 2023, 5:53 PM IST

গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ইসলামাবাদ, 9 মে: গ্রেফতার করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান ইমরান খানকে ৷ সাংবাদসংস্থা জানিয়েছে, মঙ্গলবার দুপুরে তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স বাহিনী ৷

এদিন হাইকোর্টে যাওয়ার আগে একটি টুইটারে একটি ভিডিয়োবার্তা শেয়ার করেন ইমরান খান ৷ সেখানে তিনি, তাঁর গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন ৷ জানান, তাঁকে গ্রেফতার করা হলেও তিনি ভয় পান না ৷ তিনি পাকিস্তান ছেড়ে যাবেন না ৷ এই ভিডিয়োবার্তায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানের বর্তমান অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ ৷ ক'দিন পর মানুষই রাস্তায় নেবে আসবেন ৷ তাঁর কথায়, "আমি জেলে যেতে তৈরি ৷ আমার বিরুদ্ধে কোনও কেস নেই ৷ কিন্তু যদি ওয়ারেন্ট থাকে তা আমায় দেখালে আমি নিজেই জেলে চলে যান ৷ এরজন্য কোনও নাটক, অশান্তি বা বিপুল অর্থ খরচ করে পুলিশ ও পাক রেঞ্জার্স বাহিনীকে আদালত চত্বরে নিয়ে আসার প্রয়োজন নই ৷ আমি কোনও অপরাধী নই ৷"

  • Former Pakistan PM & PTI chief Imran Khan has been arrested from outside the Islamabad High Court (IHC) by Rangers, reports Pakistan's Dawn News pic.twitter.com/FHFTw3wUbr

    — ANI (@ANI) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ইমরানের দল পিটিআই-এর তরফে বিভিন্ন সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো শেয়ার করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে পাক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা রীতিমতো কলার চেপে ধরে গাড়িতে তুলছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ জানা গিয়েছে, তাঁকে গ্রেফতার করে কোনও এক অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্সের দল ৷

ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে এদিন সকালেই লহৌর থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছিলেন ইমরান খান ৷ তাঁর দলের তরফে জানানো হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় 70 বছর বয়সি ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে ৷ ইমরান খানকে মারধরের অভিযোগও তুলেছে তাঁর দল ৷ উল্লেখ্য, দু'দিন আগেই পাকসেনা ইমরানের বিরুদ্ধে এক আইএসআই গোয়েন্দা আধিকারিককে নিয়ে মিথ্যে কথা বলার অভিযোগ এনেছিল ৷

  • My reply to ISPR & attempts by PDM & their handlers to arrest me for two reasons: 1. To prevent me from campaigning bec InshaAllah when elections are announced I will be doing jalsas. 2. To prevent me from mobilising the masses for street movement in support of Constitution if… pic.twitter.com/IQIQmFERah

    — Imran Khan (@ImranKhanPTI) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ইমরাম খানের গ্রেফতারির খবর আসার পরেই ইসলামাবাদ ও লাহোরে তাঁর দলের সদস্যরা বিক্ষোভ দেখান ৷ ইসলামাবাদে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ হয় বলেও খবর ৷ অশান্তি এড়াতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে 144 ধারা ৷ পাক সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন থানায় ইমরান খানের বিরুদ্ধে প্রায় 140টি মামলা রয়েছে ৷

আরও পড়ুন: কাশ্মীরের বিশেষ মর্যাদাই ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার অনুকূল পরিস্থিতি তৈরি করবে, মত বিলাওয়ালের

গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ইসলামাবাদ, 9 মে: গ্রেফতার করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান ইমরান খানকে ৷ সাংবাদসংস্থা জানিয়েছে, মঙ্গলবার দুপুরে তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স বাহিনী ৷

এদিন হাইকোর্টে যাওয়ার আগে একটি টুইটারে একটি ভিডিয়োবার্তা শেয়ার করেন ইমরান খান ৷ সেখানে তিনি, তাঁর গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন ৷ জানান, তাঁকে গ্রেফতার করা হলেও তিনি ভয় পান না ৷ তিনি পাকিস্তান ছেড়ে যাবেন না ৷ এই ভিডিয়োবার্তায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানের বর্তমান অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ ৷ ক'দিন পর মানুষই রাস্তায় নেবে আসবেন ৷ তাঁর কথায়, "আমি জেলে যেতে তৈরি ৷ আমার বিরুদ্ধে কোনও কেস নেই ৷ কিন্তু যদি ওয়ারেন্ট থাকে তা আমায় দেখালে আমি নিজেই জেলে চলে যান ৷ এরজন্য কোনও নাটক, অশান্তি বা বিপুল অর্থ খরচ করে পুলিশ ও পাক রেঞ্জার্স বাহিনীকে আদালত চত্বরে নিয়ে আসার প্রয়োজন নই ৷ আমি কোনও অপরাধী নই ৷"

  • Former Pakistan PM & PTI chief Imran Khan has been arrested from outside the Islamabad High Court (IHC) by Rangers, reports Pakistan's Dawn News pic.twitter.com/FHFTw3wUbr

    — ANI (@ANI) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ইমরানের দল পিটিআই-এর তরফে বিভিন্ন সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো শেয়ার করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে পাক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা রীতিমতো কলার চেপে ধরে গাড়িতে তুলছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ জানা গিয়েছে, তাঁকে গ্রেফতার করে কোনও এক অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্সের দল ৷

ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে এদিন সকালেই লহৌর থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছিলেন ইমরান খান ৷ তাঁর দলের তরফে জানানো হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় 70 বছর বয়সি ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে ৷ ইমরান খানকে মারধরের অভিযোগও তুলেছে তাঁর দল ৷ উল্লেখ্য, দু'দিন আগেই পাকসেনা ইমরানের বিরুদ্ধে এক আইএসআই গোয়েন্দা আধিকারিককে নিয়ে মিথ্যে কথা বলার অভিযোগ এনেছিল ৷

  • My reply to ISPR & attempts by PDM & their handlers to arrest me for two reasons: 1. To prevent me from campaigning bec InshaAllah when elections are announced I will be doing jalsas. 2. To prevent me from mobilising the masses for street movement in support of Constitution if… pic.twitter.com/IQIQmFERah

    — Imran Khan (@ImranKhanPTI) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ইমরাম খানের গ্রেফতারির খবর আসার পরেই ইসলামাবাদ ও লাহোরে তাঁর দলের সদস্যরা বিক্ষোভ দেখান ৷ ইসলামাবাদে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ হয় বলেও খবর ৷ অশান্তি এড়াতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে 144 ধারা ৷ পাক সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন থানায় ইমরান খানের বিরুদ্ধে প্রায় 140টি মামলা রয়েছে ৷

আরও পড়ুন: কাশ্মীরের বিশেষ মর্যাদাই ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার অনুকূল পরিস্থিতি তৈরি করবে, মত বিলাওয়ালের

Last Updated : May 9, 2023, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.