আটলান্টা, 20 নভেম্বর: প্রয়াত হলেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি রোজালিন কার্টার ৷ তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী ৷ প্রেসিডেন্ট থাকাকালীন জিমির সবচেয়ে কাছের উপদেষ্টাদের অন্যতম ছিলেন রোজালিন ৷ তারপরে চার দশক ধরে বিশ্বে মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন ৷ মৃত্যুর সময় প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডির বয়স হয়েছিল 96 বছর ।
কার্টার সেন্টারের তরফে বলা হয়েছে, "তিনি বহু বছর ধরে ডিমেনশিয়া রোগে আক্রান্ত ছিলেন ৷ গত কয়েকমাসে স্বাস্থ্যের আরও অবনতি হতে থাকে ৷ এরপরেই রবিবার তাঁর মৃত্যু হয় ।" রোজালিন কার্টারের মৃত্যু ঘোষণা করে একটি বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর 2টো 10 মিনিটে জর্জিয়ার প্লেইন্সের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে ৷ সেসময় পরিবার তাঁর সঙ্গেই ছিল ।
জিমি কার্টার বিবৃতিতে বলেছেন, "আমি যা কিছু অর্জন করেছি তাতে রোজালিন আমার সমান অংশীদার । যখনই প্রয়োজন পড়েছে তখন রোজালিন পাশে থেকে আমাকে পরামর্শ ও উৎসাহ দিয়েছে । যতদিন রোজালিন পৃথিবীতে ছিল আমি সবসময় জানতাম কেউ আছে যে আমাকে ভালোবাসে এবং সমর্থন করে ।"
আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন রোজালিন কার্টারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি যখন এই মৃত্যুর খবর পান তখন ভার্জিনিয়ার নরফোকের নেভাল এয়ার স্টেশনে একটি অনুষ্ঠানে ছিলেন ৷ সেখানে জিল বাইডেন বলেন, "রোজালিন কার্টারের মৃত্যু হয়েছে ৷ এটি দুঃখজনক ৷ এই কথা জানার পর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ৷ রোজালিন মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে মহিলাদের অধিকারের বিষয়ে তাঁর কাজের জন্য সুপরিচিত ছিলেন । তাই আমি আশা করি ছুটির সময় আপনারা কার্টার পরিবারের হয়ে প্রার্থনা করবেন ৷" আরও এক প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোশাল মিডিয়ায় রোজালিন কার্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷
(সংবাদ সূত্র- এপি)
আরও পড়ুন: