ETV Bharat / international

Leena Manimekalai Tweets: 'পোস্টার নিয়ে ভারতীয় পরিচালককে মৃত্যুর হুমকি', লীনাকে নিয়ে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের - কালী বিতর্ক

দেশজুড়ে বিতর্কে ভারতীয় টুইটার লীনা মণিমেকালাইয়ের 'কালী' তথ্যচিত্রের পোস্টার সরিয়ে নিয়েছে ৷ দু'লক্ষেরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন বর্তমানে কানাডাবাসী চলচ্চিত্র পরিচালক ৷ এর মধ্যেই আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম ভারতে লীনার অবস্থা নিয়ে একটি খবর প্রকাশ করেছে ৷ কী লেখা হয়েছে সেখানে (Leena Manimekalai Tweets) ?

Leena Manimekalai death threats
পরিচালক লীনা মণিমেকালাই
author img

By

Published : Jul 7, 2022, 11:26 AM IST

নয়াদিল্লি, 7 জুলাই: 'কালী' তথ্যচিত্রের পোস্টার-বিতর্ক নিয়ে সরব হল আন্তর্জাতিক সংবাদমাধ্যমও ৷ সেই মাধ্যমে প্রকাশিত লেখা টুইট করেছেন পরিচালক লীনা মণিমেকালাই ৷ তাঁর তথ্যচিত্র 'কালী'র পোস্টারে এক মহিলাকে কালীরূপে দেখা যাচ্ছে এবং তিনি ধূমপানরত ৷ এ নিয়ে তোলপাড় দেশ ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে ৷ এই সব ঘটনা নিয়ে ওই সংবাদমাধ্যমে একটি খবর জানাচ্ছে, একটি তথ্যচিত্রের পোস্টারে দেবী এলজিবিটি গোষ্ঠীর পতাকা ধরে আছেন ৷ আর সেই পোস্টারের জন্য ভারতীয় পরিচালককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে (Filmmaker Leena Manimekalai posts a news in fresh tweet amid outrage) ৷

এই খবরটি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লীনা লিখেছেন, "মনে হচ্ছে গোটা দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র থেকে বৃহত্তম ঘৃণার মেশিনে নেমে এসেছে ৷ আর এই দেশ আমায় সেন্সর করতে চায় ৷" এর সঙ্গে তিনি তাঁর নিরাপত্তাহীনতার কথাও জানিয়েছেন, "এই মুহূর্তে দেশের কোথাও আমি নিরাপদ নই ৷"

বিদেশি সংবাদমাধ্যমের খবরে লীনার টুইট করা 'কালী' তথ্যচিত্রের পোস্টারটিও প্রকাশ করা হয়েছে ৷ লীনা কানাডার একজন চলচ্চিত্র পরিচালক ৷ তাঁর তথ্যচিত্রের পোস্টারে হিন্দু দেবী কালী ধূমপান করছেন এবং তাঁর হাতে এলজিবিটি গোষ্ঠীর পতাকা ধরা আছে ৷ টরেন্টোয় সিনেমাটি দেখানোর পর সেটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ এরপরই 'arrest Leena Manimekalai' হ্যাশট্যাগ ট্রেন্ডিং চলছে ৷ দিল্লি এবং উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ৷

আরও পড়ুন: তন্ত্র মতে মা তারার ভোগে লাগে মাংস, কারনসুধা ও মৎস্য; মহুয়ার টুইট বিতর্কে মন্তব্য তারাপীঠ মন্দির কমিটির সভাপতির

লীনা মণিমেকালাইয়ের পরিচয় হিসেবে খবরে লেখা হয়েছে, তিনি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বড় হয়েছেন ৷ তাঁর ধর্মীয় অবস্থান 'নাস্তিক' ৷ তবে তিনি হিন্দুধর্ম বা দেবী কালীর প্রতি কোনও অসম্মান প্রদর্শন করেননি তাঁর তথ্যচিত্রে, জানিয়েছে সংবাদমাধ্যমটি ৷ লীনা সংবাদমাধ্যমকে বলেন, "আমি তামিলনাড়ুর গ্রামের মানুষ ৷ সেখানে কালী লোকায়ত দেবী ৷ তিনি ছাগলের রক্তে রান্না করা মাংস খান, দিশি মদ এবং ধূমপান করেন ৷ পাশাপাশি উগ্রভাবে নাচেন ৷ আমি কালীর সেই ভাবটাই তথ্যচিত্রে তুলে ধরতে চেয়েছি ৷" তিনি এবং তাঁর পরিবার 2 লক্ষেরও বেশি অনলাইন অ্যাকাউন্ট থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ৷

এই খবরটি টুইট করার সঙ্গে সঙ্গে লীনা মণিমেকালাই আরেকটি পুরনো টুইট পোস্ট করেছেন ৷ সেখানে তিনি বাফটার প্রশংসাসূচক একটি লেখার লিঙ্ক পোস্ট করে লিখেছেন, 'আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ' ৷ টুইটটি বাফটা, নেটফ্লিক্স এবং নেটফ্লিক্সইন্ডিয়াকে ট্যাগ করা হয়েছে (Kaali Post Controversy) ৷

আরও পড়ুন: 'আরও জোরালো হোক ওর কণ্ঠ', 'কালী' বিতর্কে মহুয়াকে সমর্থন স্বরার

নয়াদিল্লি, 7 জুলাই: 'কালী' তথ্যচিত্রের পোস্টার-বিতর্ক নিয়ে সরব হল আন্তর্জাতিক সংবাদমাধ্যমও ৷ সেই মাধ্যমে প্রকাশিত লেখা টুইট করেছেন পরিচালক লীনা মণিমেকালাই ৷ তাঁর তথ্যচিত্র 'কালী'র পোস্টারে এক মহিলাকে কালীরূপে দেখা যাচ্ছে এবং তিনি ধূমপানরত ৷ এ নিয়ে তোলপাড় দেশ ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে ৷ এই সব ঘটনা নিয়ে ওই সংবাদমাধ্যমে একটি খবর জানাচ্ছে, একটি তথ্যচিত্রের পোস্টারে দেবী এলজিবিটি গোষ্ঠীর পতাকা ধরে আছেন ৷ আর সেই পোস্টারের জন্য ভারতীয় পরিচালককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে (Filmmaker Leena Manimekalai posts a news in fresh tweet amid outrage) ৷

এই খবরটি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লীনা লিখেছেন, "মনে হচ্ছে গোটা দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র থেকে বৃহত্তম ঘৃণার মেশিনে নেমে এসেছে ৷ আর এই দেশ আমায় সেন্সর করতে চায় ৷" এর সঙ্গে তিনি তাঁর নিরাপত্তাহীনতার কথাও জানিয়েছেন, "এই মুহূর্তে দেশের কোথাও আমি নিরাপদ নই ৷"

বিদেশি সংবাদমাধ্যমের খবরে লীনার টুইট করা 'কালী' তথ্যচিত্রের পোস্টারটিও প্রকাশ করা হয়েছে ৷ লীনা কানাডার একজন চলচ্চিত্র পরিচালক ৷ তাঁর তথ্যচিত্রের পোস্টারে হিন্দু দেবী কালী ধূমপান করছেন এবং তাঁর হাতে এলজিবিটি গোষ্ঠীর পতাকা ধরা আছে ৷ টরেন্টোয় সিনেমাটি দেখানোর পর সেটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ এরপরই 'arrest Leena Manimekalai' হ্যাশট্যাগ ট্রেন্ডিং চলছে ৷ দিল্লি এবং উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ৷

আরও পড়ুন: তন্ত্র মতে মা তারার ভোগে লাগে মাংস, কারনসুধা ও মৎস্য; মহুয়ার টুইট বিতর্কে মন্তব্য তারাপীঠ মন্দির কমিটির সভাপতির

লীনা মণিমেকালাইয়ের পরিচয় হিসেবে খবরে লেখা হয়েছে, তিনি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বড় হয়েছেন ৷ তাঁর ধর্মীয় অবস্থান 'নাস্তিক' ৷ তবে তিনি হিন্দুধর্ম বা দেবী কালীর প্রতি কোনও অসম্মান প্রদর্শন করেননি তাঁর তথ্যচিত্রে, জানিয়েছে সংবাদমাধ্যমটি ৷ লীনা সংবাদমাধ্যমকে বলেন, "আমি তামিলনাড়ুর গ্রামের মানুষ ৷ সেখানে কালী লোকায়ত দেবী ৷ তিনি ছাগলের রক্তে রান্না করা মাংস খান, দিশি মদ এবং ধূমপান করেন ৷ পাশাপাশি উগ্রভাবে নাচেন ৷ আমি কালীর সেই ভাবটাই তথ্যচিত্রে তুলে ধরতে চেয়েছি ৷" তিনি এবং তাঁর পরিবার 2 লক্ষেরও বেশি অনলাইন অ্যাকাউন্ট থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ৷

এই খবরটি টুইট করার সঙ্গে সঙ্গে লীনা মণিমেকালাই আরেকটি পুরনো টুইট পোস্ট করেছেন ৷ সেখানে তিনি বাফটার প্রশংসাসূচক একটি লেখার লিঙ্ক পোস্ট করে লিখেছেন, 'আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ' ৷ টুইটটি বাফটা, নেটফ্লিক্স এবং নেটফ্লিক্সইন্ডিয়াকে ট্যাগ করা হয়েছে (Kaali Post Controversy) ৷

আরও পড়ুন: 'আরও জোরালো হোক ওর কণ্ঠ', 'কালী' বিতর্কে মহুয়াকে সমর্থন স্বরার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.