টোকিয়ো, 8 জুলাই: শেষরক্ষা হল না ৷ মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (EX Japanese Prime Minister Shinzo Abe Passes Away) ৷ শুক্রবারই পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানেই কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর প্রয়াত হন শিনজো আবে ৷ তাঁর এই আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শোক বার্তায় শিনজো আবেকে নিজের অত্যন্ত কাছের এক বন্ধু বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷
-
Officials say former Japanese Prime Minister #ShinzoAbe has been confirmed dead. He was reportedly shot during a speech on Friday in the city of Nara, near Kyoto: Japan's NHK WORLD News pic.twitter.com/7ayJpNCw17
— ANI (@ANI) July 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Officials say former Japanese Prime Minister #ShinzoAbe has been confirmed dead. He was reportedly shot during a speech on Friday in the city of Nara, near Kyoto: Japan's NHK WORLD News pic.twitter.com/7ayJpNCw17
— ANI (@ANI) July 8, 2022Officials say former Japanese Prime Minister #ShinzoAbe has been confirmed dead. He was reportedly shot during a speech on Friday in the city of Nara, near Kyoto: Japan's NHK WORLD News pic.twitter.com/7ayJpNCw17
— ANI (@ANI) July 8, 2022
আরও পড়ুন :বক্তৃতার মাঝেই গুলিবিদ্ধ, রীতিমতো সংকটজনক শিনজো আবে
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার কারণেই 67 বছর বয়সি আবের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ৷ তাঁর হৃদযন্ত্রও কাজ করা বন্ধ করে দেয় ৷ সবথেকে বেশি দিন জাপানের প্রধানমন্ত্রী পদে থেকে নজির গড়েছিলেন শিনজো আবে ৷ 2020 সালে শারীরিক অসুস্থতার কারণে নিজেই প্রধানমন্ত্রী পদ ছাড়েন তিনি ৷
1954 সালের 21 সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিয়োতে জন্মগ্রহণ করেন শিনজো আবে ৷ তাঁর বাবার নাম শিনতারো আবে, তিনি জাপানের প্রাক্তন বিদেশমন্ত্রী ছিলেন ৷ তাঁর দাদু নবুসুকে কিশিও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ৷ মোটামুটি 1982 সাল নাগাদ রাজনীতিতে যোগ দেন আবে ৷ যুক্ত হন তৎকালীন ক্ষমতাসীন লিবেরাল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে ৷ 1993 সালে তিনি জাপানের আইনসভার সদস্য নির্বাচিত হন ৷ 2005 সালে তিনি তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির মন্ত্রিসভায় ক্যাবিনেট সেক্রেটরি পদে আসেন ৷
আরও পড়ুন: পদ্মভূষণ থেকে গঙ্গা আরতিতে জড়িয়ে আবে, 'বন্ধু'র প্রয়াণে জাতীয় শোক ঘোষণা মোদির
2006 সালের 26 সেপ্টেম্বর প্রথমবারের জন্য শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷ তবে 2007 সালে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ৷ এরপর 2012 সালে ফের জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি ৷ সেই থেকে 2020 সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী পদে ছিলেন শিনজো আবে ৷ মোট 4 বার জাপানের প্রধানমন্ত্রী পদে আসীন হন তিনি ৷ 2020 সালের 8 অগস্ট শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ৷ মনে করা হয় তাঁর আমলে জাপানে রাজনৈতিক ও আর্থিক স্থিতাবস্থা কায়েম হয়েছিল ৷