ETV Bharat / international

Pilots Fall Asleep বিমান উড়ছে অটো পাইলটে, ঘুমিয়ে পড়লেন দুই চালক

মাঝআকাশে 37 হাজার ফুট উচ্চতায় ঘুমিয়ে পড়লেন ইথিওপিয়ান এয়ারলাইন্স (Ethiopian Airlines) সংস্থার একটি বিমানের দুই চালক (Pilots Fall Asleep) ৷ নির্ধারিত সময় করা হল না অবতরণ ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

Ethiopian Airlines Pilots Fall Asleep At 37000 Feet and miss Landing
Pilots Fall Asleep বিমান উড়ছে অটো পাইলটে, ঘুমিয়ে পড়লেন দুই চালক
author img

By

Published : Aug 19, 2022, 6:52 PM IST

আদ্দিস আবাবা (ইথিওপিয়া),19 অগস্ট: মাঝ-আকাশে একইসঙ্গে ঘুমিয়ে পড়লেন বিমানের দু'জন পাইলট ! যার জেরে নির্দিষ্ট সময় গন্তব্যে অবতরণই করতে পারল না সেই বিমান ! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে ৷ কীভাবে একইসঙ্গে দুই বিমানচালক ঘুমিয়ে পড়লেন (Pilots Fall Asleep), তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া ৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার ৷ যে বিমানটির চালকরা ঘুমিয়ে পড়েন, সেটি 'ইথিওপিয়ান এয়ারলাইন্স' (Ethiopian Airlines) সংস্থার ৷ 'বোয়িং 737' (Boeing 737) মডেলের যাত্রীবাহী বিমানটি উড়ান শুরু করেছিল সুদানের খারটৌম থেকে ৷ গন্তব্য ছিল, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা ৷ ওই দিন নির্দিষ্ট সময়েই সংশ্লিষ্ট বিমানবন্দরের আকাশসীমায় ঢুকে পড়ে ফ্লাইট ইটি343 (Flight ET343) ৷ কিন্তু, এয়ার ট্রাফিক কন্ট্রোল (Air Traffic Control) বা এটিসি (ATC)-এর নির্দেশ পাওয়ার পরও অবতরণের প্রক্রিয়া শুরু না করায় দুই চালককে সতর্ক করা হয় ৷

আরও পড়ুন: Go First Flight উড়ানের একঘণ্টা পরেই বাজল বিপদঘণ্টা, কোয়েম্বাটুরে জরুরি অবতরণ গো ফার্স্টের বিমানের

পরবর্তীতে জানা যায়, বিমানটি যখন 37 হাজার ফুট উচ্চতায় উড়ছে, তখনই ঘুমিয়ে পড়েন দুই পাইলট ৷ কিন্তু, অটো পাইলট ব্যবস্থাপনার দৌলতে কোনও দুর্ঘটনা ঘটে ৷ নির্দিষ্ট গতিপথে বিমান তার নিজের মতো এগিয়ে গিয়েছে ! ফলে সময় মতো গন্তব্যে পৌঁছে গেলেও অবতরণের প্রক্রিয়া শুরু হয়নি ৷ পরে অবশ্য সেটিকে মাটিতে নামানো সম্ভব হয় ৷ এবং পরবর্তী উড়ান শুরুর আগে প্রায় আড়াই ঘণ্টা সেভাবেই দাঁড় করিয়ে রাখা হয় ৷

সংশ্লিষ্ট বিমানবন্দরের এটিসি-এর তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় বিমানটির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হলেও দুই চালকের কাছ থেকে কোনও সাড়া মিলছিল না ৷ এদিকে, বিমানটির অবতরণের জন্য নির্ধারিত রানওয়ে পেরিয়ে যেতেই অটো পাইলটের সঙ্গেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে বিপদ সঙ্কেত জানিয়ে অ্যালার্ম বেজে ওঠে ৷ সেই শব্দে অবশেষে ঘুম ভাঙে দুই পাইলটের ৷ পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ বিমানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন তাঁরা ৷ নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পর বিমানটিকে অবতরণ করানো হয় ৷

স্বস্তির বিষয় হল, এই ঘটনায় একজনও হতাহত হননি ৷ বিমানটিরও কোনও ক্ষতি হয়নি ৷ সেটি সম্পূর্ণ নিরাপদভাবেই রানওয়ে ছুঁয়েছে ৷ প্রসঙ্গত, গত মে মাসে একই ঘটনা ঘটেছিল অন্য একটি বিমানের চালকদের সঙ্গে ৷ নিউ ইয়র্ক থেকে রোমগামী সেই বিমানটি 38 হাজার ফুট উচ্চতায় থাকাকালীন ঘুমিয়ে পড়েন দুই চালক ৷ বারবার কেন এমন ঘটনা ঘটছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

আদ্দিস আবাবা (ইথিওপিয়া),19 অগস্ট: মাঝ-আকাশে একইসঙ্গে ঘুমিয়ে পড়লেন বিমানের দু'জন পাইলট ! যার জেরে নির্দিষ্ট সময় গন্তব্যে অবতরণই করতে পারল না সেই বিমান ! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে ৷ কীভাবে একইসঙ্গে দুই বিমানচালক ঘুমিয়ে পড়লেন (Pilots Fall Asleep), তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া ৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার ৷ যে বিমানটির চালকরা ঘুমিয়ে পড়েন, সেটি 'ইথিওপিয়ান এয়ারলাইন্স' (Ethiopian Airlines) সংস্থার ৷ 'বোয়িং 737' (Boeing 737) মডেলের যাত্রীবাহী বিমানটি উড়ান শুরু করেছিল সুদানের খারটৌম থেকে ৷ গন্তব্য ছিল, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা ৷ ওই দিন নির্দিষ্ট সময়েই সংশ্লিষ্ট বিমানবন্দরের আকাশসীমায় ঢুকে পড়ে ফ্লাইট ইটি343 (Flight ET343) ৷ কিন্তু, এয়ার ট্রাফিক কন্ট্রোল (Air Traffic Control) বা এটিসি (ATC)-এর নির্দেশ পাওয়ার পরও অবতরণের প্রক্রিয়া শুরু না করায় দুই চালককে সতর্ক করা হয় ৷

আরও পড়ুন: Go First Flight উড়ানের একঘণ্টা পরেই বাজল বিপদঘণ্টা, কোয়েম্বাটুরে জরুরি অবতরণ গো ফার্স্টের বিমানের

পরবর্তীতে জানা যায়, বিমানটি যখন 37 হাজার ফুট উচ্চতায় উড়ছে, তখনই ঘুমিয়ে পড়েন দুই পাইলট ৷ কিন্তু, অটো পাইলট ব্যবস্থাপনার দৌলতে কোনও দুর্ঘটনা ঘটে ৷ নির্দিষ্ট গতিপথে বিমান তার নিজের মতো এগিয়ে গিয়েছে ! ফলে সময় মতো গন্তব্যে পৌঁছে গেলেও অবতরণের প্রক্রিয়া শুরু হয়নি ৷ পরে অবশ্য সেটিকে মাটিতে নামানো সম্ভব হয় ৷ এবং পরবর্তী উড়ান শুরুর আগে প্রায় আড়াই ঘণ্টা সেভাবেই দাঁড় করিয়ে রাখা হয় ৷

সংশ্লিষ্ট বিমানবন্দরের এটিসি-এর তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় বিমানটির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হলেও দুই চালকের কাছ থেকে কোনও সাড়া মিলছিল না ৷ এদিকে, বিমানটির অবতরণের জন্য নির্ধারিত রানওয়ে পেরিয়ে যেতেই অটো পাইলটের সঙ্গেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে বিপদ সঙ্কেত জানিয়ে অ্যালার্ম বেজে ওঠে ৷ সেই শব্দে অবশেষে ঘুম ভাঙে দুই পাইলটের ৷ পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ বিমানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন তাঁরা ৷ নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পর বিমানটিকে অবতরণ করানো হয় ৷

স্বস্তির বিষয় হল, এই ঘটনায় একজনও হতাহত হননি ৷ বিমানটিরও কোনও ক্ষতি হয়নি ৷ সেটি সম্পূর্ণ নিরাপদভাবেই রানওয়ে ছুঁয়েছে ৷ প্রসঙ্গত, গত মে মাসে একই ঘটনা ঘটেছিল অন্য একটি বিমানের চালকদের সঙ্গে ৷ নিউ ইয়র্ক থেকে রোমগামী সেই বিমানটি 38 হাজার ফুট উচ্চতায় থাকাকালীন ঘুমিয়ে পড়েন দুই চালক ৷ বারবার কেন এমন ঘটনা ঘটছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.