ETV Bharat / international

President Macron over PM Modi: 'প্রধানমন্ত্রী মোদি ঠিকই বলেছেন এটা যুদ্ধের সময় নয়', প্রশংসা ম্যাক্রোঁর - France President Emmanuel Macron quotes Narendra

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে সমর্থন করলেন ৷ সম্প্রতি পুতিনের সঙ্গে বৈঠকে (Modi meets Putin) মোদি রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধ থামানোর কথা বলেন (President Macron over PM Modi) ৷

Macron At UN
ETV Bharat
author img

By

Published : Sep 21, 2022, 7:45 AM IST

Updated : Sep 21, 2022, 8:53 AM IST

নিউ ইয়র্ক, 21 সেপ্টেম্বর: এসসিও বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে সামনাসামনি দেখা হয় মিত্র দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৷ সম্প্রতি এই সাক্ষাতে তিনি পুতিনকে অনুরোধ করেন, এটা যুদ্ধের সময় নয় ৷ ফেব্রুয়ারি মাসের শেষে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মোদি সরকার কোনও দিনই রাশিয়ার বিরুদ্ধে মুখ খোলেনি ৷ প্রায় সাত মাস কেটে গিয়েছে ৷ সামরিক অভিযান এখন যুদ্ধে পরিণত হয়েছে ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের অর্থনীতি, রাজনীতি, শক্তিক্ষেত্রকে প্রভাবিত করেছে । অর্থনৈতিক উন্নয়নের সূচক নিম্নমুখী ৷

এই অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধ থামানোর অনুরোধে উচ্ছ্বসিত বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রীর উক্তি তুলে ধরে উত্তর-দক্ষিণের দ্বন্দ্ব মিটিয়ে দেশগুলির মধ্যে একটি জোট গড়ার কথা বলেন ৷ দুনিয়া যে সমস্যাগুলির মুখোমুখি, তার সমাধানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দেন (France President Emmanuel Macron quotes Narendra Modi to build global coalition) ৷

আরও পড়ুন: এটা যুদ্ধের সময় নয়, পুতিনকে বললেন মোদি

মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার উচ্চস্তরীয় বৈঠকে ম্যাক্রোঁ বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারে ঠিক কথা বলেছেন ৷ এটা যুদ্ধের সময় নয় ৷ পূর্ব পশ্চিমের বিরোধিতা করবে বা প্রতিশোধের কথা ভাববে- এটা সে সময় নয় ৷ এটা ঐক্যবদ্ধ হওয়ার সময় ৷"

"দুনিয়ায় খাদ্যাভাব, দারিদ্র্যতা, জঙ্গি, পারমাণবিক যুদ্ধের কারণ আমাদের মধ্যে এই বিভাজন ৷ এই চ্যালেঞ্জগুলির সঙ্গে যুঝতে থাকা মানুষগুলির পাশে দাঁড়ানোটা তাই আমাদেরই দায়িত্ব", মত ম্যাক্রোঁর ৷ এর আগে বহুবার ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ সেই দেশগুলিকে 'নতুন সাম্রাজ্য গড়ার সহযোগী' বলে উল্লেখ করেছেন ইমানুয়েল ৷ তিনি বলেন, "আমি জানি, এখানে অনেক দেশ আছে যারা এই যুদ্ধে নিজেদের নিরপেক্ষ বলছে ৷ তারা বলছে, তারা কোনও দেশকেই সমর্থন করছে না ৷ আসলে তারা ভুল এবং তারা একটা ঐতিহাসিক ভুল করছে ৷"

নিউ ইয়র্ক, 21 সেপ্টেম্বর: এসসিও বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে সামনাসামনি দেখা হয় মিত্র দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৷ সম্প্রতি এই সাক্ষাতে তিনি পুতিনকে অনুরোধ করেন, এটা যুদ্ধের সময় নয় ৷ ফেব্রুয়ারি মাসের শেষে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মোদি সরকার কোনও দিনই রাশিয়ার বিরুদ্ধে মুখ খোলেনি ৷ প্রায় সাত মাস কেটে গিয়েছে ৷ সামরিক অভিযান এখন যুদ্ধে পরিণত হয়েছে ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের অর্থনীতি, রাজনীতি, শক্তিক্ষেত্রকে প্রভাবিত করেছে । অর্থনৈতিক উন্নয়নের সূচক নিম্নমুখী ৷

এই অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধ থামানোর অনুরোধে উচ্ছ্বসিত বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রীর উক্তি তুলে ধরে উত্তর-দক্ষিণের দ্বন্দ্ব মিটিয়ে দেশগুলির মধ্যে একটি জোট গড়ার কথা বলেন ৷ দুনিয়া যে সমস্যাগুলির মুখোমুখি, তার সমাধানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দেন (France President Emmanuel Macron quotes Narendra Modi to build global coalition) ৷

আরও পড়ুন: এটা যুদ্ধের সময় নয়, পুতিনকে বললেন মোদি

মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার উচ্চস্তরীয় বৈঠকে ম্যাক্রোঁ বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারে ঠিক কথা বলেছেন ৷ এটা যুদ্ধের সময় নয় ৷ পূর্ব পশ্চিমের বিরোধিতা করবে বা প্রতিশোধের কথা ভাববে- এটা সে সময় নয় ৷ এটা ঐক্যবদ্ধ হওয়ার সময় ৷"

"দুনিয়ায় খাদ্যাভাব, দারিদ্র্যতা, জঙ্গি, পারমাণবিক যুদ্ধের কারণ আমাদের মধ্যে এই বিভাজন ৷ এই চ্যালেঞ্জগুলির সঙ্গে যুঝতে থাকা মানুষগুলির পাশে দাঁড়ানোটা তাই আমাদেরই দায়িত্ব", মত ম্যাক্রোঁর ৷ এর আগে বহুবার ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ সেই দেশগুলিকে 'নতুন সাম্রাজ্য গড়ার সহযোগী' বলে উল্লেখ করেছেন ইমানুয়েল ৷ তিনি বলেন, "আমি জানি, এখানে অনেক দেশ আছে যারা এই যুদ্ধে নিজেদের নিরপেক্ষ বলছে ৷ তারা বলছে, তারা কোনও দেশকেই সমর্থন করছে না ৷ আসলে তারা ভুল এবং তারা একটা ঐতিহাসিক ভুল করছে ৷"

Last Updated : Sep 21, 2022, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.