ETV Bharat / international

Elon Musk: টুইট ক্যারেক্টারের ঊর্ধ্বসীমা বেড়ে হবে 4 হাজার, ইলনের সিদ্ধান্তে অসন্তোষ - Twitter Character Limit increased

টুইটের সংখ্যা ও চিহ্ন ব্যবহারের ঊর্ধ্বসীমা (Tweet Character Limit) 280 থেকে বাড়িয়ে 4 হাজার করা হবে ৷ জানালেন সংস্থার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) ৷ ইলনের সিদ্ধান্তে অসন্তুষ্ট টুইটারেত্তিদের একটা বড় অংশ ৷

Elon Musk says Twitter to increase its 280 character limit to 4000
Elon Musk: টুইট ক্য়ারেক্টারের ঊর্ধ্বসীমা বেড়ে হবে 4 হাজার, ইলনের সিদ্ধান্তে অসন্তোষ
author img

By

Published : Dec 12, 2022, 5:19 PM IST

Updated : Dec 13, 2022, 2:56 PM IST

সান ফ্রান্সিসকো, 12 ডিসেম্বর: টুইটারে (Twitter) কোনও কিছু পোস্ট বা টুইট (Tweet) করার সময় অক্ষর, সংখ্যা ও চিহ্ন ব্যবহারের ঊর্ধ্বসীমা (Tweet Character Limit) 280 থেকে বাড়িয়ে 4 হাজার করা হবে ৷ এক টুইটারেত্তির করা প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সংস্থার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) ৷

এ নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনা, সমালোচনা শুরু হয়েছে ৷ যার আরম্ভটা হয়েছিল সংশ্লিষ্ট টুইটার ব্যবহারকারীর একটি প্রশ্ন দিয়ে ৷ সেই ব্যক্তি ইলন মাস্কের উদ্দেশে প্রশ্ন করেছিলেন, "ইলন, এটা কি সত্যি যে টুইটার কর্তৃপক্ষ টুইটের ক্যারেক্টারের ঊর্ধ্বসীমা 280 থেকে বাড়িয়ে 4000 করছে ?" এই টুইটের জবাবে ইলন মাস্ক জানান, "হ্যাঁ ৷"

আরও পড়ুন: টুইটারে ফিরবেন ট্রাম্প, ঘোষণা মাস্কের

প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই একের পর এক ঘটনাপ্রবাহ চলছে ৷ অনেকেরই আশংকা, ইলনের আমলে সমস্যা বাড়বে টুইটার ব্যবহারকারীদের ৷ টুইটের ক্যারেক্টারের সংখ্যাবৃদ্ধি নিয়ে ইলনের জবাব সামনে আসার পরও তৈরি হয়েছে নানা জল্পনা ৷ মানুষের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন ৷

একজন ইউজার যেমন লিখেছেন, "এটা বড় ভুল হতে চলেছে ৷ দ্রুত সংবাদ পরিবেশন টুইটারের প্রধান উদ্দেশ্য ৷ কিন্তু, এটা যদি হয় (টুইটের ক্যারেক্টারের ঊর্ধ্বসীমা বৃদ্ধি), তাহলে অনেক প্রকৃত তথ্য হারিয়ে যাবে ৷" এতে অন্য একজন টুইটার ব্যবহারকারী কমেন্ট করেন, "4000 ? সেটা তো একটা প্রবন্ধ, টুইট নয় ৷"

প্রসঙ্গত, রবিবারই 'কমিউনিটি নোটস'-এর সূচনা করে টুইটার কর্তৃপক্ষ ৷ বিশ্বের সর্বত্র, যেখানে যত টুইটার ইউজার আছেন, তাঁদের সঙ্গে এই বিষয়টির পরিচয় করিয়ে দেওয়া হয় ৷ সংস্থার বক্তব্য হল, "তথ্য সমৃদ্ধ মানুষের একটি জগৎ তৈরি করার জন্যই এই কমিউনিটি নোটস তৈরি করা হয়েছে ৷ এর মাধ্যমে সকলে সম্মিলিতভাবে ভ্রান্ত টুইটগুলি চিহ্নিত করতে পারবেন ৷ যেকোনও টুইটের ক্ষেত্রেই কন্ট্রিবিউটররা এমন একটি নোট দিতে পারেন ৷ তারপর যদি বিভিন্ন মানসিকতার একাধিক কন্ট্রিবিউটর মনে করেন, ওই নোটটি কাজের, তাহলে সেই নোটটি জনসমক্ষে একটি টুইটের মাধ্যমে প্রকাশ করা হবে ৷" এরইমধ্য়ে সোমবার ইলন মাস্ক লেখেন, "সমস্ত বটস এবং স্প্যামকে ডাকা হচ্ছে ৷ দয়া করে আমাকে আক্রমণ করুন !"

সান ফ্রান্সিসকো, 12 ডিসেম্বর: টুইটারে (Twitter) কোনও কিছু পোস্ট বা টুইট (Tweet) করার সময় অক্ষর, সংখ্যা ও চিহ্ন ব্যবহারের ঊর্ধ্বসীমা (Tweet Character Limit) 280 থেকে বাড়িয়ে 4 হাজার করা হবে ৷ এক টুইটারেত্তির করা প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সংস্থার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) ৷

এ নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনা, সমালোচনা শুরু হয়েছে ৷ যার আরম্ভটা হয়েছিল সংশ্লিষ্ট টুইটার ব্যবহারকারীর একটি প্রশ্ন দিয়ে ৷ সেই ব্যক্তি ইলন মাস্কের উদ্দেশে প্রশ্ন করেছিলেন, "ইলন, এটা কি সত্যি যে টুইটার কর্তৃপক্ষ টুইটের ক্যারেক্টারের ঊর্ধ্বসীমা 280 থেকে বাড়িয়ে 4000 করছে ?" এই টুইটের জবাবে ইলন মাস্ক জানান, "হ্যাঁ ৷"

আরও পড়ুন: টুইটারে ফিরবেন ট্রাম্প, ঘোষণা মাস্কের

প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই একের পর এক ঘটনাপ্রবাহ চলছে ৷ অনেকেরই আশংকা, ইলনের আমলে সমস্যা বাড়বে টুইটার ব্যবহারকারীদের ৷ টুইটের ক্যারেক্টারের সংখ্যাবৃদ্ধি নিয়ে ইলনের জবাব সামনে আসার পরও তৈরি হয়েছে নানা জল্পনা ৷ মানুষের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন ৷

একজন ইউজার যেমন লিখেছেন, "এটা বড় ভুল হতে চলেছে ৷ দ্রুত সংবাদ পরিবেশন টুইটারের প্রধান উদ্দেশ্য ৷ কিন্তু, এটা যদি হয় (টুইটের ক্যারেক্টারের ঊর্ধ্বসীমা বৃদ্ধি), তাহলে অনেক প্রকৃত তথ্য হারিয়ে যাবে ৷" এতে অন্য একজন টুইটার ব্যবহারকারী কমেন্ট করেন, "4000 ? সেটা তো একটা প্রবন্ধ, টুইট নয় ৷"

প্রসঙ্গত, রবিবারই 'কমিউনিটি নোটস'-এর সূচনা করে টুইটার কর্তৃপক্ষ ৷ বিশ্বের সর্বত্র, যেখানে যত টুইটার ইউজার আছেন, তাঁদের সঙ্গে এই বিষয়টির পরিচয় করিয়ে দেওয়া হয় ৷ সংস্থার বক্তব্য হল, "তথ্য সমৃদ্ধ মানুষের একটি জগৎ তৈরি করার জন্যই এই কমিউনিটি নোটস তৈরি করা হয়েছে ৷ এর মাধ্যমে সকলে সম্মিলিতভাবে ভ্রান্ত টুইটগুলি চিহ্নিত করতে পারবেন ৷ যেকোনও টুইটের ক্ষেত্রেই কন্ট্রিবিউটররা এমন একটি নোট দিতে পারেন ৷ তারপর যদি বিভিন্ন মানসিকতার একাধিক কন্ট্রিবিউটর মনে করেন, ওই নোটটি কাজের, তাহলে সেই নোটটি জনসমক্ষে একটি টুইটের মাধ্যমে প্রকাশ করা হবে ৷" এরইমধ্য়ে সোমবার ইলন মাস্ক লেখেন, "সমস্ত বটস এবং স্প্যামকে ডাকা হচ্ছে ৷ দয়া করে আমাকে আক্রমণ করুন !"

Last Updated : Dec 13, 2022, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.