ওয়াশিংটন, 12 মে: টুইটারের সিইও পদ থেকে সরছেন ইলন মাস্ক ৷ কয়েক সপ্তাহ পরে তিনি টুইটারের সিইও পদ থেকে ইস্তফা দেবেন ৷ এ নিয়ে শুক্রবার একটি টুইট করেন ইলন মাস্ক ৷ তিনি জানান, "আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে টুইটার বা এক্স কর্প-এর জন্য একজন নতুন সিইও-কে নিয়োগ করা হয়েছে ৷ তিনি 6 সপ্তাহ পর থেকে দায়িত্বভার গ্রহণ করবেন ৷" টুইটে মাস্ক তাঁর নাম ঘোষণা না করলেও, টুইটারের নতুন সিইও একজন মহিলা তা স্পষ্ট করে দিয়েছেন ইলন ৷
সিইও পদ থেকে সরে দাঁড়ালেও, টুইটার থেকে সরছেন না ৷ বদলে সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ তিনি টুইটারের বিষয়বস্তু, সফ্টওয়্যার ও সিস্টেম অপারেশনের কাজ দেখবেন ৷ এর প্রধান কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, টুইটারকে তিনি যথেষ্ট সময় দিতে পারবেন না ৷ তাই নিজের জায়গায় অন্য কাউকে দায়িত্বে নিয়ে আসবেন ৷ গতবছর নভেম্বরের মাঝামাঝি সময় 44 বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনেছিলেন মাস্ক ৷ তার কয়েকসপ্তাহ পরেই মাস্ক জানিয়েছিলেন, কোনও কোম্পানির সিইও পদে তিনি থাকতে চান না ৷
আর তার একমাসের মাথায় তিনি আরও একটি টুইট করেন ৷ সেখানে তিনি বলেন, "একজন অতি বোকা কাউকে পেয়ে গেলেই আমি টুইটারের সিইও পদ থেকে ইস্তফা দেব ৷ উল্লেখ্য, এই সিদ্ধান্তের কথা ইলন মাস্ক জানিয়েছিলেন, যখন কোটি কোটি টুইটার ব্যবহারকারী তাঁর সরে দাঁড়ানোর পক্ষে মতপ্রকাশ করেছিলেন ৷ উল্লেখ্য, এ নিয়ে ইলন মাস্ক নিজেই একটি পোল করেছিলেন টুইটারে ৷ টুইটারের ব্যবসায়ীক দিকগুলি নিয়ে বিশ্লেষণকারীরা ইলন মাস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ৷ তাদের অভিযোগ ছিল, মাস্কের নেতৃত্বে টু্ইটারের বিজ্ঞাপন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
আরও পড়ুন: টুইটার নয় টিটার, সদর দফতরের নাম পরিবর্তন নিয়ে নেটদুনিয়ায় জল্পনা
টুইটারের ইনসাইডার ইটেলিজেন্স অ্যানালিসিস্ট জ্যাসমিন এনবার্গ জানিয়েছেন, ঠটুইটারকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হলে, নতুন সিইও নিয়োগ করাই একমাত্র উপায় ৷ তিনি ইলন মাস্ককে টুইটারের বিজ্ঞাপন ব্যবসার সবচেয়ে বড় এবং একমাত্র সমস্যা বলে উল্লেখ করেছেন ৷ জ্যাসমিন এনবার্গের মতে, মাস্কের সরে দাঁড়ানোর পর, টুইটারের পুরনো ব্যবসায়ীক সংস্থাগুলির সঙ্গে তারা যোগাযোগ করবেন ৷ নতুন করে তাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করবেন ।