ETV Bharat / international

Elon Musk: টুইটারের নতুন সিইও হচ্ছেন লিন্ডা ইয়াকারিনো, নিশ্চিত করলেন মাস্ক

ইলন মাস্ক নিশ্চিত করলেন যে, টুইটারের নতুন সিইও হচ্ছেন লিন্ডা ইয়াকারিনো ৷ একটি টুইট করে এ কথা জানিয়েছেন মাস্ক ৷

Elon Musk Linda Yaccarino
লিন্ডা ইয়াকারিনো ইলন মাস্ক
author img

By

Published : May 13, 2023, 10:26 AM IST

নয়াদিল্লি, 13 মে: টুইটারের নতুন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন এনবিসি ইউনিভার্সালের গ্লোবাল অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্টনারশিপের চেয়ারম্যান লিন্ডা ইয়াকারিনো ৷ শুক্রবার এ কথা নিশ্চিত করলেন ইলন মাস্ক ৷ টুইটারে এই খবর জানিয়ে তিনি বলেন যে তিনি উচ্ছ্বসিত ৷

শুক্রবার টুইটারে তিনি লিখেছেন, "টুইটারের নতুন সিইও হিসাবে লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানিয়ে আমি উচ্ছ্বসিত ! তিনি প্রাথমিকভাবে ব্যবসায়িক ক্রিয়াকলাপের দিকে মনোনিবেশ করবেন, আর আমি প্রডাক্টের ডিজাইন এবং নতুন প্রযুক্তিতে ফোকাস করব ৷"

তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মটিকে এক্স অর্থাৎ পুরোটাই অ্যাপে রূপান্তর করতে লিন্ডার সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ হয়ে রয়েছেন ৷ মাস্কের ভূমিকা এ বার হবে প্রডাক্ট, সফ্টওয়্যার এবং সিস্টেম অপারেশনের তত্ত্বাবধান ৷ তিনি প্রশাসনিক ক্ষেত্রে ও সিটিও হিসাবে কাজ করবেন । ইয়াকারিনো প্রায় 2,000 কর্মীর দেখাশোনা করেন, যা টুইটারের বর্তমান কর্মীর সংখ্যার প্রায় সমান ৷ গত বছরের শেষের দিকে 44 বিলিয়ন মার্কিন ডলারে টুইটার টেকওভারের পরে ইলন মাস্ক ব্যাপকভাবে কর্মী বরখাস্ত করার পর বর্তমানে টুইটার কর্মীর সংখ্যা অনেকটা কমেছে ৷

ইয়াকারিনোর কেরিয়ারের দিকে তাকালে দেখা যায় যে, তাঁর দল এনবিসি ইউনিভার্সালের স্ট্রিমিং পরিষেবা পিকক-এর জন্য নগদীকরণ কৌশল দেখাশোনার দায়িত্বে রয়েছে ৷ ইয়াকারিনোর দলটি বিজ্ঞাপন বিক্রিতে 100 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি উপার্জন করেছে এবং অ্যাপল, স্ন্যাপচ্যাট, বাজফিড, টুইটার এবং ইউটিউব-সহ বিভিন্ন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে ৷

গত বছর টুইটারের একটি ভোটদান প্রক্রিয়ায়, ইলন মাস্ক তাঁর লক্ষ লক্ষ অনুসরণকারীকে জিজ্ঞাসা করেছিলেন, "আমি কি টুইটারের প্রধান পদ থেকে সরে যাব ? আমি এই ভোটের ফলাফল মেনে চলব ৷" সেই পোলটি 17 মিলিয়নেরও বেশি ভোট সংগ্রহ করে এবং 57.5 শতাংশ উত্তরদাতা তাঁকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । তবে মাস্ক পদত্যাগ করেননি ।

আরও পড়ুন: টুইটারের মাথা থেকে সরছেন মাস্ক, 6 সপ্তাহ পরে দায়িত্বে নয়া সিইও

নয়াদিল্লি, 13 মে: টুইটারের নতুন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন এনবিসি ইউনিভার্সালের গ্লোবাল অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্টনারশিপের চেয়ারম্যান লিন্ডা ইয়াকারিনো ৷ শুক্রবার এ কথা নিশ্চিত করলেন ইলন মাস্ক ৷ টুইটারে এই খবর জানিয়ে তিনি বলেন যে তিনি উচ্ছ্বসিত ৷

শুক্রবার টুইটারে তিনি লিখেছেন, "টুইটারের নতুন সিইও হিসাবে লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানিয়ে আমি উচ্ছ্বসিত ! তিনি প্রাথমিকভাবে ব্যবসায়িক ক্রিয়াকলাপের দিকে মনোনিবেশ করবেন, আর আমি প্রডাক্টের ডিজাইন এবং নতুন প্রযুক্তিতে ফোকাস করব ৷"

তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মটিকে এক্স অর্থাৎ পুরোটাই অ্যাপে রূপান্তর করতে লিন্ডার সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ হয়ে রয়েছেন ৷ মাস্কের ভূমিকা এ বার হবে প্রডাক্ট, সফ্টওয়্যার এবং সিস্টেম অপারেশনের তত্ত্বাবধান ৷ তিনি প্রশাসনিক ক্ষেত্রে ও সিটিও হিসাবে কাজ করবেন । ইয়াকারিনো প্রায় 2,000 কর্মীর দেখাশোনা করেন, যা টুইটারের বর্তমান কর্মীর সংখ্যার প্রায় সমান ৷ গত বছরের শেষের দিকে 44 বিলিয়ন মার্কিন ডলারে টুইটার টেকওভারের পরে ইলন মাস্ক ব্যাপকভাবে কর্মী বরখাস্ত করার পর বর্তমানে টুইটার কর্মীর সংখ্যা অনেকটা কমেছে ৷

ইয়াকারিনোর কেরিয়ারের দিকে তাকালে দেখা যায় যে, তাঁর দল এনবিসি ইউনিভার্সালের স্ট্রিমিং পরিষেবা পিকক-এর জন্য নগদীকরণ কৌশল দেখাশোনার দায়িত্বে রয়েছে ৷ ইয়াকারিনোর দলটি বিজ্ঞাপন বিক্রিতে 100 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি উপার্জন করেছে এবং অ্যাপল, স্ন্যাপচ্যাট, বাজফিড, টুইটার এবং ইউটিউব-সহ বিভিন্ন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে ৷

গত বছর টুইটারের একটি ভোটদান প্রক্রিয়ায়, ইলন মাস্ক তাঁর লক্ষ লক্ষ অনুসরণকারীকে জিজ্ঞাসা করেছিলেন, "আমি কি টুইটারের প্রধান পদ থেকে সরে যাব ? আমি এই ভোটের ফলাফল মেনে চলব ৷" সেই পোলটি 17 মিলিয়নেরও বেশি ভোট সংগ্রহ করে এবং 57.5 শতাংশ উত্তরদাতা তাঁকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন । তবে মাস্ক পদত্যাগ করেননি ।

আরও পড়ুন: টুইটারের মাথা থেকে সরছেন মাস্ক, 6 সপ্তাহ পরে দায়িত্বে নয়া সিইও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.