ম্যানিলা, 27 জুলাই: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স (Philippines Earthquake)৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.3 ৷ ভূমিকম্পে কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও কারও প্রাণহানির খবর আপাতত নেই ৷ বেশ কয়েকটি বহুতলে ফাটল ধরার খবর এসেছে ৷ কম্পনের তীব্রতায় আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ ৷
ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে যে, কম্পনের উৎসস্থল ছিল উত্তর ফিলিপিন্সের (Earthquake in Philippines) আব্রা প্রদেশের আশেপাশে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের হিসেব বলছে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল ৷ কম্পনের তীব্রতা ছিল 7.0 ৷ ভূমিকম্প এতটাই জোরালো হয়েছে যে, তার বেশ কয়েকটি আফটারশকও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের মাত্রা 4.3; উৎসস্থল ভুটান
ফিলিপিন্সের (Philippines quake) ভৌগোলিক অবস্থান এমনই যেখানে বারবার বড় ভূমিকম্প প্রত্যক্ষ করেছে সে দেশের মানুষ ৷ শুধু তাই নয়, প্রতি বছর প্রায় 20টি টাইফুনের সাক্ষী থাকে এই দেশ ৷ যার ফলে বিশ্বের বিপর্যয়-প্রবণ দেশগুলির মধ্যে এটি অন্যতম হিসেবে পরিচিত ৷ 1990 সালে উত্তর ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গিয়েছিল প্রায় 2,200 জনের ৷ সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.7 ৷