কাবুল, 22 জুন: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ সংবাদ সংস্থা এপি’র দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 920 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Earthquake in Paktika province Afghanistan kills Many) ৷ আহতের সংখ্যা 600’র বেশি বলে জানা গিয়েছে ৷ স্থানীয় সংবাদ মাধ্যমকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এপি ৷ আফগানিস্তানের পূর্ব প্রান্তের পাকতিকা এবং খোস্ত প্রদেশে এই ভূমিকম্প হয়েছে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1 ৷
250 জনের বেশি মানুষ ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ আফগানিস্তানের পাকতিকা প্রদেশ এবং খোস্ত প্রদেশে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ৷ জানা গিয়েছে, খোস্ত শহর থেকে 44 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে 51 কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে মার্কিন ভূবিভাগের তরফে জানানো হয়েছে ৷ এ নিয়ে ইউরোপিয়ান ভূবিভাগের তরফে বলা হয়েছে, মূলত যে এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল সেখানকার জনঘনত্ব অনেক বেশি ৷ ফলে প্রাণহানির সংখ্যা বেশি ৷
আরও পড়ুন: Earthquake Hits Andaman and Nicobar : রবি সকালে আন্দামানের ক্যাম্পবেল দ্বীপে ভূমিকম্প
এই ভূমিকম্প পাকিস্তানেও অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে ৷ সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, পাকতিকা প্রদেশের যে অঞ্চলে ভূমিকম্পের উৎস, সেটি পাকিস্তান সীমান্তের খুব কাছে ৷ ফলে পাকিস্তানেও এর কম্পন অনুভূত হয়েছে ৷ আফগানিস্তানে বহু বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ সংখ্যাটা একশোর বেশি বলে জানা গিয়েছে ৷ ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ উদ্ধার কাজ জারি রয়েছে ৷