ETV Bharat / international

Calfornia Durga Puja: মার্কিন মুলুকের সিলিকন ভ্যালি মেতে উঠেছে উমার বন্দনায় - USA California Silicon Valley

রাজ্যে মাতৃ আরাধনায় মজেছে বাঙালিরা ৷ দেশের বাইরেও চলছে জমজমাট দুর্গাপুজো ৷ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে বাঙালিরা মেতে উঠেছেন পুজোর আনন্দে ৷ সঙ্গে রয়েছে ভোগ থেকে শুরু করে গান-সহ আরও অনেক কিছু (Silicon Valley Durga Puja) ৷

California Silicon Valley Durga Puja
ETV Bharat
author img

By

Published : Oct 2, 2022, 8:25 AM IST

ক্যালিফোর্নিয়া, 2 অক্টোবর: বাঙালির প্রাণের দুর্গাপুজো । আসছে বছর আবার হবের জন্য অপেক্ষা করে থাকে বাংলা, এমনকী বাংলার বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা । দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দুর্গাপুজোর জন্য ফিরে আসেন আমোদেপ্রমোদে বাঙালিরা, তাঁদের প্রাণের শহরে । তবে ব্যস্ততার জেরে যাঁরা থাকেন বিদেশে থাকেন, তাঁদের পুজো কেমন কাটে ? কোভিডকালের পরে উৎসবে মজেছে প্রবাসী মহল । আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে দেখা গেল তেমন চিত্রই (NRI celebrates Durga Puja in America) ।

সিলিকন ভ্যালিতে এই পুজো চলছে প্রায় দশ বছর ধরে । মহাধুমধাম করে হচ্ছে পুজো । সেখানকার সব বাঙালিরা মিলে পুজোর আয়োজন করেছেন । এবছর প্রতিমা গিয়েছে কুমোরটুলি থেকে । চন্দননগরের আলোকসজ্জা মণ্ডপের চারপাশে । প্রতিটা সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিবার হচ্ছে পুজো। বলা যেতে পারে, একমাস ধরে বিদেশের মাটিতে চলছে গর্বের মাতৃ আরাধনা ।

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে দেবী দুর্গার আরাধনা

আরও পড়ুন: ষষ্ঠীর সন্ধ্যায় জনতার ঢল বাগবাজার সর্বজনীন মণ্ডপে

এই পুজোর অন্যতম আয়োজক যুধাজিৎ সেনমজুমদার বলেন, "প্রায় দশ বছর ধরে আমাদের এখানে পুজো হচ্ছে । বাঙালি পরিবেশ তুলে ধরা হয়েছে । পুজোর প্রতিদিন ভোগের ব্যবস্থা থাকে । ফলে যারা আসবেন, প্রত্যেকে ভোগ খেতে যেতে পারবেন । এবার আমাদের প্রতিমা এসেছে কুমোরটুলি থেকে আর আলো চন্দননগরের । সব মিলিয়ে সিলিকন ভ্যালিতে আমরা সবাই পুজোর আনন্দে মেতে উঠেছি ।"

ক্যালিফোর্নিয়া, 2 অক্টোবর: বাঙালির প্রাণের দুর্গাপুজো । আসছে বছর আবার হবের জন্য অপেক্ষা করে থাকে বাংলা, এমনকী বাংলার বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা । দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দুর্গাপুজোর জন্য ফিরে আসেন আমোদেপ্রমোদে বাঙালিরা, তাঁদের প্রাণের শহরে । তবে ব্যস্ততার জেরে যাঁরা থাকেন বিদেশে থাকেন, তাঁদের পুজো কেমন কাটে ? কোভিডকালের পরে উৎসবে মজেছে প্রবাসী মহল । আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে দেখা গেল তেমন চিত্রই (NRI celebrates Durga Puja in America) ।

সিলিকন ভ্যালিতে এই পুজো চলছে প্রায় দশ বছর ধরে । মহাধুমধাম করে হচ্ছে পুজো । সেখানকার সব বাঙালিরা মিলে পুজোর আয়োজন করেছেন । এবছর প্রতিমা গিয়েছে কুমোরটুলি থেকে । চন্দননগরের আলোকসজ্জা মণ্ডপের চারপাশে । প্রতিটা সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিবার হচ্ছে পুজো। বলা যেতে পারে, একমাস ধরে বিদেশের মাটিতে চলছে গর্বের মাতৃ আরাধনা ।

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে দেবী দুর্গার আরাধনা

আরও পড়ুন: ষষ্ঠীর সন্ধ্যায় জনতার ঢল বাগবাজার সর্বজনীন মণ্ডপে

এই পুজোর অন্যতম আয়োজক যুধাজিৎ সেনমজুমদার বলেন, "প্রায় দশ বছর ধরে আমাদের এখানে পুজো হচ্ছে । বাঙালি পরিবেশ তুলে ধরা হয়েছে । পুজোর প্রতিদিন ভোগের ব্যবস্থা থাকে । ফলে যারা আসবেন, প্রত্যেকে ভোগ খেতে যেতে পারবেন । এবার আমাদের প্রতিমা এসেছে কুমোরটুলি থেকে আর আলো চন্দননগরের । সব মিলিয়ে সিলিকন ভ্যালিতে আমরা সবাই পুজোর আনন্দে মেতে উঠেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.