নিউইয়র্ক, 21 অগস্ট: বুধবার প্রথম রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল বিতর্ক সভা হতে চলেছে ৷ তবে তাতে যোগ দিচ্ছেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এমনকী আগামী কোনও বিতর্ক সভাতেই যোগ দেবেন না ৷ রবিবার নিজেই সে কথা জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "জনসাধারণ জানে আমি কে এবং আমি কতটা সফল প্রেসিডেন্ট ছিলাম। তাই আমি কোনও বিতর্ক সভায় অংশ নেব না !" তিনি প্রতিটি বিতর্ক সভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন নাকি শুধুমাত্র যেগুলির বর্তমানে দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে সেগুলিতে অংশ নেবেন না তা অবশ্য স্পষ্ট করে জানা যায়নি।
ডোনাল্ড ট্রাম্প জানান, প্রথমবার মিলওয়াকিতে বুধবারের একটি বিতর্ক সভায় যোগ দিয়েছিলেন তিনি ৷ শুধু যোগ দেওয়া নয়, সভায় নেতৃত্বও দিয়েছিলেন ৷ তবে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মঞ্চ ভাগ করার ব্যাপারটা তাঁর ভালো লাগেনি ৷ তাই তিনি আর কোনও বিতর্ক সভায় অংশ নেবেন না ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন এই সিদ্ধান্তে তিনি অবিচল থাকবেন ৷ তাঁর মতের পরিবর্তন হবে না ।
তিনি ফক্স নিউজের সঞ্চালক ব্রেট বেয়ারের সঙ্গে জুনে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, কেন আমি কিছু লোককে সারা রাত ধরে প্রশ্ন করার অনুমতি দেব? ট্রাম্প বারবার ফক্সের সমালোচনা করেছেন ৷ 23 অগস্টের প্রাইমটাইম ইভেন্টের হোস্ট বলেছিলেন যে এটি একটি ভালো নেটওয়ার্ক ৷ কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট বিশ্বাস করেন, এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ন্যায্য আচরণ করা হবে না ।
আরও পড়ুন: হোয়াইট হাউসের গোপন নথি লোপাট মামলা, ফের ট্রাম্পকে তলব আদালতের
ট্রাম্পের এই সিদ্ধান্তে তাঁর সঙ্গে চলা ফক্সের বিরোধ আরও একবার প্রকাশ্যে এসেছে ৷ ফক্স এক্সিকিউটিভ ও হোস্টরা ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিতর্ক সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিলেন । কিন্তু ঘনিষ্ঠ মহলের মতে, ট্রাম্প সিদ্ধান্ত বদল করেননি ৷ তাঁর বিশ্বাস, রেটিং সম্পর্কে উদ্বিগ্ন না হলে তাঁরা তাঁকে প্ররোচিত করতেন না। সূত্রের খবর, ট্রাম্প এবং তাঁর দল বিতর্ক সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা রিপাবলিকান জাতীয় কমিটিকে জানায়নি ।