ETV Bharat / international

Morocco Earthquake: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 2 হাজার, আহত বহু; চলছে উদ্ধারকাজ - আহত বহু

Death Toll Rises: মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়াল 2 হাজারেরও বেশি ৷ মরক্কোয় চারিদেকে কেবল স্বজনহারাদের হাহাকার ৷ ভূমিকম্পে আহতের সংখ্যাও ছাড়িয়েছে 2 হাজারের বেশি ৷ চলছে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধারের কাজ ৷

Morocco Earthquake
মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে
author img

By PTI

Published : Sep 10, 2023, 12:11 PM IST

রাবাত (মরক্কো), 10 সেপ্টেম্বর: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল 2 হাজারের বেশি ৷ আহত হয়েছেন কমপক্ষে 2 হাজার জন ৷ কম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মারাকাশ শহর এবং তার আশেপাশের এলাকায় । এখনও বিভিন্ন এলাকায় চলছে উদ্ধারকাজ ৷ ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশংকা প্রশাসনের ৷ মর্মান্তিক এই ভূমিকম্পের জন্য তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে মরক্কো সরকার । শুক্রবার রাতে 6.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় উত্তর আফ্রিকার এই দেশটিতে ৷ যাকে 120 বছরের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প বলা হয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে শনিবার গভীর রাতে জানানো হয়েছে, শুক্রবার রাতের ভূমিকম্পে এখন পর্যন্ত 2 হাজার 12 জন নিহত হয়েছেন । দুর্গম এলাকায় পৌঁছে উদ্ধার কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলকে ৷ এর ফলে আরও বাড়তে পারে নিহতের সংখ্যা বলে আশা করা হচ্ছে । মন্ত্রক বলেছে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে আল হাউজ প্রদেশে ৷ যেখানে 1 হাজার 293 জন নিহত হয়েছেন ৷ এরপরেই রয়েছে তারউডান্ট ৷ সেখানে মৃতের সংখ্যা 452 । ভূমিকম্পে অন্তত 2 হাজার 59 জন আহত হয়েছেন ৷ যার মধ্যে 1 হাজার 404 জনের অবস্থা গুরুতর । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

ভূমিকম্প-বিধ্বস্ত মরক্কোকে সাহায্যের হাত ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট মরক্কোর প্রতিপক্ষের সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ ভূমিকম্প-বিধ্বস্ত দেশটিকে যতটা সম্ভব সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি । পাশাপাশি গ্যালান্ট ইসরায়েলি সামরিক বাহিনীকে মরক্কোকে মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন । 2020 সালে ইসরায়েল এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে ৷ সম্প্রতি তারা কূটনৈতিক ও নিরাপত্তা দিক থেকে নিজেদের সম্পর্ক আরও গভীর করতে এগিয়ে এসেছে ।

মরক্কোর পাশে ভারত ও আমেরিকা

ভারতে জি20 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ৷ সেই মঞ্চ থেকেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মরক্কোর ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ এই দেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷ পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও মরক্কোকে প্রয়োজনীয় সহায়তার কথা বলেছেন ৷ এছাড়া তুর্কি, ফ্রান্স এবং জার্মানির মতো দেশও মরোক্কাকে সাহায্য করার আশ্বাস দিয়েছে ।

আরও পড়ুন: মরক্কোয় হাহাকার! ভূকম্পনে মৃতের সংখ্যা ছাড়াল 1000, জি20'র মঞ্চ থেকে সাহায্যের আশ্বাস মোদির

মরক্কোকে সহায়তা আলজেরিয়ার

শুক্রবার রাতের ভূমিকম্পে হাহাকার ও মৃত্যু মিছিলের পর মরক্কোর প্রতিবেশী দেশ আলজেরিয়াও মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে । চিকিৎসার সুবিধার্থে উড়ানগুলিকে অনুমতি দেওয়ার জন্য তাদের আকাশসীমা খোলার প্রস্তাব দিয়েছে তারা । 2021 সালে আলজেরিয়া আকাশসীমা বন্ধ করে দিয়েছিল যখন সরকার মরক্কোর সঙ্গে একাধিক বিষয়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ।

(সংবাদ সংস্থা -এপি)

রাবাত (মরক্কো), 10 সেপ্টেম্বর: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল 2 হাজারের বেশি ৷ আহত হয়েছেন কমপক্ষে 2 হাজার জন ৷ কম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মারাকাশ শহর এবং তার আশেপাশের এলাকায় । এখনও বিভিন্ন এলাকায় চলছে উদ্ধারকাজ ৷ ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশংকা প্রশাসনের ৷ মর্মান্তিক এই ভূমিকম্পের জন্য তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে মরক্কো সরকার । শুক্রবার রাতে 6.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় উত্তর আফ্রিকার এই দেশটিতে ৷ যাকে 120 বছরের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প বলা হয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে শনিবার গভীর রাতে জানানো হয়েছে, শুক্রবার রাতের ভূমিকম্পে এখন পর্যন্ত 2 হাজার 12 জন নিহত হয়েছেন । দুর্গম এলাকায় পৌঁছে উদ্ধার কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলকে ৷ এর ফলে আরও বাড়তে পারে নিহতের সংখ্যা বলে আশা করা হচ্ছে । মন্ত্রক বলেছে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে আল হাউজ প্রদেশে ৷ যেখানে 1 হাজার 293 জন নিহত হয়েছেন ৷ এরপরেই রয়েছে তারউডান্ট ৷ সেখানে মৃতের সংখ্যা 452 । ভূমিকম্পে অন্তত 2 হাজার 59 জন আহত হয়েছেন ৷ যার মধ্যে 1 হাজার 404 জনের অবস্থা গুরুতর । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

ভূমিকম্প-বিধ্বস্ত মরক্কোকে সাহায্যের হাত ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট মরক্কোর প্রতিপক্ষের সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ ভূমিকম্প-বিধ্বস্ত দেশটিকে যতটা সম্ভব সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি । পাশাপাশি গ্যালান্ট ইসরায়েলি সামরিক বাহিনীকে মরক্কোকে মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন । 2020 সালে ইসরায়েল এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে ৷ সম্প্রতি তারা কূটনৈতিক ও নিরাপত্তা দিক থেকে নিজেদের সম্পর্ক আরও গভীর করতে এগিয়ে এসেছে ।

মরক্কোর পাশে ভারত ও আমেরিকা

ভারতে জি20 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ৷ সেই মঞ্চ থেকেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মরক্কোর ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ এই দেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷ পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও মরক্কোকে প্রয়োজনীয় সহায়তার কথা বলেছেন ৷ এছাড়া তুর্কি, ফ্রান্স এবং জার্মানির মতো দেশও মরোক্কাকে সাহায্য করার আশ্বাস দিয়েছে ।

আরও পড়ুন: মরক্কোয় হাহাকার! ভূকম্পনে মৃতের সংখ্যা ছাড়াল 1000, জি20'র মঞ্চ থেকে সাহায্যের আশ্বাস মোদির

মরক্কোকে সহায়তা আলজেরিয়ার

শুক্রবার রাতের ভূমিকম্পে হাহাকার ও মৃত্যু মিছিলের পর মরক্কোর প্রতিবেশী দেশ আলজেরিয়াও মানবিক সহায়তার আশ্বাস দিয়েছে । চিকিৎসার সুবিধার্থে উড়ানগুলিকে অনুমতি দেওয়ার জন্য তাদের আকাশসীমা খোলার প্রস্তাব দিয়েছে তারা । 2021 সালে আলজেরিয়া আকাশসীমা বন্ধ করে দিয়েছিল যখন সরকার মরক্কোর সঙ্গে একাধিক বিষয়ে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ।

(সংবাদ সংস্থা -এপি)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.