ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজায় আরও বড় আক্রমণের জন্য তৈরি হচ্ছে ইজরায়েল, পালটা হুঁশিয়ারি হিজবুল্লার - হামাসের বিরুদ্ধে পালটা যুদ্ধ

আজ ইজরায়েল-হামাস যুদ্ধের 16তম দিন ৷ একদিকে ত্রাণসামগ্রী বোঝাই ট্রাক ঢুকেছে গাজায় ৷ অন্যদিকে ইজরায়েল আরও বড় অভিযানের জন্য় তৈরি হচ্ছে ৷ এর পালটা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লা গোষ্ঠী ৷

ETV Bharat
ইজরায়েল বনাম হামাস যুদ্ধ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 8:26 AM IST

Updated : Oct 22, 2023, 10:27 AM IST

তেল আভিভ, 22 অক্টোবর: জোরালো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলের সামরিক বাহিনী ৷ বাহিনীর তরফে এমনই জানানো হয়েছে। এদিকে, আজ ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের 16তম দিন ৷ দু'সপ্তাহ ধরে যুদ্ধ চলার পর শনিবার ত্রাণ সামগ্রী বোঝাই বেশ কয়েকটি ট্রাক গাজায় প্রবেশ করেছে ৷

এদিকে দু'জন আমেরিকার নাগরিক বন্দিকে ছেড়ে দিয়েছে হামাস ৷ তবে তাতে ইজরায়েলের যুদ্ধ পরিকল্পনায় খুব একটা বদল হয়নি ৷ আরও বড় হামলার জন্য তৈরি হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ ৷ অন্যদিকে, হামলা করলে তার মূল্য চোকানোর জন্য ইজরায়েলকে প্রস্তুত থাকতে হবে বলে পালটা হুমকি দিয়েছে হিজবুল্লা ৷

এই জঙ্গি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, ইজরায়েল যদি গাজায় কোনও রকম সামরিক অভিযান চালায়, তাহলে তাদেরও সেই দাম দিতে হবে ৷ শনিবার প্রতিবেশী দেশ লেবাননের দক্ষিণ অংশে রকেট ছোড়ে ইজরায়েল ৷ সঙ্গে ড্রোন আক্রমণ করা হয় বলে খবর ৷ পালটা রকেট চালিয়ে জবাব দিয়েছে হিজবুল্লা জঙ্গিরা ৷ তারপরেই হিজবুল্লার নেতা শেখ নাসিম ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে, তারা ইতিমধ্যে এই যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ৷

আরও পড়ুন: বিধ্বস্ত গাজায় কাঁপছে শিশু! বর্বরতার প্রতিবাদ মোনালির, 'বুদ্ধিহীন মহিলা' আখ্যা নেটিজেনদের

ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হামাসের উপর পরবর্তী আক্রমণের পরিকল্পনা করছে দেশ ৷ গাজার সঙ্গে যত যুদ্ধ হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে ৷ শনিবার গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা পৌঁছেছে 4 হাজার 385 আর আহত 13 হাজার 561 জন ৷

7 অক্টোবর ভোরে হামাস গোষ্ঠী ইজরায়েলে অতর্কিতে হামলা চালায় ৷ তারপরেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ গাজার উত্তরে বসবাসকারী প্যালেস্তিনীয়দের দক্ষিণ দিকে সরে আসার নির্দেশ দেয় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইডিএফ ৷ এর মধ্যে 17 অক্টোবর গাজার আল আহলি আরব হাসপাতালে রকেট হামলা হয় ৷ ইজরায়েল ও হামাস একে অপরের ঘাড়ে এই আক্রমণের দায় ঠেলেছে ৷ গাজার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কমপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় ৷

ইজরায়েলের সামরিক বাহিনীর দেওয়া হিসেব অনুযায়ী, হামাস আক্রমণের প্রথম থেকে ইজরায়েলের 1 হাজার 400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে প্রায় 203 জনকে বন্দি করেছে হামাস ৷ তবে সম্প্রতি 2 জন মার্কিন নাগরিককে ছেড়েও দিয়েছে ৷ তবে পরিস্থিতি নতুন করে খারাপ হয় কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন: পৃথিবী দায় নেবে না! গাজার শিশুদের রক্ষায় ঈশ্বরে ভরসা স্বরার

তেল আভিভ, 22 অক্টোবর: জোরালো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলের সামরিক বাহিনী ৷ বাহিনীর তরফে এমনই জানানো হয়েছে। এদিকে, আজ ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের 16তম দিন ৷ দু'সপ্তাহ ধরে যুদ্ধ চলার পর শনিবার ত্রাণ সামগ্রী বোঝাই বেশ কয়েকটি ট্রাক গাজায় প্রবেশ করেছে ৷

এদিকে দু'জন আমেরিকার নাগরিক বন্দিকে ছেড়ে দিয়েছে হামাস ৷ তবে তাতে ইজরায়েলের যুদ্ধ পরিকল্পনায় খুব একটা বদল হয়নি ৷ আরও বড় হামলার জন্য তৈরি হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ ৷ অন্যদিকে, হামলা করলে তার মূল্য চোকানোর জন্য ইজরায়েলকে প্রস্তুত থাকতে হবে বলে পালটা হুমকি দিয়েছে হিজবুল্লা ৷

এই জঙ্গি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, ইজরায়েল যদি গাজায় কোনও রকম সামরিক অভিযান চালায়, তাহলে তাদেরও সেই দাম দিতে হবে ৷ শনিবার প্রতিবেশী দেশ লেবাননের দক্ষিণ অংশে রকেট ছোড়ে ইজরায়েল ৷ সঙ্গে ড্রোন আক্রমণ করা হয় বলে খবর ৷ পালটা রকেট চালিয়ে জবাব দিয়েছে হিজবুল্লা জঙ্গিরা ৷ তারপরেই হিজবুল্লার নেতা শেখ নাসিম ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে, তারা ইতিমধ্যে এই যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ৷

আরও পড়ুন: বিধ্বস্ত গাজায় কাঁপছে শিশু! বর্বরতার প্রতিবাদ মোনালির, 'বুদ্ধিহীন মহিলা' আখ্যা নেটিজেনদের

ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হামাসের উপর পরবর্তী আক্রমণের পরিকল্পনা করছে দেশ ৷ গাজার সঙ্গে যত যুদ্ধ হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে ৷ শনিবার গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা পৌঁছেছে 4 হাজার 385 আর আহত 13 হাজার 561 জন ৷

7 অক্টোবর ভোরে হামাস গোষ্ঠী ইজরায়েলে অতর্কিতে হামলা চালায় ৷ তারপরেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ গাজার উত্তরে বসবাসকারী প্যালেস্তিনীয়দের দক্ষিণ দিকে সরে আসার নির্দেশ দেয় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইডিএফ ৷ এর মধ্যে 17 অক্টোবর গাজার আল আহলি আরব হাসপাতালে রকেট হামলা হয় ৷ ইজরায়েল ও হামাস একে অপরের ঘাড়ে এই আক্রমণের দায় ঠেলেছে ৷ গাজার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কমপক্ষে 500 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় ৷

ইজরায়েলের সামরিক বাহিনীর দেওয়া হিসেব অনুযায়ী, হামাস আক্রমণের প্রথম থেকে ইজরায়েলের 1 হাজার 400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে প্রায় 203 জনকে বন্দি করেছে হামাস ৷ তবে সম্প্রতি 2 জন মার্কিন নাগরিককে ছেড়েও দিয়েছে ৷ তবে পরিস্থিতি নতুন করে খারাপ হয় কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন: পৃথিবী দায় নেবে না! গাজার শিশুদের রক্ষায় ঈশ্বরে ভরসা স্বরার

Last Updated : Oct 22, 2023, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.