মেলবোর্ন, 2 সেপ্টেম্বর: কথা ছিল 100 ডলার ফেরত দেওয়া হবে ৷ বদলে, স্রেফ ভুলবশত ফেরত চলে যায় 1 কোটি 5 লক্ষ মার্কিন ডলার ! এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার (Australia) বাসিন্দা এক মহিলার সঙ্গে ৷ সূত্রের খবর, ভার্চুয়াল মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে (Cryptocurrency) আর্থিক লেনদেন করতেন ওই মহিলা ৷ তার জেরেই সংশ্লিষ্ট একটি সংস্থার কাছ থেকে 100 ডলার পাওনা ছিল তাঁর ৷ কিন্তু, সেই টাকা ফেরত দিতে গিয়েই হয়ে যায় বিরাট ভুল ! তার থেকেও বড় কথা, এত বড় একটা গরমিল নজরে আসে প্রায় সাত মাস পর !
যে সংস্থা এত বড় 'ভুল' করেছে, তাদের কারবারের পরিধি বিশাল ৷ জনপ্রিয় হলিউড অভিনেতা ম্যাট ডেমনকে (Matt Damon) দিয়ে তারা একটি বিজ্ঞাপন করিয়েছিল ৷ সেই বিজ্ঞাপনের স্লোগান ছিল, 'সৌভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়' ! এরই প্রসঙ্গ টেনে এখন অনেকে রসিকতা করে বলছেন, একটি ভুলের জেরে এই সংস্থা মেলবোর্নের থেভাম্য়ানোগারি ম্যানিভেলের (Thevamanogari Manivel) ঝুলিতে সৌভাগ্য ভরে দিয়েছে ! প্রসঙ্গত, থেভাম্য়ানোগারির ব্যাংক অ্য়াকাউন্টে 1 কোটি 5 লক্ষ ডলার 'ট্রান্সফার' করা হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে ৷ সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি জানতে পারে এর সাতমাস পর ৷ আর এখন সেই ঘটনাই সংবাদমাধ্যমের দৌলতে প্রকাশ্যে চলে এসেছে ৷
আরও পড়ুন: 800 বিমান বাতিল করল লুফথানসা, বিপাকে লক্ষাধিক যাত্রী
সংশ্লিষ্ট সংস্থার (Crypto.com) পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলাকে তাঁর প্রাপ্য টাকা ফেরত পাঠানোর সময় 100 ডলারের বদলে ভুল করে 1 কোটি 5 লক্ষ ডলার টাইপ হয়ে গিয়েছিল ! সেই কারণেই রাতারাতি কুবেরের ধনের সন্ধান পান তিনি ! তবে, কর্তৃপক্ষকে পুরো ঘটনা জানানোর বদলে থেভাম্য়ানোগারি সেই টাকা নিজের মতো করে খরচ করেন ৷ 'পড়ে পাওয়া এই চোদ্দআনা'র দৌলতেই বিরাট একটি বাড়ি কেনেন তিনি ৷
এদিকে, ভুলের খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে ক্রিপ্টো.কম কর্তৃপক্ষ ৷ চলতি বছরেই এ নিয়ে আদালতে মামলা রুজু করে তারা ৷ আদালত সঙ্গে সঙ্গে থেভাম্য়ানোগারির সেই ব্যাংক অ্য়াকাউন্টটি 'ফ্রিজ' করার নির্দেশ দেয়, যেটিতে টাকা 'ট্রান্সফার' করা হয়েছিল ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ কারণ, বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর বহু আগেই ওই মহিলা প্রাপ্ত টাকার অধিকাংশ অন্য অ্য়াকাউন্টে 'ট্রান্সফার' করে নেন ৷
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মেলবোর্নের উত্তরে ক্রেগিবার্ন (Craigieburn) অঞ্চলে তাঁর নতুন বাড়িটি কেনেন থেভাম্য়ানোগারি ৷ সেই বাড়িতে অন্য়ান্য অত্যাধুনিক বিভিন্ন সুবিধা ও বিলাসবহুল পরিকাঠামোর পাশাপাশি চারটি শোওয়ার ঘরও রয়েছে ৷ বাড়িটি কেনার পর সেটি নিজের বোনের নামে 'ট্রান্সফার' করে দেন থেভাম্য়ানোগারি ৷ যিনি আদতে মালয়েশিয়ার বাসিন্দা ৷
সূত্রের খবর, এই ঘটনার পর ক্রিপ্টো.কম কর্তৃপক্ষ বহুবার ওই মহিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ৷ কিন্তু, তিনি সংস্থার কোনও মেইলের জবাব দেননি ৷ কেবলমাত্র তাঁর আইনজীবী একটি জবাবি মেইলে লেখেন, 'পেয়েছি, ধন্যবাদ !' এই পরিস্থিতিতে আদালত নির্দেশ দেয়, বেহাত হওয়া টাকা আদায় করতে প্রয়োজনে থেভাম্য়ানোগারির কেনা বিলাসবহুল প্রাসাদটি বিক্রি করে দিতে পারে ক্রিপ্টো.কম কর্তৃপক্ষ ৷ তবে, এ নিয়ে ওই সংস্থার তরফে কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷