ETV Bharat / international

UNHCR Report : সংঘর্ষে বাস্তুচ্যুত বিশ্বের 10 কোটি মানুষ, মানব ইতিহাসে সর্বোচ্চ - Conflicts displace over 1 percent of humanity

রাষ্ট্রসংঘের শরণার্থী শাখার রিপোর্টে বলা হয়েছে বিশ্বজুড়ে বর্তমানে গৃহহীন বা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 কোটিরও বেশি (conflicts displace over 100 million people)

UN Report on human displacement
বাস্তুচ্যুত বিশ্বের 10 কোটি মানুষ
author img

By

Published : May 23, 2022, 9:27 PM IST

নয়াদিল্লি, 23 মে : 'রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়' ৷ বাংলায় এটি একটি প্রচলিত প্রবাদ ৷ যুদ্ধের ভয়াবহতা, বিপন্নতা বোঝাতে এই প্রবাদ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ৷ কিন্তু বিভিন্ন দেশে একের পর এক সংঘর্ষ, দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ বাস্তবে মানবজাতিকে কোন অভূতপূর্ব সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে তার এক নিদারুণ তথ্য উঠে এসেছে রাষ্ট্রসংঘের এক রিপোর্টে ৷ সোমবার প্রকাশিত হয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী শাখার (ইউএনএইচসিআর) একটি রিপোর্ট, যেখানে বলা হয়েছে বিশ্বজুড়ে বর্তমানে গৃহহীন বা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 কোটিরও বেশি, যা এখনও পর্যন্ত মানব ইতিহাসে সর্বোচ্চ (Conflicts displace over 1 percent of humanity) ৷

রিপোর্টে বলছে, যুদ্ধ (যার মধ্যে সাম্প্রতিক ইউক্রেন সংঘর্ষও রয়েছে) হিংসা, মানবাধিকার লঙ্ঘন, ধর্মের কারণে অত্যাচারিত ইত্যাদি নানা কারণে গৃহহীন বা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা পৌঁছে গিয়েছে 10 কোটিতে ৷ যা মিশরের জনসংখ্যার সমান ৷ বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে মিশর 14 নম্বর স্থানে রয়েছে ৷ ইউএনএইচসিআর এর এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, বিশ্বে সংঘর্ষের মাঝে পড়ে গৃহহীন মানুষের সংখ্যা আরও বাড়ছে ৷

আরও পড়ুন : একঘরে রাশিয়া, পুতিনের থেকে ডিসকাউন্টে তেল কিনবে চিন !

এদিনই প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এর অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে আরও জটিল ও অকল্পনীয় ঝুঁকির পরিস্থিতি তৈরি হচ্ছে, যা শান্তি ও সহাবস্থানের পরিবেশের পরিপন্থী ৷ ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তেই নিরাপত্তাহীনতার এই বিষয়টি জোরালো ভাবে প্রকট হচ্ছে ৷

ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, 10 কোটির এই সংখ্যা একটি ভয়াবহ ও উদ্বেগের বিষয়, এই রেকর্ড তৈরি হওয়া উচিত ছিল না ৷ সংঘর্ষ, ধ্বংসের এই পরিবেশ রুখতে এবার সকলের এবার ঘুম থেকে জেগে ওঠার সময় এসেছে ৷ নিরীহ মানুষের এভাবে ঘরছাড়া হওয়ার বিষয়টি নিয়ে সকলের ভাবা উচিত ৷

নয়াদিল্লি, 23 মে : 'রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়' ৷ বাংলায় এটি একটি প্রচলিত প্রবাদ ৷ যুদ্ধের ভয়াবহতা, বিপন্নতা বোঝাতে এই প্রবাদ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ৷ কিন্তু বিভিন্ন দেশে একের পর এক সংঘর্ষ, দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ বাস্তবে মানবজাতিকে কোন অভূতপূর্ব সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে তার এক নিদারুণ তথ্য উঠে এসেছে রাষ্ট্রসংঘের এক রিপোর্টে ৷ সোমবার প্রকাশিত হয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী শাখার (ইউএনএইচসিআর) একটি রিপোর্ট, যেখানে বলা হয়েছে বিশ্বজুড়ে বর্তমানে গৃহহীন বা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 কোটিরও বেশি, যা এখনও পর্যন্ত মানব ইতিহাসে সর্বোচ্চ (Conflicts displace over 1 percent of humanity) ৷

রিপোর্টে বলছে, যুদ্ধ (যার মধ্যে সাম্প্রতিক ইউক্রেন সংঘর্ষও রয়েছে) হিংসা, মানবাধিকার লঙ্ঘন, ধর্মের কারণে অত্যাচারিত ইত্যাদি নানা কারণে গৃহহীন বা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা পৌঁছে গিয়েছে 10 কোটিতে ৷ যা মিশরের জনসংখ্যার সমান ৷ বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে মিশর 14 নম্বর স্থানে রয়েছে ৷ ইউএনএইচসিআর এর এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, বিশ্বে সংঘর্ষের মাঝে পড়ে গৃহহীন মানুষের সংখ্যা আরও বাড়ছে ৷

আরও পড়ুন : একঘরে রাশিয়া, পুতিনের থেকে ডিসকাউন্টে তেল কিনবে চিন !

এদিনই প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই এর অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে আরও জটিল ও অকল্পনীয় ঝুঁকির পরিস্থিতি তৈরি হচ্ছে, যা শান্তি ও সহাবস্থানের পরিবেশের পরিপন্থী ৷ ধীরে ধীরে বিশ্বের নানা প্রান্তেই নিরাপত্তাহীনতার এই বিষয়টি জোরালো ভাবে প্রকট হচ্ছে ৷

ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, 10 কোটির এই সংখ্যা একটি ভয়াবহ ও উদ্বেগের বিষয়, এই রেকর্ড তৈরি হওয়া উচিত ছিল না ৷ সংঘর্ষ, ধ্বংসের এই পরিবেশ রুখতে এবার সকলের এবার ঘুম থেকে জেগে ওঠার সময় এসেছে ৷ নিরীহ মানুষের এভাবে ঘরছাড়া হওয়ার বিষয়টি নিয়ে সকলের ভাবা উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.