ওয়াশিংটন, 5 ফেব্রুয়ারি: সন্দেহভাজন চিনে গুপ্তচর বেলুনটিকে নামিয়ে আনল জো বাইডেন সরকার ৷ শনিবার বিকেল নাগাদ মার্কিন সামরিক বাহিনী আমেরিকার আকাশে ভাসতে থাকা বেলুনটিকে গুলি করে সমুদ্রে নামায় ৷ প্রতিরক্ষা সচিব লায়লড অস্টিন একটি বিবৃতিতে জানিয়েছেন, আমেরিকার আকাশে পিপল'স রিপাবলিক অফ চায়নার নজরদারি চালানো বেলুন উড়ছিল ৷ তাকে নামিয়ে আনার নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তা মেনে 58 হাজার ফুট উচ্চতায় থাকা বেলুনটিকে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ক্যারোলিনার (South Carolina sea coast) সমুদ্রতটে নামিয়ে আনে ৷ চিনের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বেলুনটি আমেরিকার গোপন তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আমেরিকার আকাশে ঘুরছিল ৷ এছাড়া বেলুনটির নীচে বিশাল এলাকাজুড়ে বসবাসকারী মানুষের প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল ৷ তাই এই পদক্ষেপ ৷ এদিকে চিন এই ঘটনাকে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন বলে আমেরিকার বিরুদ্ধে পালটা অভিযোগ করেছে ৷ বিশ্বের দু'টি শক্তিশালী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কিছুটা হলেও চিড় ধরেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷
মার্কিন আকাশে বেলুনের গতিবিধি
মার্কিন প্রতিরক্ষা সূত্রের খবর, 28 জানুয়ারি প্রথম বেলুনটিকে আমেরিকার আকাশে দেখা যায় ৷ সেটি অ্যালিউটিয়ান দ্বীপের উত্তরে মার্কিন ডিফেন্স জোনে ঢুকে পড়ে ৷ 30 জানুয়ারি বেলুনটি ভাসতে ভাসতে উত্তর-পশ্চিম দিকে আলাস্কা এবং তারপর কানাডার আকাশে চলে যায় ৷ পরের দিন ফের আমেরিকার আকাশে ফিরে আসে ৷ 31 জানুয়ারি, মঙ্গলবার বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে (President Joe Biden) জানানো হয় ৷ আমেরিকা নিশ্চিত, এই বেলুনটি চিনের পাঠানো এবং তা গুপ্তচরবৃত্তির কাজ করছে ৷ এতে কোনও সন্দেহ নেই ৷ এমনকী তার জন্য অ্যান্টনি ব্লিনকেন (Secretary Antony Blinken) তাঁর চিন সফর বাতিল করেছেন ৷ বুধবার বেলুন নিয়ে ওয়াশিংটনে চিনের উচ্চাধিকারিকের সঙ্গে কথা বলেন সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন ও ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমান ৷
চিন যদিও বার বার দাবি করেছে, এটি সাধারণ অসামরিক এয়ারশিপ ৷ আবহাওয়া সংক্রান্ত গবেষণা এবং তথ্য সংগ্রহ এর কাজ ৷ হাওয়ায় উড়ে এটি কোনও ভাবে আমেরিকার আকাশে ঢুকে পড়েছে ৷ এদিকে পেন্টাগনের (The Pentagon) দাবি, ওই বেলুনে সেনসর, নজরদারি চালানোর যন্ত্রপাতি আছে ৷ বেলুনটি মনটানার আকাশে উড়ছিল ৷ যার নীচেই আমেরিকার সামরিক ঘাঁটি এবং মিসাইল ক্ষেত্র ৷ শনিবার দুপুরে বেলুনটিকে লক্ষ্য করে আমেরিকার ভার্জিনিয়ার ল্যাংগলে এয়ার ফোর্স বেস (Langley Air Force Base) থেকে ফাইটার জেট এফ-22 এআইএম-9এক্স সাইডউইন্ডার মিসাইল ছোড়ে ৷ 58 হাজার ফুট উচ্চতায় থাকা বেলুনটি আটলান্টিকের দক্ষিণ ক্যারোলিনার সমুদ্রতটে নেমে আসে ৷ এই দৃশ্যটি আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত করা হয় ৷ এবার সমুদ্র থেকে বেলুনের ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে নেমেছে আমেরিকার সেনাবাহিনী ৷
আরও পড়ুন: মার্কিন মুলুকের পর 'চিনের গুপ্তচর' বেলুন হানা দিল লাতিন আমেরিকায়