ETV Bharat / international

Chinese Spy Balloon Targets India: ভারত-সহ বহু দেশের সামরিক সম্পদের তথ্য সংগ্রহ করেছে চিনা গুপ্তচর বেলুন ! - চিনা গুপ্তচর বেলুনের নিশানায় ভারত

ভারত-সহ বহু দেশকে নিশানা করে তাদের সামরিক সম্পদের তথ্য সংগ্রহ করেছে চিনা গুপ্তচর বেলুন (Chinese Spy Balloon Targets India)৷ এমনই দাবি করে এই দেশগুলিকে সতর্ক করল আমেরিকা (Chinese spy balloons targeted several countries)৷

Chinese Spy Balloon Targets India ETV Bharat
চিনা গুপ্তচর বেলুন
author img

By

Published : Feb 8, 2023, 1:31 PM IST

ওয়াশিংটন, 8 ফেব্রুয়ারি: ভারত ও জাপান-সহ বেশ কয়েকটি দেশকে নিশানা করে গুপ্তচর বেলুন (Chinese Spy Balloon Targets India) ব্যবহার করেছে চিন ৷ মার্কিন সামরিক বাহিনী দেশের সংবেদনশীল জায়গার উপর ভাসমান চিনা নজরদারি বেলুনকে গুলি করার কয়েকদিনের মধ্যে এমনটা দাবি করা হল মার্কিন সংবাদমাধ্যমের একটি রিপোর্টে (Chinese spy balloons targeted several countries)৷

40 মিত্র দেশকে সতর্ক করল আমেরিকা: শনিবার আটলান্টিক মহাসাগরে দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একটি যুদ্ধবিমান থেকে গুলি চালানো হয় চিনা নজরদারি বেলুনের উপর ৷ এরপরেই ভারত-সহ অন্যান্য মিত্র দেশগুলিকে সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, চিনা গুপ্তচর বেলুনের নিশানায় ছিল আরও বেশকিছু দেশ ৷ সোমবার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান সে দেশের প্রায় 40টি দূতাবাসের কর্মকর্তাদের এ বিষয়ে জানান ৷

চিনা বেলুন অন্য দেশের সামরিক সম্পদের তথ্য সংগ্রহ করেছে: বেলুনের মাধ্যমে নজরদারির প্রচেষ্টা, যা আংশিকভাবে চিনের দক্ষিণ উপকূলের হাইনান প্রদেশের বাইরে বেশ কয়েক বছর ধরে পরিচালিত হচ্ছে, তা এ বার জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান এবং ফিলিপিন্সের মতো চিনের কৌশলগত স্বার্থের দেশ এবং ক্ষেত্রগুলি থেকে সামরিক সম্পদের তথ্য সংগ্রহ করেছে ৷ মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে ৷ প্রতিবেদনটি বেশ কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা এবং গোয়েন্দা আধিকারিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: আমেরিকার মিসাইলে আটলান্টিকে চিনে-গুপ্তচর বেলুন ! পালটা অভিযোগ বেজিংয়ের

'এ ভাবে অন্যান্য দেশের সার্বভৌমত্বও লঙ্ঘন করা হয়েছে': ওই প্রতিবেদনে আধিকারিকরা বলেছেন যে, চিনের পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) বায়ুসেনা দ্বারা পরিচালিত এই নজরদারি বায়ুযানগুলি পাঁচটি মহাদেশে দেখা গিয়েছে ৷ একজন শীর্ষ প্রতিরক্ষা আধিকারিককে উদ্ধৃত করে লেখা হয়েছে, "এই বেলুনগুলি সমস্ত পিআরসি (পিপলস রিপাবলিক অফ চায়না) বেলুনগুলির একটি অংশ যা, নজরদারি অভিযান পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে ৷ এটি অন্যান্য দেশের সার্বভৌমত্বও লঙ্ঘন করেছে ৷"

এর আগেও দেখা গিয়েছে চিনা গুপ্তচর বেলুন: দৈনিক পত্রিকা আরও লিখেছে, গত সপ্তাহে ট্র্যাক করা চিনা গুপ্তচর বেলুন ছাড়াও সাম্প্রতিক বছরগুলিতে হাওয়াই, ফ্লোরিডা, টেক্সাস এবং গুয়ামে অন্তত চারটি এমন বেলুন দেখা গিয়েছে । চারটি দৃষ্টান্তের মধ্যে তিনটি ট্রাম্প প্রশাসনের সময় সংঘটিত হয়েছিল ৷ তবে সম্প্রতি চিনা নজরদারি বিমান হিসাবে তাদের চিহ্নিত করা হয়েছে ৷ পেন্টাগন মঙ্গলবার উচ্চ-উচ্চতার নজরদারি বেলুন উদ্ধারের ছবিগুলির একটি সিরিজ প্রকাশ করেছে ।

ওয়াশিংটন, 8 ফেব্রুয়ারি: ভারত ও জাপান-সহ বেশ কয়েকটি দেশকে নিশানা করে গুপ্তচর বেলুন (Chinese Spy Balloon Targets India) ব্যবহার করেছে চিন ৷ মার্কিন সামরিক বাহিনী দেশের সংবেদনশীল জায়গার উপর ভাসমান চিনা নজরদারি বেলুনকে গুলি করার কয়েকদিনের মধ্যে এমনটা দাবি করা হল মার্কিন সংবাদমাধ্যমের একটি রিপোর্টে (Chinese spy balloons targeted several countries)৷

40 মিত্র দেশকে সতর্ক করল আমেরিকা: শনিবার আটলান্টিক মহাসাগরে দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একটি যুদ্ধবিমান থেকে গুলি চালানো হয় চিনা নজরদারি বেলুনের উপর ৷ এরপরেই ভারত-সহ অন্যান্য মিত্র দেশগুলিকে সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, চিনা গুপ্তচর বেলুনের নিশানায় ছিল আরও বেশকিছু দেশ ৷ সোমবার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান সে দেশের প্রায় 40টি দূতাবাসের কর্মকর্তাদের এ বিষয়ে জানান ৷

চিনা বেলুন অন্য দেশের সামরিক সম্পদের তথ্য সংগ্রহ করেছে: বেলুনের মাধ্যমে নজরদারির প্রচেষ্টা, যা আংশিকভাবে চিনের দক্ষিণ উপকূলের হাইনান প্রদেশের বাইরে বেশ কয়েক বছর ধরে পরিচালিত হচ্ছে, তা এ বার জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান এবং ফিলিপিন্সের মতো চিনের কৌশলগত স্বার্থের দেশ এবং ক্ষেত্রগুলি থেকে সামরিক সম্পদের তথ্য সংগ্রহ করেছে ৷ মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে ৷ প্রতিবেদনটি বেশ কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা এবং গোয়েন্দা আধিকারিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: আমেরিকার মিসাইলে আটলান্টিকে চিনে-গুপ্তচর বেলুন ! পালটা অভিযোগ বেজিংয়ের

'এ ভাবে অন্যান্য দেশের সার্বভৌমত্বও লঙ্ঘন করা হয়েছে': ওই প্রতিবেদনে আধিকারিকরা বলেছেন যে, চিনের পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) বায়ুসেনা দ্বারা পরিচালিত এই নজরদারি বায়ুযানগুলি পাঁচটি মহাদেশে দেখা গিয়েছে ৷ একজন শীর্ষ প্রতিরক্ষা আধিকারিককে উদ্ধৃত করে লেখা হয়েছে, "এই বেলুনগুলি সমস্ত পিআরসি (পিপলস রিপাবলিক অফ চায়না) বেলুনগুলির একটি অংশ যা, নজরদারি অভিযান পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে ৷ এটি অন্যান্য দেশের সার্বভৌমত্বও লঙ্ঘন করেছে ৷"

এর আগেও দেখা গিয়েছে চিনা গুপ্তচর বেলুন: দৈনিক পত্রিকা আরও লিখেছে, গত সপ্তাহে ট্র্যাক করা চিনা গুপ্তচর বেলুন ছাড়াও সাম্প্রতিক বছরগুলিতে হাওয়াই, ফ্লোরিডা, টেক্সাস এবং গুয়ামে অন্তত চারটি এমন বেলুন দেখা গিয়েছে । চারটি দৃষ্টান্তের মধ্যে তিনটি ট্রাম্প প্রশাসনের সময় সংঘটিত হয়েছিল ৷ তবে সম্প্রতি চিনা নজরদারি বিমান হিসাবে তাদের চিহ্নিত করা হয়েছে ৷ পেন্টাগন মঙ্গলবার উচ্চ-উচ্চতার নজরদারি বেলুন উদ্ধারের ছবিগুলির একটি সিরিজ প্রকাশ করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.