ETV Bharat / international

বেপরোয়া বেজিং! মার্কিন ইন্টারনেটকে কাজে লাগিয়ে 'স্পাই বেলুন' চিনের - China Spy on US

Chinese Spy Balloon : বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে দাবি করা আমেরিকার ঘরে ঢুকেই তাদের উপর নজরদারি চিনের ৷ তাও আবার মার্কিন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে ৷ সম্প্রতি আমেরিকার আকাশে চিনের 'স্পাই বেলুন' ধরা পরে ৷ সেখান থেকেই এই তথ্য জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 2:19 PM IST

ওয়াশিংটন, 30 ডিসেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট প্রদানকারীর পরিষেবা ব্যবহার করেছিল চিনের নজরদারি বা গুপ্তচর বেলুন ৷ এমনটাই জানিয়েছে এক মার্কিন আধিকারিক ৷ সেদেশের সংবাদ মাধ্য়মকে উল্লেখ্য করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, 2023 সালের শুরুর দিকে মার্কিন আকাশে চিনা গুপ্তচর বেলুনকে ধ্বংস করা হয়েছিল ৷ সেটি চিনে নিজের নেভিগেশন ও অবস্থান সম্পর্কিত তথ্য পাঠানোর জন্য আমেরিকার ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর সংযোগ ব্যবহার করেছিল ৷

তবে, যে তথ্য ওই গুপ্তচর বেলুনে জমা হয়েছিল, তা চিনের কাছে পৌঁছায়নি বলে দাবি করেছেন ওই মার্কিন আধিকারিক ৷ তাঁর কথা অনুযায়ী, যেহেতু মার্কিন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছিল ওই গুপ্তচর বেলুন ৷ সেই কারণে, মার্কিন গোয়েন্দা সংস্থা দ্রুত সেটিকে ট্র্যাক করে ফেলে ৷ তাই সংগ্রহ করা তথ্যগুলি ট্রানজিটের সময় উদ্ধার করে নেয় গোয়েন্দা সংস্থা ৷ তবে, কোনও মার্কিন ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর কানেকশন ব্যবহার করেছিল চিনের সেই গুপ্তচর বেলুন ? তা খোলসা করেননি ওই আধিকারিক ৷

জানা গিয়েছে, গুপ্তচর বেলুনটি মার্কিন ইন্টারনেট ব্যবহার করে কেবলমাত্র নিজের নেভিগেশন ঠিক করে, অবস্থান জানাতে সক্ষম ছিল ৷ সেটি বেজিংয়ের কাছে সরাসরি সংগ্রহ করা নথি পাঠাতে পারত না ৷ তবে, একবার মার্কিন সীমান্ত পেরিয়ে গেলে গুপ্তচর বেলুন সরাসরি বেজিংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম ছিল এবং সংগ্রহ করা নথি দ্রুত চিনের হাতে পাঠিয়ে দিতে পারত ৷ কিন্তু, তা হওয়ার আগেই বেলুনটিকে ধ্বংস করে দেওয়া হয় মার্কিন আকাশেই ৷ তবে, প্রথমে আমেরিকার সংবাদ মাধ্যমগুলি জানিয়েছিল, বেলুনটি মার্কিন নেটওয়ার্ক ব্যবহার করে চিনের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম ছিল ৷ কিন্তু, মার্কিন গোয়েন্দা সংস্থা সেই দাবিকে খারিজ করেছে ৷

উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারি মাসে চিনের সেই গুপ্তচর বেলুনটিকে ধ্বংস করা হয় ৷ তবে, এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হয়েছিল ৷ যাতে সেই বেলুনের ভিতর থাকা ট্রানজিস্টার এবং অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত না হয় ৷ এরপর সেগুলিকে সংগ্রহ করা হয়, বিস্তারিত বিশ্লেষণের জন্য ৷ মূলত, ওই গুপ্তচর বেলুনে কী তথ্য রেকর্ড হয়েছিল ? তা জানার চেষ্টা করে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও ন্যাশনাল ইন্টেলিজেন্স ৷ কিন্তু, এ নিয়ে কোনও কথা বলতে চায়নি এই দুই গোয়েন্দা সংস্থা ৷

আরও পড়ুন:

  1. সাময়িক বিরতি নাকি যুদ্ধবিরতি, দ্বিধায় আটকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ
  2. দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বেরলেও, নিখোঁজ যুদ্ধবিমান!
  3. মহাকাশ থেকে চিনা রকেট ভেঙে পড়ল প্রশান্ত মহাসাগরে

ওয়াশিংটন, 30 ডিসেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট প্রদানকারীর পরিষেবা ব্যবহার করেছিল চিনের নজরদারি বা গুপ্তচর বেলুন ৷ এমনটাই জানিয়েছে এক মার্কিন আধিকারিক ৷ সেদেশের সংবাদ মাধ্য়মকে উল্লেখ্য করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, 2023 সালের শুরুর দিকে মার্কিন আকাশে চিনা গুপ্তচর বেলুনকে ধ্বংস করা হয়েছিল ৷ সেটি চিনে নিজের নেভিগেশন ও অবস্থান সম্পর্কিত তথ্য পাঠানোর জন্য আমেরিকার ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর সংযোগ ব্যবহার করেছিল ৷

তবে, যে তথ্য ওই গুপ্তচর বেলুনে জমা হয়েছিল, তা চিনের কাছে পৌঁছায়নি বলে দাবি করেছেন ওই মার্কিন আধিকারিক ৷ তাঁর কথা অনুযায়ী, যেহেতু মার্কিন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছিল ওই গুপ্তচর বেলুন ৷ সেই কারণে, মার্কিন গোয়েন্দা সংস্থা দ্রুত সেটিকে ট্র্যাক করে ফেলে ৷ তাই সংগ্রহ করা তথ্যগুলি ট্রানজিটের সময় উদ্ধার করে নেয় গোয়েন্দা সংস্থা ৷ তবে, কোনও মার্কিন ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর কানেকশন ব্যবহার করেছিল চিনের সেই গুপ্তচর বেলুন ? তা খোলসা করেননি ওই আধিকারিক ৷

জানা গিয়েছে, গুপ্তচর বেলুনটি মার্কিন ইন্টারনেট ব্যবহার করে কেবলমাত্র নিজের নেভিগেশন ঠিক করে, অবস্থান জানাতে সক্ষম ছিল ৷ সেটি বেজিংয়ের কাছে সরাসরি সংগ্রহ করা নথি পাঠাতে পারত না ৷ তবে, একবার মার্কিন সীমান্ত পেরিয়ে গেলে গুপ্তচর বেলুন সরাসরি বেজিংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম ছিল এবং সংগ্রহ করা নথি দ্রুত চিনের হাতে পাঠিয়ে দিতে পারত ৷ কিন্তু, তা হওয়ার আগেই বেলুনটিকে ধ্বংস করে দেওয়া হয় মার্কিন আকাশেই ৷ তবে, প্রথমে আমেরিকার সংবাদ মাধ্যমগুলি জানিয়েছিল, বেলুনটি মার্কিন নেটওয়ার্ক ব্যবহার করে চিনের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম ছিল ৷ কিন্তু, মার্কিন গোয়েন্দা সংস্থা সেই দাবিকে খারিজ করেছে ৷

উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারি মাসে চিনের সেই গুপ্তচর বেলুনটিকে ধ্বংস করা হয় ৷ তবে, এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হয়েছিল ৷ যাতে সেই বেলুনের ভিতর থাকা ট্রানজিস্টার এবং অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত না হয় ৷ এরপর সেগুলিকে সংগ্রহ করা হয়, বিস্তারিত বিশ্লেষণের জন্য ৷ মূলত, ওই গুপ্তচর বেলুনে কী তথ্য রেকর্ড হয়েছিল ? তা জানার চেষ্টা করে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও ন্যাশনাল ইন্টেলিজেন্স ৷ কিন্তু, এ নিয়ে কোনও কথা বলতে চায়নি এই দুই গোয়েন্দা সংস্থা ৷

আরও পড়ুন:

  1. সাময়িক বিরতি নাকি যুদ্ধবিরতি, দ্বিধায় আটকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ
  2. দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বেরলেও, নিখোঁজ যুদ্ধবিমান!
  3. মহাকাশ থেকে চিনা রকেট ভেঙে পড়ল প্রশান্ত মহাসাগরে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.