ETV Bharat / international

Chandrayaan-3 Mission: চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি 'বিক্রম'! বিস্ফোরক দাবি চিনের বিজ্ঞানীর - Chinese scientist

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি ভারতের চন্দ্রযান-3 ৷ চাঁদের মেরু অঞ্চল থেকে প্রায় 619 কিলোমিটার দূরে নেমেছে ল্যান্ডার 'বিক্রম', যাকে কোনওভাবেই চাঁদের দক্ষিণ মেরু বলা যায়না, দাবি চিনের মহাকাশ বিজ্ঞানীর ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 6:47 PM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: ভারতের চন্দ্রযান-3 অভিযানের সাফল্য নিয়ে এখনও আলোচনা চলছে দেশ-বিদেশের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা ও বিজ্ঞানীদের মধ্যে ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতের পাঠানো চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম ৷ দেশের মহাকাশ গবেষণা সংস্থার ইসরো এই সাফল্য নিয়ে দেশ-বিদেশে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা ৷ কিন্তু এবার ইসরোর এই সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন চিনের এক মহাকাশ বিজ্ঞানী ৷ চন্দ্রযান-3 আদৌ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পেরেছে কি না তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অউইয়াং জিউয়ান নামে ওই মহাকাশ বিজ্ঞানী ৷

গত 14 জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় চন্দ্রযান-3 ৷ 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম ৷ কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই চিনা প্রবীণ মহাকাশ বিজ্ঞানী দাবি করেছেন, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি ভারতের পাঠানো চন্দ্রযান ৷ চিনের মহাকাশ বিজ্ঞানী অউইয়াং জিউয়ানকে চিনের চন্দ্রাভিযানের প্রাণ পুরুষ বলা হয় ৷ চিনের প্রতিটি চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত এই প্রবীণ বিজ্ঞানী ৷ সম্প্রতি সায়েন্স টাইমস সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে চিনের এই মহাকাশ বিজ্ঞানী বলেন, "চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি ৷ এমনকি চাঁদের দক্ষিণ মেরুর কাছেও পৌঁছতে পারেনি এই চন্দ্রযানটি ৷" চিনের অ্যাকাডেমি অফ সায়েন্সের সদস্য এই মহাকাশ বিজ্ঞানী ৷

কিন্তু কেন এমন দাবি করলেন এই অউইয়াং জিউয়ান নামে ওই বিজ্ঞানী ?

তাঁর এই দাবির স্বপক্ষে বিক্রমের অবতরণস্থলের প্রাকৃতিক অঞ্চলের বিভিন্ন গাণিতিক হিসেব (Geographical Coordinates) তুলে ধরেছেন এই চিনা মহাকাশ বিজ্ঞানী ৷ তাঁর দাবি, চাঁদের দক্ষিণ অংশের 69 ডিগ্রি অক্ষাংশকে কখনই চাঁদের দক্ষিণ মেরু বলা যায় না ৷ কারণ চাঁদের দক্ষিণ ভাগের 88.5 থেকে 90 ডিগ্রি অক্ষাংশ চাঁদের দক্ষিণ মেরু হিসেবে পরিচিত ৷ তাই বিক্রমের অবতরণ স্থলকে কখনও চাঁদের দক্ষিণ মেরু বলা যায় না ৷ কারণ বিক্রমের অবতরণস্থল থেকে চাঁদের দক্ষিণ মেরু অনেক দূরে অবস্থিত ৷ তাঁর দাবি, চাঁদের মেরু অঞ্চল থেকে প্রায় 619 কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্রযানের অবতরণ স্থল ৷ এমনকি চিনের এই সংবাদপত্র অউইয়াং জিউয়ানের দাবির স্বপক্ষে অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকিউরি ইউনিভার্সিটিস স্কুল অফ ম্যাথামেটিক্যাল অযান্ড ফিজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক রিচার্ড দে গ্রিজের বক্তব্যও তুলে ধরেছে ৷ এই অধ্যাপক আগেই দাবি করেছিলেন চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুর বাইরে অবতরণ করেছে ৷

আরও পড়ুন: ইসরোর চেষ্টাতেও ঘুম ভাঙল না বিক্রম-প্রজ্ঞানের, হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা

এক্ষেত্রে উল্লেখ্য, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা'ও চাঁদের দক্ষিণ ভাগের 88.5 থেকে 90 ডিগ্রি অক্ষাংশকেই চাঁদের দক্ষিণ মেরু বলে দাবি করে থাকে ৷ এই তথ্য সত্যি হলে 'বিক্রম' চাঁদের দক্ষিণ মেরুর বাইরে অবতরণ করেছে, কিন্তু তা আগের অন্যান্য চন্দ্রাভিযানগুলির তুলনায় দক্ষিণ মেরুর অনেক কাছে ৷

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: ভারতের চন্দ্রযান-3 অভিযানের সাফল্য নিয়ে এখনও আলোচনা চলছে দেশ-বিদেশের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা ও বিজ্ঞানীদের মধ্যে ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতের পাঠানো চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম ৷ দেশের মহাকাশ গবেষণা সংস্থার ইসরো এই সাফল্য নিয়ে দেশ-বিদেশে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা ৷ কিন্তু এবার ইসরোর এই সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন চিনের এক মহাকাশ বিজ্ঞানী ৷ চন্দ্রযান-3 আদৌ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পেরেছে কি না তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অউইয়াং জিউয়ান নামে ওই মহাকাশ বিজ্ঞানী ৷

গত 14 জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় চন্দ্রযান-3 ৷ 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম ৷ কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই চিনা প্রবীণ মহাকাশ বিজ্ঞানী দাবি করেছেন, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি ভারতের পাঠানো চন্দ্রযান ৷ চিনের মহাকাশ বিজ্ঞানী অউইয়াং জিউয়ানকে চিনের চন্দ্রাভিযানের প্রাণ পুরুষ বলা হয় ৷ চিনের প্রতিটি চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত এই প্রবীণ বিজ্ঞানী ৷ সম্প্রতি সায়েন্স টাইমস সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে চিনের এই মহাকাশ বিজ্ঞানী বলেন, "চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি ৷ এমনকি চাঁদের দক্ষিণ মেরুর কাছেও পৌঁছতে পারেনি এই চন্দ্রযানটি ৷" চিনের অ্যাকাডেমি অফ সায়েন্সের সদস্য এই মহাকাশ বিজ্ঞানী ৷

কিন্তু কেন এমন দাবি করলেন এই অউইয়াং জিউয়ান নামে ওই বিজ্ঞানী ?

তাঁর এই দাবির স্বপক্ষে বিক্রমের অবতরণস্থলের প্রাকৃতিক অঞ্চলের বিভিন্ন গাণিতিক হিসেব (Geographical Coordinates) তুলে ধরেছেন এই চিনা মহাকাশ বিজ্ঞানী ৷ তাঁর দাবি, চাঁদের দক্ষিণ অংশের 69 ডিগ্রি অক্ষাংশকে কখনই চাঁদের দক্ষিণ মেরু বলা যায় না ৷ কারণ চাঁদের দক্ষিণ ভাগের 88.5 থেকে 90 ডিগ্রি অক্ষাংশ চাঁদের দক্ষিণ মেরু হিসেবে পরিচিত ৷ তাই বিক্রমের অবতরণ স্থলকে কখনও চাঁদের দক্ষিণ মেরু বলা যায় না ৷ কারণ বিক্রমের অবতরণস্থল থেকে চাঁদের দক্ষিণ মেরু অনেক দূরে অবস্থিত ৷ তাঁর দাবি, চাঁদের মেরু অঞ্চল থেকে প্রায় 619 কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্রযানের অবতরণ স্থল ৷ এমনকি চিনের এই সংবাদপত্র অউইয়াং জিউয়ানের দাবির স্বপক্ষে অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকিউরি ইউনিভার্সিটিস স্কুল অফ ম্যাথামেটিক্যাল অযান্ড ফিজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক রিচার্ড দে গ্রিজের বক্তব্যও তুলে ধরেছে ৷ এই অধ্যাপক আগেই দাবি করেছিলেন চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুর বাইরে অবতরণ করেছে ৷

আরও পড়ুন: ইসরোর চেষ্টাতেও ঘুম ভাঙল না বিক্রম-প্রজ্ঞানের, হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা

এক্ষেত্রে উল্লেখ্য, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা'ও চাঁদের দক্ষিণ ভাগের 88.5 থেকে 90 ডিগ্রি অক্ষাংশকেই চাঁদের দক্ষিণ মেরু বলে দাবি করে থাকে ৷ এই তথ্য সত্যি হলে 'বিক্রম' চাঁদের দক্ষিণ মেরুর বাইরে অবতরণ করেছে, কিন্তু তা আগের অন্যান্য চন্দ্রাভিযানগুলির তুলনায় দক্ষিণ মেরুর অনেক কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.