বেজিং, 12 মে : চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ চিনের টিবেট এয়ারলায়েন্সের একটি যাত্রীবাহী বিমান ওড়বার সময় পিছলে গিয়ে রানওয়ে থেকে সরে যায় এবং তাতে আগুন লেগে যায় ৷ যাত্রী ও বিমানকর্মী সমেত মোট 122 জন ছিলেন ওই বিমানটিতে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় 40 জনেরও বেশি মানুষ জখম হয়েছেন ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দেশের দক্ষিণ পশ্চিমে চংগকিংগ শহরে (China's Tibet Airlines skidded off the runway and caught fire injuring several) ৷
টিবেট এয়ারলায়েন্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি চংগকিংগ থেকে টিবেট অটোনোমাস রিজিয়নের নিনগচিতে (Chongqing to Nyingchi in Tibet Autonomous Region) যাচ্ছিল ৷ 113 জন যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপদে বের করে আনা হয়েছে ৷ চিনের একটি সংবাদমাধ্যম অনুযায়ী, আহতদের ক্ষত খুব একটা জোরালো নয় ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন : Chinese Airline Crash Update : চিনে ভেঙে পড়া বিমানের 132 জনের কেউই বেঁচে নেই !
চিনের সেন্ট্রাল টেলিভিশনের (China Central Television, CCTV) প্রকাশিত একটি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, চংগকিংগ জিয়াংবেই বিমানবন্দরের (Chongqing Jiangbei international airport) টারমাকে টিবেট এয়ারলায়েন্সের বিমানটি জ্বলছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে ৷ মানুষজন ভয়ে পালাচ্ছে ৷ সিসিটিভি জানিয়েছে, আগুন নিভিয়ে রানওয়েটি বন্ধ রাখা হয়েছে ৷ কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত করছে এয়ারলায়েন্স সংস্থা ৷
এর আগে 21 মার্চ তেংজিয়ান শহরে বোয়িং 737 এয়ারক্রাফ্ট ভেঙে 132 জনের মৃত্যু হয় ৷ এঁদের মধ্যে 9 জন বিমানকর্মী ছিলেন ৷ এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার বিমান দুর্ঘটনার কবলে চিন ৷