ETV Bharat / international

বিদেশি ভূমির এক ইঞ্চিও দখল করেনি চিন, অ্যাপেকের নৈশভোজে দাবি জিনপিংয়ের - শি জিনপিং

Xi Jinping on China policy: বিদেশের কোনও ভূমির এক ইঞ্চিও দখল করেনি চিন ৷ কোনও যুদ্ধ বা সংঘাতেও প্ররোচনা দেয়নি এই দেশ ৷ অ্যাপেকের ফাঁকে একটি নৈশভোজে এই দাবি শি জিনপিংয়ের ৷

Xi Jinping on China policy
শি জিনপিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 5:14 PM IST

সান ফ্রান্সিসকো, 17 নভেম্বর: তাঁর দেশ কোনও সংঘাতে বা যুদ্ধে প্ররোচনা দেয়নি ৷ বৃহস্পতিবার (স্থানীয় সময়) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি নৈশভোজে এমনই দাবি করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ তাঁর আরও দাবি, বিদেশি জমির এক ইঞ্চিও দখল করেনি চিন । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই এই মন্তব্য করলেন চিনা প্রেসিডেন্ট ৷ চলতি বছরে তাঁদের মধ্যে হওয়া প্রথম বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানই উত্তেজনা কমানোর অঙ্গীকার করেছেন ।

আমেরিকা-চিন বিজনেস কাউন্সিল এবং আমেরিকা-চিন রিলেশনসের জাতীয় কমিটি দ্বারা আয়োজিত অনুষ্ঠানে শি জিনপিং-এর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ শি দাবি করেছেন যে, "গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পর থেকে 70 বছর বা তারও বেশি সময় ধরে, চিন কোনও সংঘাত বা যুদ্ধে প্ররোচনা দেয়নি বা বিদেশি এক ইঞ্চি জমি দখল করেনি ।" জিনপিং-এর সঙ্গে বৈঠকের সময় বাইডেন জিনজিয়াং, তিব্বত এবং হংকং-এ চিনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ।

হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মানবাধিকারের সর্বজনীনতা এবং তাদের আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতিকে সম্মান করার জন্য সমস্ত জাতির দায়িত্বের উপর জোর দেন । তিনি জিনজিয়াং, তিব্বত এবং হংকং-এ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ উল্লেখ্য, 2020 সালে অতিমারি শুরু হয়েছিল, আর ওই একই বছর গলওয়ানে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল ।

2020 সালের মে থেকে, যখন চিনা সৈন্যরা পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি-তে স্থিতাবস্থাকে আক্রমণাত্মকভাবে পরিবর্তন করার চেষ্টা করেছিল, তখন উভয় পক্ষকে পেট্রোলিং পয়েন্ট 15-এর কাছে তার অগ্রবর্তী অবস্থানে মোতায়েন করা হয়েছে ৷ যা গলওয়ান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে একটি ফ্রিকশন পয়েন্ট হিসাবে দেখা দিয়েছিল । এলএসি-তে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের কোনও প্রচেষ্টা ঠেকাতে 50,000 এরও বেশি ভারতীয় সৈনিক এলএসি বরাবর অগ্রবর্তী পোস্টে উন্নত অস্ত্র-সহ 2020 সাল থেকে মোতায়েন রয়েছে ।

আরও পড়ুন:

  1. অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তের ওপারে সেনা ঘাঁটি চিনের
  2. চিনে ইজরায়েল দূতাবাসের কর্মীর উপর হামলা, অস্বীকার বেজিংয়ের

সান ফ্রান্সিসকো, 17 নভেম্বর: তাঁর দেশ কোনও সংঘাতে বা যুদ্ধে প্ররোচনা দেয়নি ৷ বৃহস্পতিবার (স্থানীয় সময়) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি নৈশভোজে এমনই দাবি করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ তাঁর আরও দাবি, বিদেশি জমির এক ইঞ্চিও দখল করেনি চিন । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই এই মন্তব্য করলেন চিনা প্রেসিডেন্ট ৷ চলতি বছরে তাঁদের মধ্যে হওয়া প্রথম বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানই উত্তেজনা কমানোর অঙ্গীকার করেছেন ।

আমেরিকা-চিন বিজনেস কাউন্সিল এবং আমেরিকা-চিন রিলেশনসের জাতীয় কমিটি দ্বারা আয়োজিত অনুষ্ঠানে শি জিনপিং-এর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ শি দাবি করেছেন যে, "গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পর থেকে 70 বছর বা তারও বেশি সময় ধরে, চিন কোনও সংঘাত বা যুদ্ধে প্ররোচনা দেয়নি বা বিদেশি এক ইঞ্চি জমি দখল করেনি ।" জিনপিং-এর সঙ্গে বৈঠকের সময় বাইডেন জিনজিয়াং, তিব্বত এবং হংকং-এ চিনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ।

হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মানবাধিকারের সর্বজনীনতা এবং তাদের আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতিকে সম্মান করার জন্য সমস্ত জাতির দায়িত্বের উপর জোর দেন । তিনি জিনজিয়াং, তিব্বত এবং হংকং-এ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ উল্লেখ্য, 2020 সালে অতিমারি শুরু হয়েছিল, আর ওই একই বছর গলওয়ানে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল ।

2020 সালের মে থেকে, যখন চিনা সৈন্যরা পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি-তে স্থিতাবস্থাকে আক্রমণাত্মকভাবে পরিবর্তন করার চেষ্টা করেছিল, তখন উভয় পক্ষকে পেট্রোলিং পয়েন্ট 15-এর কাছে তার অগ্রবর্তী অবস্থানে মোতায়েন করা হয়েছে ৷ যা গলওয়ান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে একটি ফ্রিকশন পয়েন্ট হিসাবে দেখা দিয়েছিল । এলএসি-তে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের কোনও প্রচেষ্টা ঠেকাতে 50,000 এরও বেশি ভারতীয় সৈনিক এলএসি বরাবর অগ্রবর্তী পোস্টে উন্নত অস্ত্র-সহ 2020 সাল থেকে মোতায়েন রয়েছে ।

আরও পড়ুন:

  1. অরুণাচল প্রদেশে ভারতের সীমান্তের ওপারে সেনা ঘাঁটি চিনের
  2. চিনে ইজরায়েল দূতাবাসের কর্মীর উপর হামলা, অস্বীকার বেজিংয়ের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.