ন্যাশভিল (মার্কিন যুক্তরাষ্ট্র), 27 মার্চ: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা ৷ সোমবার ন্যাশভিল শহরে শিশুদের একটি কনভেন্ট স্কুলে হামলা চালাল এক বন্দুকবাজ ৷ পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আততায়ীর মৃত্যু হলেও ততক্ষণে তিন শিশুর প্রাণ চলে গিয়েছে ৷ প্রত্যেকেরই বন্দুকের গুলিতে প্রাণ গিয়েছে বলে খবর ৷ গুরুতর জখম অবস্থায় গুলিবিদ্ধ তিন পড়ুয়াকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি (Children killed in shooting at Nashville private school in US) ৷ ঘটনায় আর কোনও শিশু পড়ুয়ার জখম হওয়ার খবর এখনও পর্যন্ত নেই ৷
ঘটনার অনতিপরেই বন্দুকবাজ আততায়ীর মৃত্যু হওয়ায় পুলিশি নিরাপত্তায় স্কুল থেকে নিরাপদে অভিভাবকদের হেফাজতে পৌঁছে দেওয়া হয় বাকি পড়ুয়াদের ৷ তবে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু নাকি ওই বন্দুকবাজ আত্মঘাতী হয়েছেন; সে ব্যাপারে কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও মেলেনি ৷ জানা গিয়েছে, পুলিশি ঘেরাটোপে খুদে পড়ুয়াদের সংলগ্ন একটি গির্জায় নিয়ে যাওয়া হয় ৷ অন্যান্যদিনের মতোই সোমবার সকালে রীতি মেনে চলছিল স্কুল ৷ হঠাতই স্কুলে গুলির শব্দে তটস্থ হয়ে পড়ে সাধারণ মানুষ ৷ সংশ্লিষ্ট স্কুলে কর্মরতা একজন স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি একটি কাজের জন্য সাময়িক স্কুলের বাইরে পা রেখেছিলেন ৷ ফেরার পথে স্কুল থেকে গুলিচালনার শব্দ শুনতে পান তিনি ৷
-
An active shooter event has taken place at Covenant School, Covenant Presbyterian Church, on Burton Hills Dr. The shooter was engaged by MNPD and is dead. Student reunification with parents is at Woodmont Baptist Church, 2100 Woodmont Blvd. pic.twitter.com/vO8p9cj3vx
— Metro Nashville PD (@MNPDNashville) March 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An active shooter event has taken place at Covenant School, Covenant Presbyterian Church, on Burton Hills Dr. The shooter was engaged by MNPD and is dead. Student reunification with parents is at Woodmont Baptist Church, 2100 Woodmont Blvd. pic.twitter.com/vO8p9cj3vx
— Metro Nashville PD (@MNPDNashville) March 27, 2023An active shooter event has taken place at Covenant School, Covenant Presbyterian Church, on Burton Hills Dr. The shooter was engaged by MNPD and is dead. Student reunification with parents is at Woodmont Baptist Church, 2100 Woodmont Blvd. pic.twitter.com/vO8p9cj3vx
— Metro Nashville PD (@MNPDNashville) March 27, 2023
আরও পড়ুন: বিদেশ মন্ত্রকের কাছেই আত্মঘাতী হামলা, কাবুলে নিহত অন্তত 6
ন্যাশভিল পুলিশের তরফে সোশাল মিডিয়ায় ভয়ঙ্কর এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে ৷ তারা টুইটে লেখে, "কনভেন্ট প্রেসবিটেরিয়ান চার্চ সংলগ্ন কনভেন্ট স্কুলে আজ সকালে এক শুটার হামলা চালায় ৷ পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আততায়ীর মৃত্যু হয় ৷ খুদে পড়ুয়াদের নিকটবর্তী উডমন্ট ব্যাপ্টিস্ট চার্চে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় ৷" তিন শিশুর পাশাপাশি মনরো ক্যারেল জুনিয়র হাসপাতালে আরও দুই প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে কোনও কোনও সংবাদমাধ্যম ৷