ETV Bharat / international

Cargo Plane Splits In 2 After Crash: রানওয়েতে পিছলে দু‘টুকরো বিমান, প্রাণরক্ষা কর্মীদের - ভেঙে দু টুকরো বিমান

কোস্টারিকার (Costa Rica plane crash) সান জোস আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে পিছলে দু‘টুকরো (Cargo Plane Splits In 2 After Crash) হয়ে গেল কার্গো বিমান ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে (plane crash video viral) ৷ তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷

Cargo Plane Splits In 2 After Crash Landing At Costa Rica Airport, video gets viral
রানওয়েতে পিছলে ভেঙে দু টুকরো বিমান, ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Apr 8, 2022, 2:16 PM IST

সান জোস, 8 এপ্রিল: জরুরি অবতরণ করতে গিয়ে দু‘টুকরো হয়ে গেল একটি কার্গো বিমান (Cargo Plane Splits In 2 After Crash)৷ চিঠি ও মালপত্রবোঝাই বিমান রানওয়েতে পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (plane crash video viral)৷ এই ঘটনার জেরে সাময়িক ভাবে বন্ধ রাখতে হল বিমানবন্দর ৷ তবে ঘটনায় কোনও প্রাণহানি হয়নি ৷

বৃহস্পতিবার কোস্টারিকায় দুর্ঘটনার (Costa Rica plane crash) কবলে পড়ে কার্গো বিমানটি ৷ সান জোস আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করছিল জার্মান লজিস্টিকস জায়েন্ট ডিএইচএল-এর বিমান ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, উজ্জ্বল হলুদ রঙের বিমানটি থেকে তীব্র ধোঁয়া বের হচ্ছে ৷ আর পিছনের চাকার কাছ থেকে ভেঙে দু‘টুকরো হয়ে যায় বিমানটি ৷

আরও পড়ুন: MiG 21 crashes in Rajasthan : রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধ বিমান, নিখোঁজ পাইলট

কোস্টারিকার দমকল বিভাগের প্রধান হেক্টর শেভস জানিয়েছেন, বিমানে যে দু জন ক্রু ছিলেন তাঁরা ভাল আছেন ৷ তাঁরা গুয়াতেমালার বাসিন্দা ৷ রেডক্রসের কর্মী গুইডো ভাসকেজ জানিয়েছেন, আগাম সতর্কতা নিয়ে তাঁদের মেডিক্যাল চেক-আপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পাইলট অচেতন হয়ে পড়লেও দু‘জন ক্রু-র গোটা ঘটনা স্পষ্ট মনে আছে ৷

সান জোসের জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল বোয়িং-757 বিমানটি ৷ তবে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য টেক-অফের 25 মিনিটের মধ্যেই সেটিকে ফিরে আসতে হয় ৷ জরুরি অবতরণের সময়ই বিমানটি পিছলে গিয়ে ভেঙে দু‘টুকরো হয়ে যায় ৷ এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য সে দেশের বৃহত্তম বিমানবন্দর বন্ধ রাখা হয় ৷ যার প্রভাব পড়ে শতাধিক বিমান ও 8000-এরও বেশি যাত্রীর উপর ৷

সান জোস, 8 এপ্রিল: জরুরি অবতরণ করতে গিয়ে দু‘টুকরো হয়ে গেল একটি কার্গো বিমান (Cargo Plane Splits In 2 After Crash)৷ চিঠি ও মালপত্রবোঝাই বিমান রানওয়েতে পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (plane crash video viral)৷ এই ঘটনার জেরে সাময়িক ভাবে বন্ধ রাখতে হল বিমানবন্দর ৷ তবে ঘটনায় কোনও প্রাণহানি হয়নি ৷

বৃহস্পতিবার কোস্টারিকায় দুর্ঘটনার (Costa Rica plane crash) কবলে পড়ে কার্গো বিমানটি ৷ সান জোস আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করছিল জার্মান লজিস্টিকস জায়েন্ট ডিএইচএল-এর বিমান ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, উজ্জ্বল হলুদ রঙের বিমানটি থেকে তীব্র ধোঁয়া বের হচ্ছে ৷ আর পিছনের চাকার কাছ থেকে ভেঙে দু‘টুকরো হয়ে যায় বিমানটি ৷

আরও পড়ুন: MiG 21 crashes in Rajasthan : রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-21 যুদ্ধ বিমান, নিখোঁজ পাইলট

কোস্টারিকার দমকল বিভাগের প্রধান হেক্টর শেভস জানিয়েছেন, বিমানে যে দু জন ক্রু ছিলেন তাঁরা ভাল আছেন ৷ তাঁরা গুয়াতেমালার বাসিন্দা ৷ রেডক্রসের কর্মী গুইডো ভাসকেজ জানিয়েছেন, আগাম সতর্কতা নিয়ে তাঁদের মেডিক্যাল চেক-আপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পাইলট অচেতন হয়ে পড়লেও দু‘জন ক্রু-র গোটা ঘটনা স্পষ্ট মনে আছে ৷

সান জোসের জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল বোয়িং-757 বিমানটি ৷ তবে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য টেক-অফের 25 মিনিটের মধ্যেই সেটিকে ফিরে আসতে হয় ৷ জরুরি অবতরণের সময়ই বিমানটি পিছলে গিয়ে ভেঙে দু‘টুকরো হয়ে যায় ৷ এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য সে দেশের বৃহত্তম বিমানবন্দর বন্ধ রাখা হয় ৷ যার প্রভাব পড়ে শতাধিক বিমান ও 8000-এরও বেশি যাত্রীর উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.