ETV Bharat / international

India-Canada Row: ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল! কানাডা ফিরছেন 41 কূটনীতিক

ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিবাদ আরও বাড়ল ৷ এবার 41 জন কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দিল কানাডা সরকার ৷ তাঁরা ইতিমধ্যে কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে চিড়
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 7:55 AM IST

Updated : Oct 20, 2023, 9:00 AM IST

নয়াদিল্লি ও টরেন্টো, 20 অক্টোবর: ভারত থেকে 41 জন কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দিয়েছে কানাডা ৷ বৃহস্পতিবার কানাডর বিদেশমন্ত্রী মেলানি জলি জানিয়েছেন, শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বিবাদ বেড়ে চলেছে ৷ ভারত সরকার কূটনৈতিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ৷ তাই হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এর আগে এই 41 জনের কূটনৈতিক রক্ষাকবচ প্রত্যাহার করার কথা ভেবেছিল ভারত ৷ এরপরই এমন সিদ্ধান্ত নিল কানাডা।

এবছরের জুন মাসে কানাডার ভ্যাঙ্কুভারে একটি গুরুদ্বারার বাইরে হরদ্বীপ সিং নিজ্জার খুন হন ৷ তিনি খালিস্তানি সংগঠনের প্রধান ছিলেন ৷ এই খুনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ এদিকে কানাডার বিরুদ্ধে শিখ জঙ্গিদের আশ্রয় দেওয়ার পালটা অভিযোগ করে ভারত সরকার ৷ এই অভিযোগ আর পালটা অভিযোগের জেরে দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে ৷

বৃহস্পতিবার বিদেশমন্ত্রী মেলানি বলেন, "কানাডার 62 জন কূটনীতিকের মধ্যে 41 জনকে বরখাস্ত করেছে ভারত সরকার ৷ তাঁদের সঙ্গে কাজ করছেন এমন কর্মীদেরও বের করে দেওয়া হয়েছে ৷ আশা করছি, কানাডার 21 জন কূটনীতিক ভারতে কাজ করবেন ৷ আমাদের কূটনীতিক এবং তাঁদের পরিবার দিল্লি ছেড়ে কানাডার পথে রওনা দিয়েছে ৷"

  • Amid India-Canada diplomatic tensions, Canadian Foreign Minister Melanie Joly says "As of now, I can confirm that India has formally conveyed its plan to unethically remove diplomatic immunities for all but 21 Canadian diplomats and dependents in Delhi by October 20. This means… pic.twitter.com/tbqwk9Wv8u

    — ANI (@ANI) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "কূটনৈতিক রক্ষাকবচ নষ্ট করাটা আন্তর্জাতিক আইন-বিরোধী কাজ ৷ ভারতের কূটনীতিকদের সঙ্গে এই কাজ করবে না কানাডা ৷ এইভাবে এক তরফা কূটনৈতিক সুবিধে, রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়াটা আন্তর্জাতিক আইন বিরুদ্ধ ৷ এটা জেনেভা কনভেনশনে গৃহীত কূটনৈতিক সম্পর্ক লঙ্ঘিত হয়েছে ৷ এরকম কাজের হুমকি দেওয়াটাও অযৌক্তিক ৷" ভারতের এই সিদ্ধান্তে দু'দেশের নাগরিকদের পরিষেবা প্রভাবিত হবে বলে জানান বিদেশমন্ত্রী ৷ ইতিমধ্যে ভারতের তিনটি শহরে সরাসরি পরিষেবা দেওয়ার কাজ বন্ধ রেখেছে কানাডা ৷ এর আগে ভারতে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, ভারতে কানাডার কূটনীতিকের সংখ্যা কানাডায় ভারতের কূটনীতিকের সংখ্যা থেকে বেশি ৷

আরও পড়ুন: কূটনৈতিক সম্পর্কের অবনতি, দুর্গাপুজোয় কানাডা যাওয়ার ভিসা পেলেন না ঢাকি ও মুখোশ শিল্পীরা

নয়াদিল্লি ও টরেন্টো, 20 অক্টোবর: ভারত থেকে 41 জন কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দিয়েছে কানাডা ৷ বৃহস্পতিবার কানাডর বিদেশমন্ত্রী মেলানি জলি জানিয়েছেন, শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বিবাদ বেড়ে চলেছে ৷ ভারত সরকার কূটনৈতিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ৷ তাই হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এর আগে এই 41 জনের কূটনৈতিক রক্ষাকবচ প্রত্যাহার করার কথা ভেবেছিল ভারত ৷ এরপরই এমন সিদ্ধান্ত নিল কানাডা।

এবছরের জুন মাসে কানাডার ভ্যাঙ্কুভারে একটি গুরুদ্বারার বাইরে হরদ্বীপ সিং নিজ্জার খুন হন ৷ তিনি খালিস্তানি সংগঠনের প্রধান ছিলেন ৷ এই খুনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ এদিকে কানাডার বিরুদ্ধে শিখ জঙ্গিদের আশ্রয় দেওয়ার পালটা অভিযোগ করে ভারত সরকার ৷ এই অভিযোগ আর পালটা অভিযোগের জেরে দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে ৷

বৃহস্পতিবার বিদেশমন্ত্রী মেলানি বলেন, "কানাডার 62 জন কূটনীতিকের মধ্যে 41 জনকে বরখাস্ত করেছে ভারত সরকার ৷ তাঁদের সঙ্গে কাজ করছেন এমন কর্মীদেরও বের করে দেওয়া হয়েছে ৷ আশা করছি, কানাডার 21 জন কূটনীতিক ভারতে কাজ করবেন ৷ আমাদের কূটনীতিক এবং তাঁদের পরিবার দিল্লি ছেড়ে কানাডার পথে রওনা দিয়েছে ৷"

  • Amid India-Canada diplomatic tensions, Canadian Foreign Minister Melanie Joly says "As of now, I can confirm that India has formally conveyed its plan to unethically remove diplomatic immunities for all but 21 Canadian diplomats and dependents in Delhi by October 20. This means… pic.twitter.com/tbqwk9Wv8u

    — ANI (@ANI) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "কূটনৈতিক রক্ষাকবচ নষ্ট করাটা আন্তর্জাতিক আইন-বিরোধী কাজ ৷ ভারতের কূটনীতিকদের সঙ্গে এই কাজ করবে না কানাডা ৷ এইভাবে এক তরফা কূটনৈতিক সুবিধে, রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়াটা আন্তর্জাতিক আইন বিরুদ্ধ ৷ এটা জেনেভা কনভেনশনে গৃহীত কূটনৈতিক সম্পর্ক লঙ্ঘিত হয়েছে ৷ এরকম কাজের হুমকি দেওয়াটাও অযৌক্তিক ৷" ভারতের এই সিদ্ধান্তে দু'দেশের নাগরিকদের পরিষেবা প্রভাবিত হবে বলে জানান বিদেশমন্ত্রী ৷ ইতিমধ্যে ভারতের তিনটি শহরে সরাসরি পরিষেবা দেওয়ার কাজ বন্ধ রেখেছে কানাডা ৷ এর আগে ভারতে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, ভারতে কানাডার কূটনীতিকের সংখ্যা কানাডায় ভারতের কূটনীতিকের সংখ্যা থেকে বেশি ৷

আরও পড়ুন: কূটনৈতিক সম্পর্কের অবনতি, দুর্গাপুজোয় কানাডা যাওয়ার ভিসা পেলেন না ঢাকি ও মুখোশ শিল্পীরা

Last Updated : Oct 20, 2023, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.