নয়াদিল্লি, 24 অগস্ট: ব্রিকস দেশগুলির নেতারা যৌথ সম্মতিক্রমে বৃহস্পতিবার আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিকে গ্রুপিংয়ের নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ দীর্ঘ প্রক্রিয়া চালানোর পর এদিন এই সিদ্ধান্তে ব্রিকসের সকল স্থায়ী সদস্য দেশ সম্মতি দিয়েছে বলে খবর ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা-সহ ব্রিকসের অন্যান্য স্থায়ী সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা এদিন যৌথ সাংবাদিক বৈঠক করেন ৷ সেই সাংবাদিক সম্মেলনেই দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা নতুন সদস্য রাষ্ট্রের নাম এবং তাদের ব্রিকসে অন্তর্ভুক্ত করার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রামাফোসা এদিন জানান, 1 জানুয়ারী 2024 থেকে নতুন সদস্যরা ব্রিকসের অংশ হবে । তিনি বলেন, "সম্প্রসারণ প্রক্রিয়ার পথপ্রদর্শক নীতি, মানদণ্ড এবং পদ্ধতিগুলিকে দৃঢ় করার পরই নতুন সদস্যদের বিষয়ে সিদ্ধান্তে একমত হয়েছে সকলে ।"
জোহানেসবার্গে গ্রুপিংয়ের শীর্ষ সম্মেলন শেষে রামাফোসা বলেন, "এই ব্রিকস সম্প্রসারণ প্রক্রিয়ার প্রথম ধাপে আমরা ঐকমত্যে পৌঁছেছি ।" তিনি বলেন, "আমরা আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীকে ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি।"
আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে মানব উপনিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে, দাবি ইসরোর প্রধানের
এদিন রামাফোসা আরও বলেন, "আমরা ব্রিকস-এর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে অন্যান্য দেশের স্বার্থকে মূল্য দিয়ে থাকি ৷ আমাদের বিদেশ মন্ত্রীদের ব্রিকসের অংশীদারিত্বের মডেল এবং সম্ভাব্য দেশগুলির তালিকা (যারা গ্রুপিংয়ে যোগ দিতে চায়) আরও সম্পূর্ণ করার দায়িত্ব দিয়েছি ৷" অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ভারত সর্বদা ব্রিকস-এর সম্প্রসারণকে সমর্থন করে। ভারত সবসময় বিশ্বাস করে যে নতুন সদস্য যোগ হলে ব্রিকস আরও শক্তিশালী হবে।" প্রসঙ্গত, গত 22 অগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ৷ (সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর)