ETV Bharat / international

Rahul Gandhi: ক্যালিফোর্নিয়ায় রাহুলের ভাষণে বাধা, হাসি মুখে স্বাগত জানালেন সাংসদ

কংগ্রেস কারও প্রতি হিংসাত্মক বা অসহিষ্ণু মনোভাব পোষণ করে না ৷ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাষণের মাঝেই একদল লোকের ব্যঙ্গাত্বক স্লোগানের পরিপ্রেক্ষিতে এমনটাই জানালেন রাহুল গান্ধি ৷ বরং তাঁদের স্বাগত জানিয়ে, ‘ভারত জোড়ো’ স্লোগান তুললেন রাহুল ৷

Rahul Gandhi ETV BHARAT
Rahul Gandhi
author img

By

Published : May 31, 2023, 10:18 AM IST

Updated : May 31, 2023, 10:43 AM IST

ক্যালিফোর্নিয়া, 31 মে: এবার বিদেশেও রাহুলের ভাষণের মাঝে বিজেপি সমর্থকদের বাধা ৷ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ভাষণের মাঝেই 'জোড়ো জোড়ো' স্লোগান তুললেন একদল প্রবাসী বিজেপি সমর্থক ৷ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্রুজে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তিনি ৷ সেই সময় কয়েকজন ওই স্লোগান তোলে ৷ যদিও, রাহুল গান্ধিকে এতটুকুও রেগে যেতে বা উষ্মাপ্রকাশ করতে দেখা যায়নি ৷ বরং তিনি হাসি মুখে তাঁদের স্লোগানে অংশ নেন ৷ তাঁকে 'ভারত জোড়ো' স্লোগান দিতে শোনা যায় ৷

উল্লেখ্য, 2022 সালের অক্টোবর মাস থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা' কর্মসূচি পালন করেন রাহুল গান্ধি ৷ দক্ষিণ ভারতের কন্যা কুমারী থেকে শুরু হয়ে সেই যাত্রা মধ্য ও পশ্চিম ভারত হয়ে জম্মু ও কাশ্মীরে শেষ হয় ৷ রাহুলের সেই কর্মসূচিকে ব্যঙ্গ করেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাষণে বাধা দেওয়ার চেষ্টা হয় ৷ তবে, রাহুলকে তাঁদের সঙ্গে পালটা স্লোগান তুলতে শোনা যায় সেখানে ৷ ওই বিজেপি সমর্থকদের ‘জোড়ো জোড়ো’ ভাষণের সঙ্গেই ‘ভারত জোড়ো’ স্লোগান দেন নেতা ৷

আরও পড়ুন: ট্রাকচালকদের 'মন কি বাত', মাঝরাতে ট্রাকে সফর রাহুলের

বারবার ভাষণের মাঝে বিঘ্ন ঘটানোয় সভার আয়োজকরা কিছুক্ষণ পরে তাঁদের অডিটোরিয়াম থেকে বের করে দেন ৷ যদিও, পরে রাহুল তাঁর বক্তব্যে জানান, কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, যারা সবসময় বিপক্ষ মতকে শোনে ৷ তাঁর কথায়, "কংগ্রেস দল সহানুভূতিশীল এবং বিপক্ষের সকলকে আমরা ভালোবাসার সঙ্গে তাঁদের মতপ্রকাশের জন্য স্বাগত জানাই ৷ আমাদের মধ্যে এটাই একটা অদ্ভুত বিষয় ৷ কংগ্রেস পার্টির বিশেষত্বই হল, আমরা সবাইকে ভালোবাসি ৷ যে কেউ, যা খুশি বলতে পারে ৷ আমরা রাগ দেখাই না ৷ বিরুদ্ধ মতে আমরা আক্রমণাত্মক হই না ৷ আমরা বিরুদ্ধ মতও ভালোভাবে শুনব ৷ প্রকৃতপক্ষে আমরা তাদের প্রতি স্নেহশীল হব ৷"

আরও পড়ুন: বিলেতের পর আমেরিকা ! বিজেপি-আরএএসসকে ফের কড়া আক্রমণ রাহুলের

মার্কিন সফরে তিনটি শহরে যাবেন রাহুল গান্ধি ৷ যার প্রথম সফর ক্যালিফোর্নিয়া দিয়ে শুরু হয়েছে ৷ এই সফরে তিনি প্রবাসী ভারতীয় এবং মার্কিন সেনেটরদের সঙ্গে দেখা করবেন ৷ মঙ্গলবার রাহুল গান্ধিকে বিমানবন্দরে স্বাগত জানান, ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রদা এবং দলের অন্যান্য সদস্যরা ৷

ক্যালিফোর্নিয়া, 31 মে: এবার বিদেশেও রাহুলের ভাষণের মাঝে বিজেপি সমর্থকদের বাধা ৷ প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ভাষণের মাঝেই 'জোড়ো জোড়ো' স্লোগান তুললেন একদল প্রবাসী বিজেপি সমর্থক ৷ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্রুজে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তিনি ৷ সেই সময় কয়েকজন ওই স্লোগান তোলে ৷ যদিও, রাহুল গান্ধিকে এতটুকুও রেগে যেতে বা উষ্মাপ্রকাশ করতে দেখা যায়নি ৷ বরং তিনি হাসি মুখে তাঁদের স্লোগানে অংশ নেন ৷ তাঁকে 'ভারত জোড়ো' স্লোগান দিতে শোনা যায় ৷

উল্লেখ্য, 2022 সালের অক্টোবর মাস থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা' কর্মসূচি পালন করেন রাহুল গান্ধি ৷ দক্ষিণ ভারতের কন্যা কুমারী থেকে শুরু হয়ে সেই যাত্রা মধ্য ও পশ্চিম ভারত হয়ে জম্মু ও কাশ্মীরে শেষ হয় ৷ রাহুলের সেই কর্মসূচিকে ব্যঙ্গ করেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাষণে বাধা দেওয়ার চেষ্টা হয় ৷ তবে, রাহুলকে তাঁদের সঙ্গে পালটা স্লোগান তুলতে শোনা যায় সেখানে ৷ ওই বিজেপি সমর্থকদের ‘জোড়ো জোড়ো’ ভাষণের সঙ্গেই ‘ভারত জোড়ো’ স্লোগান দেন নেতা ৷

আরও পড়ুন: ট্রাকচালকদের 'মন কি বাত', মাঝরাতে ট্রাকে সফর রাহুলের

বারবার ভাষণের মাঝে বিঘ্ন ঘটানোয় সভার আয়োজকরা কিছুক্ষণ পরে তাঁদের অডিটোরিয়াম থেকে বের করে দেন ৷ যদিও, পরে রাহুল তাঁর বক্তব্যে জানান, কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, যারা সবসময় বিপক্ষ মতকে শোনে ৷ তাঁর কথায়, "কংগ্রেস দল সহানুভূতিশীল এবং বিপক্ষের সকলকে আমরা ভালোবাসার সঙ্গে তাঁদের মতপ্রকাশের জন্য স্বাগত জানাই ৷ আমাদের মধ্যে এটাই একটা অদ্ভুত বিষয় ৷ কংগ্রেস পার্টির বিশেষত্বই হল, আমরা সবাইকে ভালোবাসি ৷ যে কেউ, যা খুশি বলতে পারে ৷ আমরা রাগ দেখাই না ৷ বিরুদ্ধ মতে আমরা আক্রমণাত্মক হই না ৷ আমরা বিরুদ্ধ মতও ভালোভাবে শুনব ৷ প্রকৃতপক্ষে আমরা তাদের প্রতি স্নেহশীল হব ৷"

আরও পড়ুন: বিলেতের পর আমেরিকা ! বিজেপি-আরএএসসকে ফের কড়া আক্রমণ রাহুলের

মার্কিন সফরে তিনটি শহরে যাবেন রাহুল গান্ধি ৷ যার প্রথম সফর ক্যালিফোর্নিয়া দিয়ে শুরু হয়েছে ৷ এই সফরে তিনি প্রবাসী ভারতীয় এবং মার্কিন সেনেটরদের সঙ্গে দেখা করবেন ৷ মঙ্গলবার রাহুল গান্ধিকে বিমানবন্দরে স্বাগত জানান, ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রদা এবং দলের অন্যান্য সদস্যরা ৷

Last Updated : May 31, 2023, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.